২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF
২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF | সরকারি ছুটির তালিকা, ঐচ্ছিক ছুটির তালিকা (মুসলিম পর্ব, হিন্দু পর্ব, খ্রিস্টান পর্ব, বৌদ্ধ পর্ব)
Holiday List 2023 pdf: প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হয়। আর ইতিমধ্যে ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF প্রকাশ করা হয়েছে। সেই ২০২৩ সালের ছুটির তালিকা তে সর্বমোট ৮৫ দিন এর ছুটি রয়েছে।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে। ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF অনুমোদন দিয়েছে। আর এবার আমি আপনার সাথে All educational institutions holiday list 2023 pdf শেয়ার করব। যেন আপনি ২০২৩ সালের ছুটির তালিকা টি আপনার কাছে সংরক্ষণ করে রাখতে পারেন।
আরো দেখুনঃ
ছুটির তালিকা 2023 | Chutir Calendar 2023
এখন আপনি যে ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF দেখতে পারবেন। সেটি মূলত বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি, নিচের তালিকার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এর। ২০২৩ সালের ছুটির তালিকা টি সঠিক ভাবে তুলে ধরার জন্য। আর এই ২০২৩ সালের ছুটির তালিকা টি মূলত প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
২০২৩ সালে বাংলাদেশ এর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত। বিভিন্ন ক্ষেত্রে ছুটির দিন নির্ধারণ করা হয়েছে। এবং বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ প্রজ্ঞাপনে জানিয়ে দিয়েছে। ২০২৩ সালের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো তে সাধারণ ছুটি থাকবে মোট ১৪ দিন। এবং নির্বাহী আদেশে বাংলাদেশ এর শিক্ষা প্রতিষ্ঠান গুলো তে মোট আট (০৮) দিন সরকারি ছুটি থাকবে। এর পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ঐচ্ছিক ছুটি থাকবে সর্বমোট ২৭ দিন। যা আপনি এবারের ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF থেকে জানতে পারবেন।
২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF
আজকে আমি ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF প্রদান করব। আর আমি আপনাকে শুরুতেই একটা কথা বলেছি। সেটি হল, ২০২৩ সালে বাংলাদেশ এর শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছুটি রয়েছে সর্বমোট ৮৫ দিন। আর এই ছুটির দিন গুলো মূলত বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় উপলক্ষ ছাড়াও। শীতকালীন ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটি গুলো বরাদ্দ করা হয়েছে। যা আপনি আজকের Chutir Talika 2023 থেকে জানতে পারবেন।
আরো দেখুনঃ বাংলা ক্যালেন্ডার ২০২৩
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা(সাধারণ ছুটি) |
|||
01 | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১ দিন |
02 | জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং শিশু দিবস | ১৭ ই মার্চ ২০২৩ | ১ দিন |
03 | স্বাধীনতা ও জাতীয় দিবস | ২৬ মার্চ ২০২৩ | ১ দিন |
04 | জুমাতুল বিদা | ২১ এপ্রিল ২০২৩ | ১ দিন |
05 | ঈদ-উল-ফিতর | ২২ এপ্রিল ২০২৩ | ১ দিন |
06 | মে দিবস | ১ মে ২০২৩ | ১ দিন |
07 | বৈশাখী পূর্ণিমা | ৪ মে ২০২৩ | ১ দিন |
08 | ঈদ উল আযহা | ২৯ জুন ২০২৩ | ১ দিন |
09 | জাতীয় শোক দিবস | ১৫ ই আগস্ট ২০২৩ | ১ দিন |
