ভালোবাসা দিবসের শুভেচ্ছা ২০২৪
ভালোবাসা দিবসের শুভেচ্ছা ২০২৪ | Happy Valentine’s Day
আপনি যদি ভালোবাসা দিবসের শুভেচ্ছা খুজে থাকেন। তাহলে আপনি একবারে সঠিক জায়গা তে চলে এসেছেন। কারন, আজকের আর্টিকেলে আমি আপনার সাথে আর্কষনীয় সব বিশ্ব ভালোবাসা দিবসের স্ট্যাটাস শেয়ার করবো। আর যখন আপনি আপনার প্রিয় মানুষটি কে এই ভালোবাসা দিবসের শুভেচ্ছা গুলো পাঠাবেন। তখন সেই মানুষটির কাছে আপনার প্রতি ভালোবাসা আরো কয়েকগুন বেড়ে যাবে।
তাই চলুন, আর দেরি না করে সরাসরি সেই বিশ্ব ভালোবাসা দিবসের স্ট্যাটাস গুলো দেখে নেওয়া যাক। আর আজকে আলোচিত কোন ভালোবাসা দিবসের শুভেচ্ছা টি আপনার ভালো লাগবে। তা অবশ্যই আমাদের জানিয়ে দিবেন।
আরো দেখুনঃ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস.
ভালোবাসা দিবসের শুভেচ্ছা
আমরা সকলেই জানি, ফেব্রুয়ারি মাস হলো ভালোবাসার মাস। আর ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে পালন করা হবে ভালোবাসা দিবস। এই দিনে আমরা আমাদের মনের মানুষকে বিভিন্ন ভাবে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানোর চেস্টা করি। তো আপনিও যদি এমন চেষ্টা করে থাকেন। তাহলে আপনার জন্য নিচে শেয়ার করা ভালোবাসা দিবসের শুভেচ্ছা গুলো অনেক হেল্পফুল হবে।
💌Valentine Day Status💌
আমার এই অবুঝ মনটি যদি একটি আকাশ হতো। তাহলে তুমি হতে সেই আকাশের একমাত্র চাঁদ। তাই আমি আমার সারা জীবন কাটিয়ে দিতে চাই হাতে রেখে হাত। আর তোমাকে আমি জানিয়ে দিলাম, ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
💌Valentine Day Status💌
আমার এই দেহে যতক্ষন থাকবে নিঃশ্বাস। ততোদিন আমি তোমার উপর রাখবো বিশ্বাস। কারণ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার জান। তোমাকে আমি সপে দিতে চাই, আমার এই মন প্রান।
💌Valentine Day Status💌
আমার মনে তুমি আছো চাঁদ হয়ে ছড়িয়ে। তাই আমার ভালোবাসার হাত তোমার দিকে দিয়েছি বাড়িয়ে। তুমি কি নিবে আমায় তোমার জীবনে আপন করে?
💌Valentine Day Status💌
খুব ইচ্ছে করে তোমাকে নিয়ে দুরে কোথাও হারিয়ে যেতে। খুব ইচ্ছে করে তোমাকে আপন করে নিতে। খুব ইচ্ছে করে তোমার সাথে কাটাতে সময় একাকী নিভৃত্বে। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
💌Valentine Day Status💌
তোমাকে নিয়ে অনেক দুরে হারিয় যেতে মন চায়। যেখানে তুমি আমি ছাড়া আর কেউ থাকবে না। যেখানে তোমার আমার ভালোবাসায় তৈরি হবে নতুন একটি পৃথিবী।
💌Valentine Day Status💌
তুমি যদি আমাকে বাসো ভালো। তাহলে আমি তোমার জীবনে বয়ে আনবো রাতের আকাশের সেই চাঁদের আলো। জ্বলবে আলো তোমার কাছে, যতোদিন আমার এই জীবন বাঁচে। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
💌Valentine Day Status💌
যদি তুমি জানতে চাও, আমি তোমার কথা কতবার ভাবি। তাহলে আমি বলবো, তোমার চোখের পলক যতবার পড়ে। ঠিক ততোবার আমিও তোমার কথা ভাবি।
যারা ভালোবাসা নিয়ে খেলা করতে অভ্যস্ত। তারা ঠিকই তাদের ভালোবাসার মানুষ কে খুজে নিতে পারে। অথচ, যারা মন থেকে ভালোবাসে, তাদের কপালেই জোটে ব্যর্থতার গ্লানি। তবুও আমি তোমাকে জানিয়ে দিলাম, ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
💌Valentine Day Status💌
ভালোবাসতে চাও, তাহলে ধন দেখে নয় বরং মন দেখে ভালোবাসো। কেননা, যে তোমাকে মন থেকে ভালোবাসবে। সে কখনই তোমাকে ছেড়ে দুরে থাকতে পারবে না।
💌Valentine Day Status💌
