vlxxviet mms desi xnxx

আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪

0
5/5 - (1 vote)

আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ | ICC T20 World Cup Schedule 2024

অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ফরম্যাটের নবম আসর! ২ জুন থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, যা চলবে ২৯ জুন পর্যন্ত। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি এক মহাউৎসবের মতো, যেখানে বিশ্বের সেরা ২০ টি দল মুখোমুখি হবে ক্রিকেটের মাঠে।

এবারের বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব যৌথভাবে পালন করবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই টুর্নামেন্ট মোট নয়টি ভেন্যুতে খেলা হবে। ওয়েস্ট ইন্ডিজের ছয়টি এবং যুক্তরাষ্ট্রের তিনটি স্টেডিয়ামে ৫৫টি ম্যাচের লড়াই উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। আর সেইসব ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের আর্টিকেলে আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ শেয়ার করা হয়েছে।

২০২২ সালে টি ২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ১ জুন থেকে ২৯ জুন ২০২৪ পর্যন্ত যৌথভাবে আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হলো, আয়োজক দেশ হিসেবে ক্রিকেট অঙ্গনে নাম লিখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪

টি২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দল গুলো

মোট ২০ টি দল বিশ্বকাপের এই মহাকাব্যিক লড়াইয়ে অংশগ্রহণ করবে, যার মধ্যে রয়েছে প্রথমবারের মতো যোগ্যতা অর্জনকারী কানাডা এবং উগান্ডা। স্বাগতিক দুই দেশ ছাড়াও, ২০২২ সালের শীর্ষ ৮ দল এবং আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পরবর্তী দুটি দল সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর বাকি আটটি দল আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে তাদের স্থান নিশ্চিত করেছে।

তো চলমান এই টি২০ বিশ্বকাপে যে দল গুলো অংশগ্রহন করবে, সেই দল গুলোর নাম নিচের তালিকায় শেয়ার করা হলো। তবে এই তালিকায় অংশগ্রহনকারী সকল দলের নাম উল্লেখ করা হয়েছে। আর সুপার এইটে কোন দল গুলো জায়গা করে নিতে পারবে তা পরবর্তী সময়ে আপডেট করে দেওয়া হবে।

গ্রুপ দলের নাম.
গ্রুপ এভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্র.
গ্রুপ বিইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান.
গ্রুপ সিনিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা এবং পাপুয়া নিউগিনি.
গ্রুপ ডিদক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং নেপাল.

আইসিসি T20 বিশ্বকাপের ভেন্যু বা স্টেডিয়াম

আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ এর লড়াই দেখা যাবে উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ানের মাটিতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করবে এই আসর, যা ক্রিকেট বিশ্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর এই ম্যাচের আয়োজন হবে মোট ১১ টি স্টেডিয়ামে, যে গুলোর নাম নিচের তালিকায় দেওয়া হলো। 

আইসিসি T20 বিশ্বকাপের ভেন্যু মার্কিন যুক্তরাষ্ট্র

ফ্লোরিডাসেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্ক ও ব্রাওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামধারনক্ষমতা  (৪০,০০০)
নিউ ইয়র্কনাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ধারণক্ষমতা (৩৪,০০০)
টেক্সাসগ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম ধারণক্ষমতা (১৫,০০০)

আইসিসি T20 বিশ্বকাপের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগা ও বারবুডাস্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম ধারণক্ষমতা (১০,০০০)
বার্বাডোজকেনসিংটন ওভাল ধারণক্ষমতা (২৮,০০০)
গায়ানাপ্রভিডেন্স স্টেডিয়াম ধারণক্ষমতা (২০,০০০)
সেন্ট লুসিয়াড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ধারণক্ষমতা (১৫,০০০)
সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সঅ্যারন্স ভেল প্লেইং ফিল্ড ধারণক্ষমতা (১৮,০০০)
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোব্রায়ান লারা ক্রিকেট একাডেমি ধারণক্ষমতা (১৫,০০০)

ক্রিকেট খেলা লাইভ দেখার সফটওয়্যার-

Link= লাইভ ক্রিকেট খেলা.

আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২৪ সময়সূচী (গ্রুপ পর্ব)

এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দল গুলো মোট চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। খেলা হবে নয়টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি এবং যুক্তরাষ্ট্রের তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ গুলো। আর আপনি আমাদের বাংলাদেশ থেকে কবে কখন সেই খেলা দেখতে পারবেন তা নিচের টি২০ বিশ্বকাপ সময়সূচী তে শেয়ার করা হলো।

