vlxxviet mms desi xnxx

জার্মানি খেলোয়ারের নাম ও ছবি

0
Rate this post

জার্মানি খেলোয়ারের নাম ও ছবি | জার্মানি বিশ্বকাপ স্কোয়াড এবং জার্মানি খেলোয়ারের নাম ২০২২ | Germany Player Name 2022

যারা ফুটবল খেলা দেখে এবং মন থেকে ভালবাসে তাদের মধ্যে অনেকে আছে জার্মানি খেলোয়ারের নাম জানার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকে। তাদের জন্য মূলত আজকের পোস্ট। জার্মানি ফুটবল দল বিশ্বের অত্যতম সেরা একটি দল। তাদের দলের খেলোয়াড়দের পারফরম্যান্স যথেষ্ট ভাল। কিন্তু ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে জার্মানির গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়ার কারণে জাতীয় দলে বেশ পরিবর্তন দেখা যায়। ম্যানেজার জোয়াকিম লো তার পদ থেকেও সরে গিয়েছিলেন। 

তবে কাতার বিশ্বকাপ ২০২২ আগে ম্যানেজার হ্যান্সি ফ্লিক নতুন করে আবার দল তৈরি করেন। তাছাড়া দলে বেশ কিছু তরুণ উদীয়মান খেলোয়াড় রয়েছে যারা মূলত জার্মানি দলের মূল শক্তি। যার ফলে জার্মানি এ বছর বিশ্বকাপের অত্যতম দাবীদার। রাশিয়া বিশ্বকাপে গ্রুফ পর্ব থেকে বাদ পড়া সত্ত্বেও জার্মানি ২০০২ সাল থেকে ২০১৪ পর্যন্ত দুটি সেমিফাইনাল খেলার পাশাপাশি একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। 

আরো দেখুন:

জার্মানি বিশ্বকাপ স্কোয়াড এবং জার্মানি খেলোয়ারের নাম ও ছবি

আসন্ন কাতার বিশ্বকাপের জার্মানি তাদের ২৬ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে। লাইপজিগ ফরওয়ার্ড ( Leipzig Forward) ওয়ার্নার গোড়ালির চোটের জন্য দল থেকে বাদ পড়ে গেছেন। তবে জার্মানি ফ্যানদের সবচেয়ে দুঃখের কথা হল ডর্টমুন্ডের রেউসও (Reus)  টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে। তাছাড়া ওয়ান্ডার কিড ফ্লোরিয়ান উইর্টজও ( Wonder Kid Florian Wirtz)  ইনজুরি থেকে সেরে না উঠতে পারার কারণে বাদ পড়ে গেছেন।

কিন্তু ২০১৭ সাল থেকে জার্মানি দলে খেলেও চান্স পেয়েছেন মারিও গোটজে। ২০১৪ সালের ফাইনাল ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেছিল এই মারিও গোটজে (Mario Gotze)। চলুন জেনে নিই জার্মানির ২৬ সদস্যদের দলে যারা আছেন তাদের নাম, পজিশন, কোন ক্লাবে খেলেন ইত্যাদি বিষয়:

অবস্থান না. প্লেয়ার ক্লাব বয়স
জিকে (GK) 1 ম্যানুয়েল নিউয়ার  বায়ার্ন মিউনিখ (GER) 36
জিকে (GK) 22 মার্কআন্দ্রে টের স্টেগেন বার্সেলোনা (এসপিএ) 30
জিকে (GK) 12 কেভিন ট্র্যাপ Eintracht Frankfurt (GER) 32
ডিইএফ (DEF) 25 সুন্দর বর্মকোটচাপ সাউদাম্পটন (ENG) 20
ডিইএফ (DEF) 4 ম্যাথিয়াস জিন্টার এসসি ফ্রেইবার্গ (GER) 28
ডিইএফ (DEF) 20 ক্রিশ্চিয়ান গুন্টার ফ্রিবুর্গ (GER) 29
ডিইএফ (DEF) 5 থিলো কেহরের ওয়েস্ট হ্যাম (ENG) 26
ডিইএফ (DEF) 16 লুক ক্লোস্টারম্যান RB Leipzig (GER) 26
ডিইএফ (DEF) 3 ডেভিড রাউম RB Leipzig (GER) 24
ডিইএফ (DEF) 2 আন্তোনিও রুডিগার রিয়াল মাদ্রিদ (SPA) 29
ডিইএফ (DEF) 23 নিকো শ্লোটারবেক বরুশিয়া ডর্টমুন্ড (GER) 22
ডিইএফ (DEF) 15 নিকলাস সুলে বরুশিয়া ডর্টমুন্ড (GER) 27
মাঝামাঝি (MID) 17 জুলিয়ান ব্র্যান্ডট বরুশিয়া ডর্টমুন্ড (GER) 26
মাঝামাঝি (MID) 8 লিওন গোরেটজকা বায়ার্ন মিউনিখ (GER) 27
মাঝামাঝি (MID) 21 ইল্কে গুন্ডোগান ম্যানচেস্টার সিটি (ENG) 31
মাঝামাঝি (MID) 11 মারিও গোটজে Eintracht Frankfurt (GER) 30
মাঝামাঝি (MID) 18 জোনাস হফম্যান B. Monchengladbach (GER) 30
মাঝামাঝি (MID) 6 জোশুয়া কিমিচ বায়ার্ন মিউনিখ (GER) 27
মাঝামাঝি (MID) 14 জামাল মুসিয়ালা বায়ার্ন মিউনিখ (GER) 19
মাঝামাঝি (MID) 13 টমাস মুলার বায়ার্ন মিউনিখ (GER) 33
মাঝামাঝি (MID) 19 লেরয় সানে বায়ার্ন মিউনিখ (GER) 26
ফরোয়ার্ড (CF) 26 ইউসুফা মৌকোকো বরুশিয়া ডর্টমুন্ড (GER) 17
ফরোয়ার্ড (CF) 24 করিম আদয়েমি বরুশিয়া ডর্টমুন্ড (GER) 20
ফরোয়ার্ড (CF) 9 নিকলাস ফুলক্রুগ ওয়ের্ডার ব্রেমেন (GER) 29
ফরোয়ার্ড (CF) 10 সার্জ Gnabry বায়ার্ন মিউনিখ (GER) 27
ফরোয়ার্ড (CF) 7 কাই হাভার্টজ চেলসি (ENG) 23

