ব্রাজিলের আজকের স্কোয়াড বিশ্বকাপ দল
ব্রাজিলের আজকের স্কোয়াড বিশ্বকাপ দল | ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ
ফুটবলের ডিএনএ রয়েছে প্রত্যেক ব্রাজিলিয়ানদের মাঝে। ফুটবল কে তারা ধর্নের চেয়েও বড়ো মনে করে। দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর ২২ তম আসর অনুষ্ঠিত হচ্ছে কাতারে। ৩২ দল ৮ টি গ্রুপে বিভক্ত ৮ টি ভেন্যুতে মিলে চলছে এই ফুটবলের মহারণ। তন্মধ্যে গ্রুপ জি তে রয়েছে গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট ব্রাজিলেএ সাথে রয়েছে সার্বিয়া ও সুইজারল্যান্ডের মতো দুই ডার্ক হর্স।
ব্রাজিলের আজকের স্কোয়াড বিশ্বকাপ দল
কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। ফেভারিট হওয়ার কারণ তাদের স্কোয়াড ; যা বিশ্বকাপের অন্যতম সেরা। ফুটবলের দেশ ব্রাজিলে নাকি কখনো ফুটবলারের অভাব হয় না, কেন হয় না প্রশ্নের চেয়ে সত্যিই যে হয়না, এই স্টেটমেন্টটা যে সত্য তা ব্রাজিলের স্কোয়াড দেখেই প্রমাণ হয়। প্রতিটি পজিশনে একাধিক মানসম্মত খেলোয়াড় তাদের রয়েছে। ফলে স্কোয়াড নির্বাচনে কোচ কে পড়তে হয়েছে মধুর সমস্যায়। আমরা যদি স্কোয়াডের দিকে লক্ষ্য করি,
আরো দেখুন: ব্রাজিল খেলোয়ারের নাম ও ছবি.
গোলকিপার: গোলকিপার হিসেবে রয়েছে বিশ্বের অন্যতম সেরা লিভারপুলের কিপার আলিসন বেকার ও ব্যাকাপ হিসেবে ম্যান সিটির তারকা গোল কিপার এডারসন। তাছাড়া ও রয়েছে ব্রাজিলিয়ান লীগে খেলা ওয়েভারটন।
ডিফেন্ডার: ডিফেন্ডারদের মধ্য রয়েছে চতুর্থ বিশ্বকাপ খেলা অভিজ্ঞ ক্যাপ্টেন থিয়াগো সিলভা,পিএসজির তারকা ডিফেন্ডার মার্কুইনোস, সেরি-আ’র সেরা ডিফেন্ডার ব্রেমার ও রিয়াল মাদ্রিদের হয়ে সদ্য চ্যাম্পিয়নস লীগ জেতা এডার মিলিতাও। সবমিলিয়ে রক সলিড দুই সিবি পজিশন। তবে অভিজাত সিবি থাকলেও ফুলব্যাক অপশন মোটেই সেই মানের নয়। যা ব্রাজিলের স্কোয়াডের একমাত্র দুর্বলতা। ৩৯ বছরের নিজের সেরাটা আগেই পার করে আসা অভিজ্ঞ দানি আলভেজ, দানিলো, আলেক্স সান্দ্রো ও আলেক্স টেলেস রয়েছে ফুলব্যাক অপশনে যা ব্রাজিলের এই স্কোয়াডের এত এত অভিজাত প্লেয়ারের তুলনামূলক কম অভিজাত।
মিডফিল্ড: মিডফিল্ড পজিশনে অভিজ্ঞ ক্যাসেমিরোর সাথে রয়েছে ইউনাইটেডের ফ্রেড। তাছাড়া ফ্যাবিনহো রয়েছে ক্যাসেমিরোর ব্যাকাপ হয়ে। বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে রয়েছে ব্রুনো গুইমারেজ ও এট্যাকিং মিডফিল্ড রোলে খেলার জন্য প্রস্তুত লুকাস প্যাকুয়েতা। ইনজুরি তে ছিটকে গেছে মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো।
ফরোয়ার্ড: বিশ্বকাপের অন্য যেকোনো দলের তুলনায় ব্রাজিলের ফরোয়ার্ড লাইন আপ অনেক বেশি এক্সাইটিং প্লেয়ারে পরিপূর্ণ। বরাবরের মতোই ফরোয়ার্ড লাইনে নেতৃত্ব দিবে দুর্দান্ত ফর্মের নেইমার, সাথে থাকবে ব্যলনের শর্ট লিস্টে জায়গা পাওয়া তরুণ মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। আরও রয়েছে বার্সার তারকা রাফিনহা ও ইউনাইটেডে যোগ দেয়া তরুণ এন্টনি। স্ট্রাইকার হিসেবে দুর্দান্ত ফর্মে থাকা জেসুসের সাথেও রয়েছে রিচার্লিসন ও ব্রাজিলিয়ান লীগের তরুণ পেদ্রো। সবমিলিয়ে দুর্দান্ত এবং এক্সাইটিং।
আরো দেখুন:
৪-৩-৩ ও ৪-২-৩-১ পজিশনে অভিজ্ঞ মাস্টারমাইন্ড তিতে ব্রাজিল কে খেলাতে পারেন। সেক্ষেত্রে দলের সম্ভাব্য একাদশ হতে পারে নিম্নরুপ:
আলিসন, দানিলো, মার্কুইনহোস,সিলভা,সান্দ্রো,ক্যাসেমিরো,গুইমারেস, প্যাকুয়েতা, নেইমার, জেসুস ও রাফিনহা।
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ দেখার উপায়
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ টিভিতে বাংলাদেশে টি-স্পোর্টস ও জি টিভি তে সরাসরি দেখা যাবে। তাছাড়া অনলাইনে পেইড মাধ্যমের রয়েছে Rabbithole, Binge,Toffee, Bioscope এর মতো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে নির্দিষ্ট সময় বা টুর্নামেন্টের জন্য নির্দিষ্ট অর্থ দিয়ে সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়৷
তাছাড়া ওয়াইফাই ব্যবহারকারীদের লাইভ স্ট্রিমের ক্ষেত্রে আরও কিছু ওয়েবসাইট আছে যেমন Beinmatch.com ও Yallashoot.com অন্যতম। আরও কিছু অনলাইন অ্যাপ আছে যেগুলো প্লে-স্টোরে ও গুগল থেকে সরাসরি ডাউনলোড করা যায়। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ফ্রি লাইভ ম্যাচ দেখার জন্য অ্যাপগুলো হলো :
আরো দেখুন: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ.
- Dora TV
- Live NetTV Apk
- Durbin TV
- HD Streamz
- Yacine TV
- koora Live Tv
- Stream IndiaTv
- Oreo Tv
- Thop TV pro
- Ten Spots Live Tv
- Aos TV
- BDiX Livr Tv
- Redbox TV
- Kingobd Sports
তাছাড়া বিশ্বব্যাপী দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ গুলো তে TYC, TV Globo, Red Uno, ভারতীয় উপমহাদেশে Viacom.com, পাকিস্তানে Ary Digital Network, ইউরোপে Fox, Sky Sports ইত্যাদি। অস্ট্রেলিয়ায় SBS এ ম্যাচ দেখাবে সরাসরি।
ফেসবুকের মাধ্যমেও ফিফা বিশ্বকাপ ২০২২ এর লাইভ ম্যাচ স্ট্রিমিং দেখা যাবে। ফেসবুক আইডিতে ঢুকে সার্চ অপশনে গিয়ে ফিফা বিশ্বকাপ ২০২২ এর লাইভ ম্যাচ লিখে সার্চ করলে বেশ কিছু পেইজ এবং গ্রুপে লাইভ স্ট্রিমিং করার সুযোগ থাকছে।
তাছাড়া Sofascore, Footmob, Aiscore, Espn, Livescore এর মতো ওয়েবসাইট গুলোতে ম্যাচের লাইভ স্কোর এবং পরিসংখ্যান দেখা যায়।
ব্রাজিলের আজকের স্কোয়াড শেষকথা
ব্রাজিলের আজকের স্কোয়াড এবং ক্রোয়েশিয়া উভয় দলই এক্সসাইটিং ট্যালেন্ট এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ফেভারিট হলেও ফুটবলে যেদিন যেই ম্যাচ ভালো খেলে থাকে সেই ম্যাচ জিতে নেয়। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপের এই লড়াইয়ের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।