ঢাকা ডমিনেটর্স স্কোয়াড 2024 | ঢাকা খেলোয়াড়ের নাম ও ছবি
ঢাকা ডমিনেটর্স স্কোয়াড 2024 | BPL Dhaka Player Name List 2024 | বিপিএল ঢাকা এর খেলোয়াড়ের নাম ও ছবি
বিপিএল এর মধ্যে জনপ্রিয় একটি ক্রিকেট দলের নাম হলো, ঢাকা ডমিনেটর্স। যার সর্বপ্রথম সূচনা হয়েছিল ২০১২ সালে।যখন এই ক্রিকেট দলটি Bpl এ প্রথম অংশগ্রহণ করে। তখন এর নাম ছিল, ঢাকা গ্লাডিয়েটর। এবং ২০১৫ সালে এই নাম টি পরিবর্তন করে রাখা হয়, ঢাকা ডায়নামাইটস।
আর নাম পরিবর্তনের ধারা অবিরত থাকার কারণে। 2019 সালে এই ক্রিকেট দলের নাম হয়, ঢাকা প্লাটুন। এবং সর্বশেষ এই বিপিএল অংশগ্রহণকারী ক্রিকেট দলের নাম পরিবর্তন করে রাখা হয়, ঢাকা ডমিনেটর্স।
তো নামের পর্ব শেষে এবার জেনে নেওয়া যাক, ঢাকা ডমিনেটর্স স্কোয়াড 2024 সম্পর্কে। কারণ আপনি যেহেতু, Dhaka Dominators Squad 2024 সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করেছেন। সেহেতু এটা সহজে অনুমান করা যায় যে। আপনি ঢাকা ডমিনেটরস এর একজন সাপোর্টার। আর একজন সাপোর্টার হিসেবে আপনার অবশ্যই ঢাকা ডমিনেটর্স খেলোয়ার এর নাম দেখে নেওয়া উচিত।
আরো দেখুন:
কারণ বিপিএল ২০২৪ এর নবম আসরে ঢাকা ডমিনেটরস স্কোয়াড কে এমন ভাবে তৈরি করেছে। যা দেখে খুব সহজেই অনুমান করা যায়, এবারের বিপিএল আসর ২০২৪ এর মধ্যে। ঢাকা ডমিনেটর্স ক্রিকেট মাঠে দারুন চমক রাখবে।
ঢাকা ডমিনেটর্স এর খেলোয়াড়ের নাম কি?
এবারের বিপিএল ২০২৪ এর মধ্যে ঢাকা ডমিনেটর্স এর হয়ে খেলবে, অলোক কপালির মত একজন অলরাউন্ডার ক্রিকেটার। এছাড়াও বোলার এর তালিকায়, আরাফাত সানির মতো একজন দক্ষ বোলারের নাম দেখতে পারবেন। এছাড়াও আপনি বাংলাদেশ জাতীয় টিমের জনপ্রিয় খেলোয়াড় নাসির হোসেন, সৌম্য সরকার সহ। বিভিন্ন বিদেশি খেলোয়াড়ের নাম দেখতে পারবেন। যারা এবার বিপিএল ২০২৪ এর মধ্যে ঢাকা ডমিনেটর্স এর হয়ে খেলবে।
ঢাকা ডমিনেটর্স স্কোয়াড তালিকা | Dhaka Dominators Squad
ঢাকা ডমিনেটর্স এর খেলোয়াড়ের নাম নিচে উল্লেখ করা হলো।
- তাসকিন আহমেদ
- আরাফাত সানি
- শরিফুল ইসলাম
- মোসাদ্দেক হোসেন
- চতুরঙ্গ ডি সিলভা
- সাইম আইয়ুব
- উসমান কাদির
- সাইফ হাসান
- ইরফান শুক্কুর
- আলাউদ্দিন বাবু
- এস এম মেহরাব হাসান
- মোহাম্মদ নাঈম
- মোঃ সাব্বির হোসেন
- জসিম উদ্দিন
- লাহিরু সমরকুন
- সাদিরা সামারাবিক্রমা
উপরের তালিকায় আপনি ঢাকা ডমিনেটর্স স্কোয়াড দেখতে পাচ্ছেন। এবং এই খেলোয়াড় গুলো ২০২৪ সালের বিপিএল নবম আসরে। ঢাকা ডমিনেটর্স কে চ্যাম্পিয়ন করার জন্য ক্রিকেট মাঠে লড়বে।
FAQ – ঢাকা ডমিনেটর্স এর খেলোয়াড়ের নাম
Q: বিপিএল আসরে ঢাকা ডমিনেটর্স বাংলাদেশের কোন বিভাগ এর প্রতিনিধিত্ব করে?
A: বিপিএল এর মধ্যে ঢাকা ডমিনেটর্স, ঢাকা বিভাগ এর প্রতিনিধিত্ব করে।
Q: ঢাকা ডমিনেটর্স কত সালে প্রতিষ্ঠা হয়?
A: ২০১২ সালে ঢাকা ডমিনেটর্স প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন এই ক্রিকেট দলটির নাম ছিল, ঢাকা গ্ল্যাডিয়েটরস।
Q:ঢাকা ডমিনেটর্স এর মালিক কে?
A: ২০২৪ বিপিএল এর মধ্যে ঢাকা ডমিনেটর্স এর মালিকানা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর অধীনে রয়েছে।
Q: ঢাকা ডমিনেটর্স বিপিএলে কতবার চ্যাম্পিয়ন হয়েছে?
A: মোট তিন বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল। আর সে গুলো হল, বিপিএল এর প্রথম আসর, দ্বিতীয় আসর এবং চতুর্থ আসর এর মধ্যে ঢাকা ডমিনেটর্স চ্যাম্পিয়ন হয়েছিল।
Q:ঢাকা ডমিনেটর্স এর স্পন্সর কারা?
A: ঢাকা ডমিনেটর্স স্পন্সর হিসেবে আপনি বিভিন্ন কোম্পানির নাম দেখতে পারবেন। যেমন, লাইক বয়, কনফিডেন্স গ্রুপ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বেক্সিমকো ইত্যাদি।
আরো দেখুন:
বিপিএল ঢাকা খেলোয়াড়ের নাম ২০২৪ নিয়ে কিছু কথা
আপনারা যারা, ঢাকা ডমিনেটর্স স্কোয়াড সম্পর্কে জানতে চেয়েছেন। আশা করি তারা উপরের তালিকা থেকে Dhaka Dominators Squad 2024 সম্পর্কে জানতে পেরেছেন। তবে পরবর্তী সময়ে যদি ঢাকা ডমিনেটর্স স্কোয়াড এর মধ্যে কোন ধরনের পরিবর্তন করা হয়। তাহলে অবশ্যই আমি ঢাকা ডমিনেটর্স এর খেলোয়াড়ের তালিকা টি আপডেট করে দিব।
আর এই আপডেট তথ্য গুলো সবার আগে পেতে চাইলে। অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ! এতক্ষণ ধরে Wikipedia Bangla এর সাথে থাকার জন্য।