জার্মানি জাতীয় দলের মূল শক্তি, তারকা খেলোয়াড় ও দুর্বলতা

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জার্মানি যখন গ্রুপ থেকে হেরে বাদ যায় তখন পুরো টিম ভেঙে পড়ে। এজন্য বর্তমান জার্মানির হেড কোচ একটু চাপের মধ্যেই থাকবেন 

তবে সেরা তরুণ কোচ হিসেবে ফ্লিকের খ্যাতি রয়েছে। সাথে জার্মানিকে দলটাকে নতুন করে সাজিয়ে আবার আগের মতো করার চেষ্টা করেছে। তাই এবার কাতার বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অবশ্যই এগিয়ে থাকবে।

  • তারকা খেলোয়াড়:

ম্যানুয়েল নিউয়ার এবং থমাস মুলারের বায়ার্ন মিউনিখ ক্লাবের প্রধান হাতিয়ার তেমনি জার্মানি দলেও তাঁরা দু’জন মুখ্য হাতিয়ার। মিডফিল্ডে রয়েছ জোশুয়া কিমিচ সার্জ গ্যানাব্রি এবং লেরয় সানের মতো অসাধারণ সব খেলোয়াড়।

  • মূল শক্তি:

ম্যানচেস্টার সিটির তারকা ইল্কে গুন্ডোগানের সাথে লিওন গোরেৎজকা ও কিমিচ মূলত জার্মানির মিডফিল্ড সামলাবেন।

  • দুর্বলতা:

কাতার বিশ্বকাপে ফ্লিক মুলার এবং চেলসি তারকা কাই হাভার্টজের যেকোন একজন খেলবেন এই রকম গুঞ্জন রয়েছে। বাকিটা কোচের উপর নির্ভর করবে। দু’জনের গোল করার ক্ষমতা রয়েছে কিন্তু তারা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা এবং রবার্ট লেভান্ডোস্কির মতো গোল করার ক্ষমতা রাখে না প্রধান আক্রমণকারী হিসাবে। এজন্য কোচ ফ্লিক একটু চিন্তিত ও রয়েছেন।

তাছাড়া টিমো ওয়ার্নার এই মৌসুম লাইপজিগে তার ফর্ম ফিরে পেয়েছিলেন। কিন্তু ২ নভেম্বর গোড়ালির চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। যা জার্মানি দলের জন্য খুবিই খারাপ সংবাদ।

জার্মানি বিশ্বকাপ গ্রুপ ২০২২

জার্মানি FIFA র‍্যাঙ্কের ১২ নম্বর নিয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে এবং গ্রুপ ই জার্মানির প্রতিপক্ষ হল জাপান এবং কোস্টারিকার সাথে মুখোমুখি হতে হবে যা ফ্লিকের বেশ চ্যালেঞ্জিং হবে।

তারিখ ম্যাচ বাংলাদেশ সময় স্টেডিয়াম
২৩ নভেম্বর, বুধবার জার্মানি বনাম জাপান সন্ধ্যা ৭টা খলিফা আন্তর্জাতিক
বুধবার, ২৩ নভেম্বর, বুধবার স্পেন বনাম কোস্টারিকা রাত ১০টা আল থুমামা
২৭ নভেম্বর, রবিবার জাপান বনাম কোস্টারিকা বিকাল ৪টা আহমদ বিন আলী
২৭ নভেম্বর, রবিবার স্পেন বনাম জার্মানি রাত ১টা আল বায়ত
১ ডিসেম্বর, বৃহস্পতিবার জাপান বনাম স্পেন রাত ১টা খলিফা আন্তর্জাতিক
১ ডিসেম্বর, বৃহস্পতিবার কোস্টারিকা বনাম জার্মানি রাত ১টা আল বায়ত

আরো দেখুন: বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে?

সর্বশেষ কথা: আশা করি এতদিন ধরে যারা জার্মানি খেলোয়ারের নাম জানতে না তাঁরা সকলেই জানতে পারছেন। মূলত এই দল নিয়ে জার্মানি কাতার বিশ্বকাপ ২০২২ শুরু করবে। কাতার বিশ্বকাপের সকল আপডেট সবার আগে প্রতিদিন পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। আর শেয়ার করতে ভুলবেন আজকের এই পোস্ট।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex