আল হিলাল কোন দেশের ক্লাব?
আল হিলাল কোন দেশের ক্লাব?
সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ও সফল ফুটবল পেশাদার ক্লাবের নাম হলো, আল হিলাল। যে ক্লাবটি সর্ব প্রথম ১৯৫৭ সালে প্রতিষ্ঠা করা হয়েছিলো।
আর বর্তমান সময়ে সৌদি আরবের জনপ্রিয় আল হিলাল ক্লাবের নিজস্ব একটি স্টেডিয়াম আছে। যে স্টেডিয়াম এর নাম হলো, রিয়াদ স্টেডিয়াম। মূলত এই স্টেডিয়াম এর মোট দর্শক ধারন ক্ষমতা হলো প্রায় ৭০ হাজার।
এছাড়াও আল হিলাল ফুটবল ক্লাবে অংশগ্রহনকারী দলের নিজস্ব জার্সি আছে। মূলত তারা দুই কালারের জার্সি গায়ে দেয়। সেগুলো হলো, সাদা রং এর জার্সি এবং সবুজ রং এর জার্সি।
আরো দেখুনঃ আল হিলাল খেলার সময় সূচি.
আল হিলাল ক্লাবের সেরা অর্জন কি কি?
উপরের আলোচনা বলেছি যে, আল হিলাল হলো সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ও সফল একটি ফুটবল ক্লাব। কেননা, এখন পর্যন্ত উক্ত ক্লাবের ঝুড়িতে অনেক ট্রফি জেতার রেকর্ড আছে। আর সেই রেকর্ড এর তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,
- ১৬ বার সৌদি পেশাদার ফুটবল লিগ,
- ৩৬ বার সৌদি কিং’স কাপ,
- ১৬ বার সৌদি সুপার কাপ,
- ০১ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ,
বর্তমান সময় পর্যন্ত আল হিলাল ফুটবল ক্লাবের যে সকল খ্যাতি অর্জন করেছে। সেই রেকর্ড গুলো উপরের তালিকায় উল্লেখ করা হয়েছে।
আল হিলালের জনপ্রিয় কিছু খেলোয়ারের নাম
বর্তমান সময়ে আল হিলাল ফুটবল ক্লাবের মধ্যে বেশ কিছু জনপ্রিয় ফুটবলার আছে। আর এবার আমি আপনাকে সেই জনপ্রিয় ফুটবলার এর নাম গুলো শেয়ার করবো। যেমন,
- নেইমার,
- সাদ আল-শেরিফ,
- সালমান আল-ফারাজ,
- ফাওয়াজ গালিব,
- ইয়াসির আল-কুরশি,
- মোহাম্মদ আল-নাসেরী,
- ইউসেফ আল-মাওয়াসী,
- মাহমুদ আল-দারাইজি,
- মুহাম্মদ আল-আতিফাই,
- ইউসেফ আল-ওয়েহদি,
- ইয়াসির আল-কাহিতানি,
চলমান সময়ে আল হিলাল ফুটবল ক্লাবে যেসব জনপ্রিয় ফুটবলার আছে। তাদের নাম উপরের তালিকায় শেয়ার করা হয়েছে।
কপিরাইট সমস্যার কারণে নিচের লিংকে আল হিলাল লাইভ ম্যাচ দেখানো হবে.
এখানে ক্লিক করুন:- ফুটবল লাইভ দেখতে.
আল হিলাল কোন দেশের ক্লাব FAQ
Q: নেইমারের নতুন ক্লাবের নাম কি?
A: বর্তমান সময়ে নেইমার সৌদি আরবের আল হিলাল নামক ক্লাবের হয়ে খেলে।
Q: আল হিলাল কোন দেশের ক্লাব?
A: আল হিলাল সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় একটি ফুটবল ক্লাব।
Q: আল হিলাল কতবার ”সৌদি সুপার কাপ” জিতেছে?
A: এখন পর্যন্ত আল হিলাল মোট ১৬ বার সৌদি সুপার কাপ জিতেছে।
আল হিলাল কোন দেশের ক্লাব আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আল হিলাল হলো সৌদি আরবের ক্লাব। আর বর্তমান সময়ে ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমার, উক্ত ক্লাবের হয়ে খেলবে।
তো আপনি যদি আল হিলাল ক্লাবের সকল আপডেট তথ্য পেতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।