যখন দুটি মনের মিলনে একটি আশার জন্ম নেয়। সেখান থেকে ভালোবাসার শুরু হয়। আর সেই আশা নিয়ে তোমাকে জানিয়ে দিলাম, ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
💌Valentine Day Status💌
আমি তাজমহল গড়তে চাইনা, যা একদিন ভেঙ্গে পড়বে। আমি ইতিহাস রচনা করতে চাইনা, যা একদিন সবাই ভুলে যাবে। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, যার সাথে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো।
💌Valentine Day Status💌
তোমার হৃদয়ের মাঝখানে আমায় দিও ঠাঁই। এই জীবনে আমার একটাই চাওয়া, আমি যেন তোমাকে সবচেয়ে আপন করে পাই। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
💌Valentine Day Status💌
তাকিয়ে দেখো, জ্বলছে আকাশে তাঁরা রাশি রাশি। আর তাই তোমাকে বলতে ইচ্ছে করছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। জীবনের স্বার্থক তো সেইদিন হবো। যেদিন তোমাকে আমার জীবনে আপন করে পাবো। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
💌Valentine Day Status💌
তোমাকে নিয়ে কল্পনার নাম যদি ভালোবাসা হয়। তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার স্বপ্নে বিভোর হওয়ার নাম যদি ভালোবাসা হয়। তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা যদি ভালোবাসা হয়। তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি।
আমি তোমার কষ্ট গুলোর ভাগ নিতে চাই। আমি তোমার সুখের মুহূর্ত গুলোতে পাশে থাকতে চাই। কারণ, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
💌valentine day wish💌
তুমি রাগ করলে যে মানুষটি তোমার রাগ ভাঙ্গানোর জন্য শত রকম চেস্টা করে। সে মানুষ টি তোমাকে ভীষন ভালোবেসে। আর এই মানুষ গুলোকে কখনই ধোঁকা দেওয়া উচিত নয়। ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিও প্রিয়।
💌valentine day wish💌
যখন তোমার ফোন ওয়েটিং পাই, তখন আমার অনেক খারাপ লাগে। আমার কথায় তুমি যদি মন খারাপ করো, তখনও আমার খুব খারাপ লাগে। আমি জানিনা, ভালোবাসা কি। তবে তোমাকে ছাড়া আমি এক মুহুর্ত কল্পনা করতে পারিনা।
💌valentine day wish💌
এই অবুঝ মনটা যে শুধু তোমাকে চায়। এই মনের ভেতরে যে শুধু তোমার বসবাস। তুমি হলে আমাদের রাতের চাঁদ। তুমি হলে আমার একমাত্র আকাশ। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
💌valentine day wish💌
তুমি শুধু আমার, আমি ছাড়া তুমি আর অন্য কারো হতে পারোনা। তুমি পৃথিবীর যে কোন প্রান্তে থাকোনা কেন। আমি তোমাকে ঠিক খুজে বের করবো। ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিও প্রিয়।
💌valentine day wish💌
সূর্যের আলো থাকে সারদিন পর্যন্ত, চাঁদের আলো থাকে রাতের অন্ধকার পর্যন্ত। আর তোমাকে আমি ভালোবেসে যাবো, আমার দেহের ভেতরে নিঃশ্বাস থাক পর্যন্ত।
আরো দেখুনঃ
উপরে আপনি চমৎকার সব ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা দেখতে পাচ্ছেন। যে গুলো আপনি আপনার মনের মানুষের সাথে শেয়ার করার পর। আপনার প্রতি সেই মানুুষটির একটু আলাদা রকমের ভালো লাগা কাজ করবে।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিয়ে কিছুকথা
প্রিয় পাঠক, আমরা সর্বদাই আপনাদের ভালোলাগা বিষয় গুলো নিয়ে কাজ করি। যেমন, আজকে আমি আপনার জন্য আর্কষনীয় সব ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনি যদি আপনার প্রয়োজনীয় বিষয় গুলো সবার আগে খুজে পেতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।