10 | জন্মাষ্টমী | ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১ দিন |
11 | ঈদ ই মিলাদুন্নবী | ২৪ অক্টোবর ২০২৩ | ১ দিন |
12 | দুর্গাপূজা | ১৯ ডিসেম্বর ২০২৩ | ১ দিন |
13 | বিজয় দিবস | ১৬ই ডিসেম্বর ২০২৩ | ১ দিন |
14 | বড়দিন | ২৫ ডিসেম্বর ২০২৩ | ১ দিন |
২০২৩ সালে মোট সাধারণ ছুটির তালিকা | ১৪ দিন |
তো উপরে আপনি যে ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF দেখতে পাচ্ছেন। এই ছুটির তালিকা তে শুধু মাত্র শিক্ষা ও প্রতিষ্ঠানের সাধারণ ছুটির তারিখ গুলো উল্লেখ করা আছে। তবে এই ছুটি গুলো ছাড়াও নির্বাহী আদেশে আরো বেশ কিছু ২০২৩ সালের সরকারি ছুটি রয়েছে। যে ছুটির দিন এবং তারিখ গুলো নিচে উল্লেখ করা হলো।
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা ২০২৩(নির্বাহী আদেশে সরকারি ছুটি) |
|||
01 | শব ই বরাত | ৮ মার্চ ২০২৩ | ১ দিন |
02 | নববর্ষ | ১৪ এপ্রিল ২০২৩ | ১ দিন |
03 | শব ই কদর | ১৯ এপ্রিল ২০২৩ | ১ দিন |
04 | ঈদ উল ফিতর | ২১ এপ্রিল ২০২৩ | ১ দিন |
05 | ঈদ-উল- আযহা | ২৮ জুন ২০২৩ ও ৩০ জন ২০২৩ | ১ দিন |
06 | আশুরা | ২৯ জুলাই ২০২৩ | ১ দিন |
মোট সরকারি ছুটির তালিকা ২০২৩ | ০৮ দিন |
উপরের আলোচনায় আপনি যে ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF দেখতে পাচ্ছেন। সেই তালিকার মধ্যে শুধুমাত্র সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে সরকারি ছুটির দিন গুলো উল্লেখ করা হয়েছে। এবং সেই ছুটির তালিকা থেকে এটা স্পষ্ট করে দেখতে পাওয়া যাচ্ছে। যে, সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি মিলে সর্বমোট ২২ দিন শিক্ষা প্রতিষ্ঠান গুলো তে ছুটির দিন বরাদ্দ থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠানে ঐচ্ছিক ছুটির তালিকা ২০২৩
সহজ কথায় বলতে গেলে, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন এর মাধ্যমে যে বাৎসরিক ছুটির তালিকা নির্ধারণ করা হয়। তাকে বলা হয়ে থাকে, ঐচ্ছিক ছুটি। আর এবারের আলোচনায় আপনি যে ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF দেখতে পারবেন। সেটা মূলত এই ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত। তো চলুন এবার শিক্ষা প্রতিষ্ঠানে ঐচ্ছিক ছুটির তালিকা ২০২৩ দেখে নেওয়া যাক।
ঐচ্ছিক ছুটির তালিকা 2023 – (মুসলিম পর্ব) |
||
শব ই মিরাজ | ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১ দিন |
ঈদ-উল-ফিতর | ২৪ এপ্রিল ২০২৩ | ১ দিন |
ঈদ উল আযহা | ১ জুলাই ২০২৩ | ১ দিন |
আখেরি যাহার সোম্বা | ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১ দিন |
ফাতেহা ই ইয়াজদাহম | ২৭ অক্টোবর ২০২৩ | ১ দিন |
মোট ছুটির পরিমাণ *(সাপ্তাহিক ছুটির দিন সহ) | ৫ দিন |
ঐচ্ছিক ছুটির তালিকা 2023 – (হিন্দু পর্ব) |
||
শ্রী শ্রী সরস্বতী পূজা | ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১ দিন |
শিবরাত্রি ব্রত | ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১ দিন |
দোলযাত্রা | ৭ মার্চ ২০২৩ | ১ দিন |
শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব | ১৯ মার্চ ২০২৩ | ১ দিন |
মহালয়া | ১৪ অক্টোবর ২০২৩ | ১ দিন |
দুর্গাপূজা | ২২ ও ২৩ অক্টোবর ২০২৩ | ২ দিন |
শ্রী লক্ষী পূজা | ২৮ অক্টোবর ২০২৩ | ১ দিন |
শ্রী শ্রী শ্যামা পূজা | ১২ নভেম্বর ২০২৩ | ১ দিন |