খেলার তারিখপ্রতিযোগীতা বাংলাদেশ সময়
২ জুনযুক্তরাষ্ট্র-কানাডাসকাল ৬টা ৩০ মিনিট
২ জুনওয়েস্ট ইন্ডিজ-পাপুয়া নিউগিনিরাত ৮টা ৩০ মিনিট
৩ জুননামিবিয়া-ওমানসকাল ৬টা ৩০ মিনিট
৩ জুনশ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকারাত ৮টা ৩০ মিনিট
৪ জুনআফগানিস্তান-উগান্ডাসকাল ৬টা ৩০ মিনিট
৪ জুনইংল্যান্ড-স্কটল্যান্ডরাত ৮টা ৩০ মিনিট
৪ জুননেদারল্যান্ডস-নেপালরাত ৯টা ৩০ মিনিট
৫ জুনভারত-আয়ারল্যান্ডরাত ৮টা ৩০ মিনিট
৬ জুনপাপুয়া নিউগিনি-উগান্ডাভোর ৫টা ৩০ মিনিট
৬ জুনঅস্ট্রেলিয়া-ওমানসকাল ৬টা ৩০ মিনিট
৬ জুনযুক্তরাষ্ট্র-পাকিস্তানরাত ৯টা ৩০ মিনিট
৭ জুননামিবিয়া-স্কটল্যান্ডরাত ১টা
৭ জুনকানাডা-আয়ারল্যান্ডরাত ৮টা ৩০ মিনিট
৮ জুননিউজিল্যান্ড-আফগানিস্তানভোর ৫টা ৩০ মিনিট
৮ জুনশ্রীলঙ্কা-বাংলাদেশসকাল ৬টা ৩০ মিনিট
৮ জুননেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকারাত ৮টা ৩০ মিনিট
৮ জুনঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডরাত ১১টা
৯ জুনওয়েস্ট ইন্ডিজ-উগান্ডারাত ৬টা ৩০ মিনিট
৯ জুনভারত-পাকিস্তানরাত ৮টা ৩০ মিনিট
৯ জুনওমান-স্কটল্যান্ডরাত ১১টা
১০ জুনদক্ষিণ আফ্রিকা-বাংলাদেশরাত ৮টা ৩০ মিনিট
১১ জুনপাকিস্তান-কানাডারাত ৮টা ৩০ মিনিট
১২ জুনশ্রীলঙ্কা-নেপালভোর ৫টা ৩০ মিনিট
১২ জুনঅস্ট্রেলিয়া-নামিবিয়াসকাল ৬টা ৩০ মিনিট
১২ জুনযুক্তরাষ্ট্র-ভারতরাত ৮টা ৩০ মিনিট
১৩ জুনওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ডসকাল ৬টা ৩০ মিনিট
১৩ জুনবাংলাদেশ-নেদারল্যান্ডসরাত ৮টা ৩০ মিনিট
১৪ জুনইংল্যান্ড-ওমানরাত ১টা
১৪ জুনআফগানিস্তান-পাপুয়া নিউগিনিসকাল ৬টা ৩০ মিনিট
১৪ জুনযুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডরাত ৮টা ৩০ মিনিট
১৫ জুনদক্ষিণ আফ্রিকা-নেপালভোর ৫টা ৩০ মিনিট
১৫ জুননিউজিল্যান্ড-উগান্ডাসকাল ৬টা ৩০ মিনিট
১৫ জুনভারত-কানাডারাত ৮টা ৩০ মিনিট
১৫ জুননামিবিয়া-ইংল্যান্ডরাত ১১টা
১৬ জুনঅস্ট্রেলিয়া-স্কটল্যান্ডসকাল ৬টা ৩০ মিনিট
১৬ জুনপাকিস্তান-আয়ারল্যান্ডরাত ৮টা ৩০ মিনিট
১৭ জুনবাংলাদেশ-নেপালভোর ৫টা ৩০ মিনিট
১৭ জুনশ্রীলঙ্কা-নেদারল্যান্ডসসকাল ৬টা ৩০ মিনিট
১৭ জুননিউজিল্যান্ড-পাপুয়া নিউগিনিরাত ৮টা ৩০ মিনিট
১৮ জুনওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানসকাল ৬টা ৩০ মিনিট

টি২০ বিশ্বকাপ ২০২৪ সময়সূচী (সুপার এইট)

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করবে। ১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ২৯ জুন বার্বাডোজে অনুষ্ঠিত হবে।

আর এই বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হবে ৭ জুন ডালাসে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। এরপর ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন ডালাসে নেদারল্যান্ডস এবং ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নেপালের মুখোমুখি হবে আমাদের দেশের টাইগাররা।

১৯ জুনTBDরাত ৮টা ৩০ মিনিট
২০ জুনTBDসকাল ৬টা ৩০ মিনিট
২০ জুনTBDরাত ৮টা ৩০ মিনিট
২১ জুনTBDসকাল ৬টা ৩০ মিনিট
২১ জুনTBDরাত ৮টা ৩০ মিনিট
২২ জুনTBDসকাল ৬টা ৩০ মিনিট
২২ জুনTBDরাত ৮টা ৩০ মিনিট
২৩ জুনTBDসকাল ৬টা ৩০ মিনিট
২৩ জুনTBDরাত ৮টা ৩০ মিনিট
২৪ জুনTBDসকাল ৬টা ৩০ মিনিট
২৪ জুনTBDরাত ৮টা ৩০ মিনিট
২৫ জুনTBDসকাল ৬টা ৩০ মিনিট
সেমিফাইনাল
২৭ জুনগ্রুপ ১ চ্যাম্পিয়ন-গ্রুপ ২ রানার্সআপসকাল ৬টা ৩০ মিনিট
২৭ জুনগ্রুপ ২ চ্যাম্পিয়ন-গ্রুপ ১ রানার্সআপরাত ৮টা ৩০ মিনিট
ফাইনাল
২৯ জুনসেমিফাইনাল ১ বিজয়ী-সেমিফাইনাল ২ বিজয়ীরাত ৮টা ৩০ মিনিট

আরো দেখুন-

আরো দেখুন:

আপনার জন্য আমাদের কিছুকথা

আজকের আর্টিকেলটি ক্রিকেটপ্রেমীদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ, আজকের আর্টিকেলে আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ শেয়ার করা হয়েছে। তো কিভাবে আপনি এই খেলা লাইভ দেখতে পারবেন সেটি জানতে হলে নিচে কমেন্ট করবেন। আপনার কমেন্ট পাওয়া মাত্রই আমরা টি২০ বিশ্বকাপ ২০২৪ লাইভ খেলা দেখার উপায় নিয়ে নতুন একটি কন্টেন্ট পাবলিশ করবো।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, নিয়মিত খেলা উপভোগ করুন। 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex