আজ ফাল্গুন মাসের কত তারিখ? | ফাল্গুন মাসের ক্যালেন্ডার 2024
ফাল্গুন মাসের ক্যালেন্ডার ২০২৪ | ফাল্গুন মাসের বিয়ের তারিখ 2024 | আজ ফাল্গুন মাসের কত তারিখ?
বাংলা ক্যালেন্ডারের একাদশ-তম মাস হল ফাল্গুন মাস। বসন্তের শুরুতেই এই মাসটি শুরু হয়। সাধারণত ফাল্গুন মাস ফেব্রুয়ারি মাসের শুরুতে হয় এবং মধ্য মার্চে শেষ হয়।
এই ফাল্গুন মাসে চারিদিকে অসংখ্য ফুল ফোটে। এছাড়া এই ফাল্গুন মাসেই ভালোবাসার দিবস পালন করা হয়। এজন্য ফাল্গুন মাসকে ঘিরে আমাদের অনেক পরিকল্পনা থাকে। ফাল্গুন মাসের ক্যালেন্ডার ২০২৪ অনুযায়ী এবার ভালোবাসা দিবসের দিন পয়েলা ফাল্গুন হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে পহেলা ফাল্গুন।
অন্যান্য মাসের মত পহেলা ফাল্গুন মাসে বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাসন ইত্যাদি অনুষ্ঠান হয়। এছাড়া এই ফাল্গুন মাসে বেশ কিছু ছুটির দিনও রয়েছে।
আরো দেখুনঃ বাংলা মাসের ক্যালেন্ডার ১৪৩০
সুতরাং আজকের এই লেখায় আমরা জানবো ফাল্গুন মাসের ক্যালেন্ডার সম্পর্কে এবং সেই সাথে জানব এই মাসের উৎসবের দিন, ছুটির দিন, কোন দিন বিয়ের তারিখ পড়ছে ইত্যাদি বিষয়। চলুন তাহলে শুরু করা যাক,
- এখন কোন ঋতু চলছে- এখন শীতকাল।
- আজকে কি বার- শনিবার।
- আজকের বাংলা তারিখ হচ্ছে- ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
আজ ফাল্গুন মাসের কত তারিখ?
ফাল্গুন মাসের ক্যালেন্ডার ২০২৪ অনুযায়ী, এখনো ফাল্গুন মাস শুরু হয়নি। ইংরেজি ক্যালেন্ডার ২০২৪ সাল অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ মঙ্গলবার পহেলা ফাল্গুন। এছাড়া এই দিনে ভালোবাসা দিবসও পালিত হবে। তাই কাপলদের কাছে পহেলা ফাল্গুন দিনটি হবে সবচেয়ে সেরা দিন। সুতরাং, এই দিনে আপনিও আপনার ভালোবাসার মানুষটিকে শুভেচ্ছা জানাতে যেন ভুল করবেন না।
- আজ ফাল্গুন মাসের তারিখ হল- ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
ফাল্গুন মাসের ক্যালেন্ডার 2024
আমরা আমরা সবাই কমবেশি ইংরেজি মাসের খোঁজখবর রাখি। কিন্তু বাংলা মাসে কোন দিন, কত তারিখ কিংবা কি বার এই বিষয়ে আমরা অনেকেই জানিনা। এছাড়া সামনে যে ফাল্গুন মাস আসছে, কত তারিখে ফাল্গুন মাস শুরু হবে সেটি সম্পর্কেও আমরা জানিনা অনেকে। সুতরাং তাদের জন্য ফাল্গুন মাসের ক্যালেন্ডার নিচে দেওয়া হল:
শুক্র | শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ |
১ Feb14 | ২ 15 | ৩ 16 | ||||
৪ 17 | ৫ 18 | ৬ 19 | ৭ 20 | ৮ 21 | ৯ 22 | ১০ 23 |
১১ 24 | ১২ 25 | ১৩ 26 | ১৪ 27 | ১৫ 28 | ১৬ Mar1 | ১৭ 2 |
১৮ 3 | ১৯ 4 | ২০ 5 | ২১ 6 | ২২ 7 | ২৩ 8 | ২৪ 9 |
২৫ 10 | ২৬ 11 | ২৭ 12 | ২৮ 13 | ২৯ 14 |
ফাল্গুন মাসের ছুটির দিন
এবারের ফাল্গুন মাসে বেশ কয়েকদিন ছুটি রয়েছে। যারা ঘুরতে ভালবাসেন কিন্তু কাজের চাপে বের হতে পারেন না তাদের জন্য এবারের হতে সেরা সময়। তাই নিচে ফাল্গুন মাসের ছুটির দিনগুলো দেওয়া হল:
ছুটির দিন | বাংলা তারিখ | ইংরেজি তারিখ |
মহা শিবরাত্রি | ৫ই ফাল্গুন, শনিবার | ১৮ই ফেব্রুয়ারী |
দোল পূর্ণিমা | ২২শে ফাল্গুন, মঙ্গলবার | ৭ই মার্চ |
হোলি, শবে-ই মিরাজ | ২৩শে ফাল্গুন, বুধবার | ৮ই মার্চ |
ফাল্গুন মাসের উৎসবের দিন
ফাল্গুন মাসে ছুটি দিনের পাশাপাশি বেশ কয়েকদিন উৎসবের দিনও রয়েছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কিছু উৎসবের দিন রয়েছে। এছাড়া রয়েছে কবি জীবনানন্দ দাশের জন্মদিন। চলুন তাহলে জেনে নিই ফাল্গুন মাসের উৎসবে দিনগুলো:
উৎসবের দিন | বাংলা তারিখ | ইংরেজি তারিখ |
কবি জীবনানন্দ দাশ জন্মদিন | ৪ঠা ফাল্গুন, শুক্রবার | ১৭ই ফেব্রুয়ারী |
মহা শিবরাত্রি | ৫ই ফাল্গুন, শনিবার | ১৮ই ফেব্রুয়ারী |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ৮ই ফাল্গুন, মঙ্গলবার | ২১শে ফেব্রুয়ারি |
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি | ৯ই ফাল্গুন,বুধবার | ২২শে ফেব্রুয়ারি |
দোল পূর্ণিমা | ২২শে ফাল্গুন, মঙ্গলবার | ৭ই মার্চ |
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মতিথি | ২২শে ফাল্গুন, মঙ্গলবার | ৭ই মার্চ |
হোলি, শবে-ই মিরাজ | ২৩শে ফাল্গুন, বুধবার | ৮ই মার্চ |
শ্রী শ্রী কৃষ্ণের পঞ্চম দোলযাত্রা | ২৭শে ফাল্গুন, রবিবার | ১২ই মার্চ |
ফাল্গুন মাসের বিয়ের তারিখ ২০২৪
এবারের ফাল্গুন মাসেও বিয়ের দিন রয়েছে। যাঁরা এবারের ফাল্গুন মাসে বিয়ে করতে চান, তাদের জন্য সেরা সময় হল ২৪শে ফাল্গুন।
বিয়ের দিন | বাংলা তারিখ | ইংরেজি তারিখ |
বৃহস্পতিবার | ২৪শে ফাল্গুন | ৯ই মার্চ |
আরো দেখুনঃ
ফাল্গুন মাসের ক্যালেন্ডার ১৪২৯ FAQ
- বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৪ ফেব্রুয়ারী ২০২৪ কি?
১৪ ফেব্রুয়ারি ২০২৪ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পহেলা ফাল্গুন।
- বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২৪ শে ফাল্গুন কি?
বাংলা ক্যালেন্ডার ২৪শে ফাল্গুন হলো বিয়ের দিন বা বিয়ের জন্য শুভ দিন।
- ফাল্গুন মাসের ক্যালেন্ডার অনুযায়ী দোল পূর্ণিমা কত তারিখ?
২২শে ফাল্গুন হল দোল পূর্ণিমা।
সর্বশেষ কথা: আশা করি আপনারা সকলে ফাল্গুন মাসের ক্যালেন্ডার 2024 সম্পর্কে আজকে লেখার মাধ্যমে জানতে পেরেছেন। এবারের ফাল্গুন মাস কবে শুরু হবে, কবে শেষ হবে, কোন দিন কি উৎসব এবং কবে কবে ছুটি রয়েছে সবকিছু জানতে পেরেছেন। ফাল্গুন মাসের ক্যালেন্ডার এই লেখা নিয়ে যদি আপনাদের কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ!!