মোট ছুটির পরিমাণ *(সাপ্তাহিক ছুটির দিন সহ) | ৯ দিন |
ঐচ্ছিক ছুটির তালিকা 2023 – ( খ্রিস্টান পর্ব) |
||
ইংরেজি নববর্ষ | ১ জানুয়ারি ২০২৩ | ১ দিন |
ভস্ম বুধবার | ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১ দিন |
পুণ্য বৃহস্পতিবার | ৬ এপ্রিল ২০২৩ | ১ দিন |
পুণ্য শুক্রবার | ৭ এপ্রিল ২০২৩ | ১ দিন |
পুণ্য শনিবার | ৮ এপ্রিল ২০২৩ | ১ দিন |
ইস্টার সানডে | ৯ এপ্রিল ২০২৩ | ১ দিন |
বড়দিন | ২৪ থেকে ২৬ ডিসেম্বর ২০২৩ | ২ দিন |
মোট ছুটির পরিমাণ *(সাপ্তাহিক ছুটির দিন সহ) | ০৮ দিন |
ঐচ্ছিক ছুটির তালিকা 2023 – ( বৌদ্ধ পর্ব) |
||
মাঘী পূর্ণিমা | ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১ দিন |
চৈত্র সংক্রান্তি | ১৩ এপ্রিল ২০২৩ | ১ দিন |
আষাঢ়ী পূর্ণিমা | ১ আগস্ট ২০২৩ | ১ দিন |
মধু পূর্ণিমা | ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১ দিন |
প্রবারনা পূর্ণিমা | ২৮ অক্টোবর ২০২৩ | ১ দিন |
মোট ছুটির পরিমাণ *(সাপ্তাহিক ছুটির দিন সহ) | ৫ দিন |
উপরের আলোচনায় ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF তে যে সকল ছুটির দিন উল্লেখ করা হয়েছে। সেগুলো মূলত সাপ্তাহিক ছুটিসহ, ঐচ্ছিক ছুটি, সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে সরকারি ছুটির তালিকা ২০২৩ উল্লেখ করা হয়েছে। তবে এর বাইরেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত সমাজিক উৎসবের কারণে। ১২ থেকে ১৫ এপ্রিল ২০২৩ এর মধ্যে দুই (০২) দিন ছুটি রয়েছে। এছাড়াও ৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ৩১ দিন ছুটি থাকবে।
এর পাশাপাশি গ্রীষ্মকালীন অবকাশ, এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত। মোট ১৫ দিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এবং অক্টোবর এর ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত মোট আট (০৮) দিন ছুটি থাকবে। এছাড়াও শীতকালীন অবকাশ, বিজয় দিবস, বড়দিন উপলক্ষে। ১৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১৩ দিন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো তে ছুটি থাকবে।
সকল ধরনের সরকারি ছুটির তালিকা এখানে দেখুন-
দেখুনঃ সরকারি ছুটির তালিকা ২০২৩.
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা ২০২৩ নিয়ে আমাদের শেষ কথা
যেহেতু প্রতি বছরের ন্যায় সরকার কর্তৃক ছুটির তালিকা ঘোষণা করা হয়। সেহুতু বাংলাদেশ সরকার আগত ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF প্রকাশ করেছে। এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি আজকের আলোচনার মাধ্যমে ২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা PDF কে সঠিক ভাবে উল্লেখ করার। যেখান থেকে আপনি জানতে পারবেন, এই বছরে কোন কোন দিন গুলো তে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে।
আর বিভিন্ন ছুটির তালিকা উল্লেখ করার পাশাপাশি। আমরা শিক্ষা বিষয়ক সকল আপডেট তথ্য গুলো এই ওয়েবসাইটে পাবলিশ করার চেষ্টা করি। আপনি যদি সবার আগে সেই আপডেট তথ্য গুলো জানতে চান। তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। সেই সাথে আপনি যদি শিক্ষা রিলেটেড কোন অজানা কিছু জানতে চান। তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ধন্যবাদ! এতক্ষণ ধরে আমার লেখা আর্টিকেল টি পড়ার জন্য।
মাধ্যমিক স্কুল ছুটির তালিকা প্রকাশ করবেন কবে..??