vlxxviet mms desi xnxx

বসন্ত এসে গেছে | বসন্তের স্ট্যাটাস | বসন্তের কবিতা

0
Rate this post

বসন্ত এসে গেছে | বসন্তের স্ট্যাটাস | বসন্তের শুভেচ্ছা ছন্দ | বসন্তের কবিতা | বসন্ত নিয়ে ক্যাপশন

বসন্তের স্নিগ্ধ বাতাস যেন আমাদের সকলের হৃদয় কে নাড়া দেয়। কারন, বসন্তের আগমনে প্রকৃতি যেন নিজের রুপে প্রকাশ করে। আর আপনি যেন এই বসন্ত কে নতুন করে বরণ করে নিতে পারেন। সে জন্য মূলত আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। কারন, আজকে আমি আর্কষনীয় সব বসন্তের স্ট্যাটাস শেয়ার করবো।

তবে আজকে শুধু বসন্তের স্ট্যাটাস শেয়ার করবো, বিষয়টা এমন নয়। বরং আজকে আমরা মন জুড়িয়ে যাওয়ার মতো কিছু, বসন্তের শুভেচ্ছা বার্তা, বসন্তের কবিতা, বসন্ত নিয়ে ছন্দ জানতে পারবো। তো চলুন, সবার শুরুতে বসন্তের স্ট্যাটাস গুলো দেখে নেয়া যাক। 

বসন্ত এসে গেছে

কথায় আছে, ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত। আর এই সময়ে প্রকৃতি যেন নতুন করে সাজিয়ে তোলে। বসন্তের আগমনে যেন, প্রকৃতি তার মধ্যে থাকা সকল জীর্ণতা কে বিদায় জানিয়ে দেয়। প্রচন্ড শীতে যে সকল গাছাপালার লতাপাতা ঝড়ে গেছিলো। তারা যেন নতুন করে আবার জীবন ফিরে পায়।

আমাদের চারপাশে থাকা শুকনো মাটিতে ধীরে ধীরে জেগে ওঠে নতুন ঘাস। আশপাশ থেকে শোনা যায় শত শত পাখির ডাক। আর এই সবকিছু নিয়ে গ্রাম বাংলার পরিবেশে যেন নতুনত্বের ছোঁয়া লাগে। এই সময়ে কোকিলের মধুর কন্ঠে ভেসে আসে কূহুকূহু ডাক। আম, জাম, কাঁঠাল গাছে দেখা যায় নতুন মুকুল।

গুরুত্বপূর্ণ:

আর সে কারণে, লেখকদের লেখায় বারবার ফুটে উঠে বসন্তের সুবাসের কথা। সে কারণে, বসন্ত কে ঘিরে রচিত হয়েছে শত শত গান। কবিদের কলমে লেখা হয়েছে অসংখ্য কবিতা। তো চলুন এবার বসন্তের স্ট্যাটাস গুলো দেখে নেয়া যাক।

বসন্ত এসে গেছে

বসন্তের শুভেচ্ছা

যেহুতু আমরা সবাই মিলে বসন্ত উৎসব উদযাপন করবো। সেহুতু আমাদের উচিত কাছের মানুষ গুলো কে বসন্তের শুভেচ্ছা জানিয়ে দেওয়া। আর আপনি যেন চমৎকার সব কথার মাধ্যমে মানুষ কে বসন্তের শুভেচ্ছা জানাতে পারেন। সে কারণে এবার আমি ভালো লাগার মতো কিছু বসন্তের শুভেচ্ছা শেয়ার করবো। যেমন,

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

বসন্ত যে এসে গেছে, তুমি নিভাও তোমার মনের সব আগুন। বরন করে নাও সামনে এসে গেছে যে পহেলা ফাল্গুন। বসন্তের শুভেচ্ছা নিও।

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

গাছে গাছে জেগেছে নতুন পাতা, যেন দেখতে লাগছে বেশ। কারন হাড় কাঁপানো শীতের সময় হয়ে গেছে শেষ। তাই ভুলে যাও অতীত ইতিহাস, মনে জাগাও নতুন নতুন ইচ্ছা। আর আমি তোমায় জানিয়ে দিলাম, বসন্তের শুভেচ্ছা।

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

 চারিদিকে ভাসছে কোকিলের সুর, প্রকৃতি যেন দিচ্ছে ডাক। তোমার মনে আছে যতো গ্লানি। তা আজ সব ধুয়ে মুছে যাক। শুভ বসন্তের শুভেচ্ছা নিও।

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

আজ প্রকৃতি সেজেছে তার নতুন রুপে। চারিদিকে ডাকছে অসংখ্য পাখি। আর আমি শুধু তোমাকেই বসন্তের শুভেচ্ছা জানিয়ে রাখি।

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

কত কোকিল আসে যায়, তার হিসেব নেই তো কোনো। আমাকে বসন্তের শুভেচ্ছা জানাতে ভুল করোনা যেন।

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

তাকিয়ে দেখো, বসন্তের মৃদু বাতাসের দোলা লাগছে আজি। চলোনা, আজ তুমি আর আমি মিলে বসন্তের হাওয়াতে নতুন করে সাজি। শুভ বসন্তের শুভেচ্ছা।

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

তোমার মনের বন্ধ জানালা, আজকে দাও খুলে। আজ যে এসেছে বসন্ত, তাই কে আপন কে পর তার সব যাও ভুলে। বসন্তের শুভেচ্ছা নিও।

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

বসন্তের রঙ্গ যেন মাতিয়ে রেখেছে আমার মনে। তাই তোমার কথা আমি ভাবছি প্রতিক্ষনে। পূবালি বাতাসে যেন উড়ছে মাথার চুল। তোমাকে বসন্তের শুভেচ্ছা জানাতে আমি করিনি ভুল।

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

বসন্তের বাতাসের শব্দ বইছে কানে কানে। তোমাকে আমি বসন্তের শুভেচ্ছা জানিয়ে দিতে চাই মনে প্রাণে।

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

খুলে দাও তোমার মনের দুয়ার, থেকোনা মন ভার করে। বসন্ত যে এসে গেছে তোমার বাহুডোরে। তাই তোমাকে আমি জানিয়ে দিলাম নতুন বসন্তের শুভেচ্ছা।

💌বসন্তের শুভেচ্ছা বার্তা💌

তো আপনি যদি আপনার কাছের মানুষ গুলোকে বসন্তের শুভেচ্ছা জানাতে পারেন। সে কারনে উপরে আমি চমৎকার সব বসন্তের শুভেচ্ছা বার্তা শেয়ার করেছি। আশা করি, এই বসন্তের স্ট্যাটাস গুলো আপনার অনেক ভালো লাগবে। 

বসন্ত নিয়ে ক্যাপশন

উপরের আলোচনা থেকে আমরা চমৎকার সব বসন্তের স্ট্যাটাস গুলো জানতে পেরেছি। যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষ গুলো কে বসন্তের শুভেচ্ছা জানাতে পারবেন। তবে এবার আমি আরো কিছু বসন্ত নিয়ে ক্যাপশন শেয়র করবো। যেমন,

💟বসন্ত নিয়ে ক্যাপশন💟

তীব্র শীতের ঠান্ডায় কাউকে কাছে পাওয়ার চাইতে। বসন্ত কে কাছে পাওয়ার আকুতি করা উচিত।

💟বসন্ত নিয়ে ক্যাপশন💟

প্রকৃতি কে নতুন করে সাজাতে বসন্ত আসবে। তেমনি তোমার জীবনেও সুখ আসবে। তাই আগত বসন্তকে নতুন করে বরন করে নাও।

💟বসন্ত নিয়ে ক্যাপশন💟

শীতের চাদরে মুড়িয়ে হারিয়ে যায় যে বেলা। তোমার বন্ধ দুচোখ খুলে দেখো। প্রকৃতি যে মেতে উঠেছে বসন্তের সেই খেলায়।

💟বসন্ত নিয়ে ক্যাপশন💟

বসন্তের মাস যে ভালোবাসায় ভরপুর। নতুন বসন্তের নতুন দিনে তুমি আর আমি ঘুরতে চাই সারা দুপুর।

💟বসন্ত নিয়ে ক্যাপশন💟

হয়ত ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতের মতো। হয়ত গাইবে কোন গান, আকাশে উড়ছে পাখি যত। তবুও তোমাকে বসন্তের শুভেচ্ছা জানাতে ভুল করিনি।

💟বসন্ত নিয়ে ক্যাপশন💟

ফুল ফোটার মধ্যে দিয়ে বসন্ত শুরু হয়। কোকিলের কুহুকুহু ডাকে বসন্তের শুরু হয়। রোদেলা বাতাসের মৃদ্যু হাওয়াতে বসন্তের শুরু হয়।

💟বসন্ত নিয়ে ক্যাপশন💟

যদি বসন্তের ফোটা ফুলের সুবাসে তোমার হৃদয় না ভরে। তাহলে পৃথিবীর কোন সুবাসে তুমি মুগ্ধতা খুজে পাবেনা।

💟বসন্ত নিয়ে ক্যাপশন💟

প্রকৃতি কে নতুন করে সাজিয়ে নেয়া হলো, বসন্তের কাজ। মানুষের মাঝে নতুনত্বের দোলা দেয়াই বসন্তের কাজ। তাই সবাই বসন্তকে আপন করে বরণ করে নিন।

💟বসন্ত নিয়ে ক্যাপশন💟

বসন্ত যে এসে গেছে, প্রকৃতি যেন নতুন খুশিতে মেতে উঠেছে। শেষ হয়ে গেছে বসন্তের অপেক্ষার প্রহর।

💟বসন্ত নিয়ে ক্যাপশন💟

উদাস দুপুরে বসে আমি আমি, পাশে ভাসছে কোকিলের সুর। প্রিয় বসন্ত তুমি কেন কাছে এসে আবার চলে যাও বহুদুর।

আপনাদের মধ্যে যাদের বসন্ত নিয়ে ক্যাপশন এর প্রয়োজন হবে। তারা উপরে শেয়ার করা ক্যাপশন গুলো ব্যবহার করবেন। কারন, আমি চেষ্টা করেছি বাছাই করা সব বসন্ত নিয়ে ক্যাপশন গুলো শেয়ার করার। 

বসন্তের স্ট্যাটাস

যখন আপনি কাউকে বসন্তের শুভেচ্ছা জানাবেন। তখন অবশ্যই আপনার বসন্তের স্ট্যাটাস এর দরকার হবে। আর আপনার এই প্রয়োজন কে মেটানোর জন্য। এবার আমি বাছাই করা বসন্তের স্ট্যাটাস গুলো শেয়ার করবো আপনার সাথে। যে বসন্তের স্ট্যাটাস গুলোর সাহায্য আপনি অন্যান্য মানুষকে বসন্তের শুভেচ্ছা জানাতে পারবেন।

  • আমি দাড়িয়ে আছি বসন্তের আগমনের দ্বাড়ে। কেন জানি তোমার কথা মনে পড়ছে বারেবারে। বসন্তের নতুন প্রকৃতির কথা হয় যেন স্বরণ। তাইতো আমি বসন্ত কে করে নিবো বরণ।
  • তুমি চলে গেলেও আবার আসবে ফিরে এই ছিলো আমার বিশ্বাস। তুমি চলে গেলে আমি অপেক্ষায় থাকি, ছেড়ে দীর্ঘশ্বাস। 
  • ওগো গোলাপ তুমি কেন যাচ্ছো ঝড়ে, আর তো বেশিদিন নেই। কারন, বসন্ত যে আবার আসবে শীতের পরে। শুভ বসন্তের শুভেচ্ছা। 
  • বসন্তের আগমনী তে খুশি, তারপরেই আসে শ্রাবন। প্রিয় বসন্ত তোমাকে হারানোর বেদনা যে আমার হৃদয়ে বয়ে যায় কষ্টের প্লাবন। 
  • বসন্তের নতুন ছোঁয়া যেন রাঙ্গিয়ে দিয়েছে আমার মনে। বসন্তের নিরব অনুভূতির ছোঁয়ায় যেন রাঙ্গাতে পারি প্রতিক্ষনে। শুভ বসন্তের শুভেচ্ছা।

বসন্ত নিয়ে ক্যাপশন

  1. আজ বসন্ত, তাই সবাইকে আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম, পহেলা ফাল্গুনের নতুন বসন্তের শুভেচ্ছা। 
  2. জীবনের যত কর্মব্যস্ততা গ্রাস করেছে সুখের ভেলা। তুমি কবে ফিরে আসবে বসন্ত। কখন তুমি ভাসিয়ে তুলবে আমার সুখের ভেলা। সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা। 
  3. মধুর বসন্ত আবার এসেছে ফিরে, এসেছে একে অপরের মনের মিলন ঘটাতে। তাই আমিও আর থাকবো না বসে, নিজেকে ব্যস্ত রাখবো বসন্তের সুবাস চারিদিকে রটাতে। 
  4. আজ এই বসন্তের দিনে, তোমাকে খুব পড়ছে মনে। ভাবছি শুধু তোমার কথা সারাদিন সারাক্ষনে। বসন্তের শুভেচ্ছা নিও। 
  5. আবার এসেছে বসন্ত, প্রকৃতি সাজবে নতুন করে। চলোনা আমরা কোথাও হারিয়ে যাই, বসন্তের স্নেহডোরে।

আপনার যারা ভালো লাগার মতো বসন্তের স্ট্যাটাস খুজছিলেন। তাদের জন্য এই বসন্তের স্ট্যাটাস গুলো সংগ্রহ করা হয়েছে। যেগুলো আপনি আপনার প্রিয় মানুষ গুলোর সাথে শেয়ার করতে পারবেন। 

বসন্তের শুভেচ্ছা ছন্দ

আমরা উপরের আলোচনা থেকে বিভিন্ন ধরনের বসন্তের স্ট্যাটাস গুলো জেনেছি। তবে এবার আমি কথার সাথে মিল রেখে কিছু বসন্তের শুভেচ্ছা ছন্দ বলবো। যদি আপনি কাব্যিকতার সাথে কাউকে বসন্তের শুভেচ্ছা জানাতে চান। তাহলে নিচের বসন্তের শুভেচ্ছা ছন্দ গুলো কে কাজে লাগাতে পারবেন।

<<<বসন্তের শুভেচ্ছা ছন্দ>>>

বসন্তকে দেখার জন্য বাইরে যেতে হবেনা, বরং তুমি তাকিয়ে দেখো তোমার জানালায়। প্রকৃতির রং যে পাল্টে গেছে, এতদিন ছিল শীতের অবহেলায়।

<<<বসন্তের শুভেচ্ছা ছন্দ>>>

তুমি বন্ধ কালা পাখি, আমি যেন কি। বসন্ত কালে তোমায় বলতে পারিনি। তোমাকে আর নতুন করে ভাবতে পারিনি।

<<<বসন্তের শুভেচ্ছা ছন্দ>>>

বসন্তের বাতাস মনে জাগিয়েছে নতুন প্রেম। জেগেছে মনে নতুন আশা, তাই বসন্ত বাতাসে আমি উড়িয়ে দিবো মনে আছে যতো হতাশা আর নিরাশা।

<<<বসন্তের শুভেচ্ছা ছন্দ>>>

এসেছে বসন্ত, এখন মৃদু হাওয়া বইবে রোজ। প্রকৃতি এখন নতুন করে সেজে নিবে তোমার আছে যত খোজ।

<<<বসন্তের শুভেচ্ছা ছন্দ>>>

উদাস দুপুরে বইবে বসন্তের হাওয়া, আকাশে গাইবে গাঙ্গচিল। ফুলের সমারোহে ভরে যাবে প্রকৃতি। আকাশটা হয়ে যাবে নীল।

<<<বসন্তের শুভেচ্ছা ছন্দ>>>

বসন্তের গান যে গাইছে নিজের সুরে। কেন তুমি আজ বসে আছো একা, কেন তুমি আছো আমার থেকে দুরে।

<<<বসন্তের শুভেচ্ছা ছন্দ>>>

যদি তুমি জানতে চাও, শীতকালে আমি কি করি। তাহলে তোমার প্রশ্নের উত্তরে বলবো, আমি শুধু বসন্তের অপেক্ষা করি।

<<<বসন্তের শুভেচ্ছা ছন্দ>>>

বসন্ত যদি চলেও যায়, তবুও সে আসবে আবার ফিরে। প্রকৃতি যেন আর থেকে থাকবে না। কারন, সে সাজিয়ে নিবে নতুন করে।

<<<বসন্তের শুভেচ্ছা ছন্দ>>>

যখন তুমি আসো বসন্ত, তখন গাছে ফোটে নতুন নতুন ফুল। তোমার পূবালি বাতাসে যেন আমার আউলিয়ে যায় মাথার চুল।

<<<বসন্তের শুভেচ্ছা ছন্দ>>>

আমি সারাবছর তোমাকে চাই, কিন্তু আমি ক্ষনিকের জন্য তোমাকে পাই। তবুও তোমাকে রাখি আমি স্বরন। তাই তোমার আগমনে আমি তোমায় করে নিবো বরণ।

বসন্ত কে কেন্দ্র করে কথার সাথে মিল রেখে উপরে বেশ কিছু বসন্ত নিয়ে ছন্দ শেয়ার করা হয়েছে। যে বসন্ত নিয়ে ছন্দ গুলো আপনার ভালো লাগতে বাধ্য। এবং আপনি আপনার ভালো লাগা মানুষ গুলোর সাথে। এই বসন্ত নিয়ে ছন্দ গুলোর সাহায্য শুভেচ্ছা জানাতে পারবেন।

আরো দেখুন:

বসন্তের কবিতা

এতক্ষন ধরে আমরা বিভিন্ন বসন্তের স্ট্যাটাস গুলো জেনেছি। তাই এবার একটু বসন্ত নিয়ে কবিতা শেয়ার করবো। তো আপনি যদি কবিতা প্রিয় মানুষ হয়ে থাকেন। তাহলে আমি আশাবাদী যে এবারের বসন্তের কবিতা গুলো আপনার কাছে অনেক ষ্পেশাল মনে হবে। 

বসন্তের কবিতাঃ০১

কুয়াশা ঘেরা আকাশ যেন হারিয় গেছে,

শীতের কনকনে ঠান্ডা যে আর নেই। 

বসন্ত আসছে শোনার পর থেকেই আমি,

হারিয়ে ফেলেছি আমার খেই। 

গাছে গাছে ফুটছে নতুন মুকুল,

বসন্ত তোমাকে বরণ করার জন্য,

আমি হয়ে গেছি ব্যাকুল।

বসন্তের কবিতাঃ০২

গভীর রাতেও ঘুম আসেনা চোখে,

কেন জানি আমার মনটা শুধু,

বসন্তের নতুন প্রকৃতির ছবি আঁকে,

গানের সুরে পাখিরা যেমন,

পেয়েছে নতুন স্বর।

প্রিয় বসন্ত তোমাকে নিয়েই বাঁধতে চাই,

আমার জীবনের স্বপ্নের ঘর। 

বসন্তের কবিতাঃ ০৩

নয়নে আমি দেখিছি বসন্ত.

হুদয়ে দিচ্ছে নতুন দিনের দোলা।

তোমাকে আমি বরন করতে চাই,

মনের দুয়ারকে রাখতে চাই খোলা।

মৃদু মৃদু সেই শীতল বাতাস বলছে কানে কানে,

ভুলে যেওনা আমাকে তুমি,

বরং মনে করো প্রতিক্ষনে।

বসন্তের ছবি | বসন্তের ফুল

বসন্তের স্ট্যাটাস বসন্তের ফুল

বসন্তের ছবি

বসন্তের স্ট্যাটাস নিয়ে আমাদের শেষকথা

আজকের এই আর্টিকেল টি মূলত বসন্তের স্ট্যাটাস গুলো নিয়ে সাজানো হয়েছে। তো যারা সত্যি সত্যি বসন্ত কে বরণ করতে চান। যারা বসন্ত এর আগমনে মানুষকে শুভেচ্ছা জানাতে চান। তাদের জন্য আজকের শেয়ার করা বসন্তের স্ট্যাটাস অনেক হেল্পফুল হবে।

এছাড়াও সময়ের সাথে সাথে আমরা এই আর্টিকেলে নতুন নতুন বসন্তের স্ট্যাটাস যুক্ত করবো। যদি আপনি সেই বসন্তের স্ট্যাটাস গুলো সবার আগে পেতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, বসন্তের স্ট্যাটাস জানতে আমাদের সাইটে ভিজিট করার জন্য। আপনাকে জানাচ্ছি, পহেলা ফাল্গুনের নতুন বসন্তের শুভেচ্ছা। 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex