ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচ 2022 | ক্যামেরুন বনাম ব্রাজিল লাইভ ম্যাচ
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচ 2022 | ক্যামেরুন বনাম ব্রাজিল লাইভ ম্যাচ ফেসবুকের ও টিভিতে দেখার উপায় | Brazil vs Cameroon Live Match 2022
ফুটবল বিশ্বকাপে ব্রাজিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সারাবিশ্বে ব্রাজিল সমর্থকের অভাব নেই। বিশ্বকাপের মঞ্চে এ পর্যন্ত ব্রাজিল পাঁচবার জয়লাভ করেছে। বিশ্বকাপ ট্রফি নিজেদের করার রেকর্ড ব্রাজিলেরই বেশি রয়েছে। অপরদিকে ক্যামেরুন মাত্র একবার বিশ্বকাপের ট্রফি অর্জন করতে সক্ষম হয়েছে।
ব্রাজিল তো সেরাদের লিস্টে সেই আগে থেকেই রয়েছে কিন্তু ক্যামেরুন ব্রাজিলের সাথে কেমন করে সেটাই এখন দেখার বিষয়। ব্রাজিল তার বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপের অভিষেক ম্যাচে সার্বিয়ার সাথে ২-০ গোলের ব্যবধানে জয় পায়। দ্বিতীয় ম্যাচটিতেও তারা সুইজারল্যান্ডের সাথে ১-০ গোলে বিজয়ী হয়। এদিকে ক্যামেরুন প্রথম ম্যাচে হেরে যায় সুইজারল্যান্ডের সাথে। দ্বিতীয় ম্যাচে ড্র করে সার্ভিয়ার সাথে।
ব্রাজিল যে ক্যামেরুনের সামনে একটি শক্তিশালী দল হিসেবে মাঠে নামবে তা বলার অপেক্ষা রাখে না। চলুন এই পোষ্টের মাধ্যমে আমরা জেনে নেই আপনি ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচ কিভাবে দেখতে পারেন।
আরো দেখুন:
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচ বাংলাদেশ সময়সূচী
বাংলাদেশ সময় রাত ডিসেম্বরের ৩ তারিখ শনিবার রাত ১:০০ টায় খেলাটি অনুষ্ঠিত হবে। খেলাটি সরাসরি সম্প্রচার আপনি বাংলাদেশের টিভি চ্যানেল, ফেসবুকে ও অ্যাপ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পারবেন।
ব্রাজিল বনাম ক্যামেরুন পরিসংখ্যান
ব্রাজিল বিশ্বকাপের মঞ্চে একটি ফেভারিট দল সেই শুরু থেকেই। এখন ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে একবার বিশ্বকাপ। ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার পেলে মোট ৭৭ টি গোল করেছেন নিজের দলের হয়ে। পেলে এবং নেইমার একমাত্র এই দুই খেলোয়ার যারা তাদের দেশের হয়ে ৭০ গোলের সীমা অতিক্রম করেছেন। এজন্য পেলেকে ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় বলা হয় চলুন দেখে নেই ব্রাজিল ও ক্যামেরুনের পরিসংখ্যান কি বলে তাদের পূর্বের খেলার রেকর্ড অনুযায়ী।
ব্রাজিল ১৯৯৪ সালের ২৪ শে জুন মুখোমুখি হয়েছিল ক্যামেরুনের ফিফা ওয়ার্ল্ড কাপে যেখানে ব্রাজিল ৩-০ গোলের বিশাল জয় পায়।
১৯৯৬ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলী ম্যাচেও ব্রাজিল ২-০ গোলে ক্যামেরুনের সাথে জয়ী হয়। ২০০১ সালে আবারোও ফিফা কনফিডারেশন কাপে ব্রাজিল আর ক্যামেরুন মুখোমুখি হয় যেখানে ব্রাজিল ২-০ গোলে ক্যামেরুনকে হারায়।
এরপর ২০০৩ সালে আবার ফিফা কনফেডারেশন কাপে ব্রাজিল মুখোমুখি হয় ক্যামেরুনের সাথে যেখানে ব্রাজিল ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে যায়।
শেষবার তাদের দেখা হয়েছিল ২০১৮ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে যেখানে ব্রাজিল তার পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী ১-০ গোলে ক্যামেরুনকে হারায়।
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচ টিভিতে দেখার উপায়
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচ আপনি টিভিতে দেখতে পারবেন। বাংলাদেশের যে সকল টিভি চ্যানেল কাতার বিশ্বকাপের লাইভ খেলাগুলো সরাসরি সম্প্রচার করে তার মধ্যে রয়েছে
Gazi TV (গাজী টিভি), T Sports (টি স্পোর্টস), JioCenema (জিও সিনেমা) ও BTV (বিটিবি)।
বড় স্ক্রিনে ও টিভির পর্দায় যাদের খেলা একসাথে দেখার অভ্যাস রয়েছে তারা এই চ্যানেলগুলোতে খেলার লাইভ সম্প্রচার উপভোগ করতে পারবেন।
আপনি এখানে প্রতিটি খেলার লাইভ সহ ক্যামেরুন বনাম ব্রাজিল লাইভ ম্যাচখেলার আগে সব ধরনের ধারণা বিস্তারিত বিষয় থাকবে।
এখানে দেখুন: কাতার বিশ্বকাপ 2022 লাইভ ম্যাচ
ক্যামেরুন বনাম ব্রাজিল লাইভ ম্যাচ ফেসবুকের মাধ্যমে দেখার উপায়
ফেসবুকের লাইভ ওয়াচেও আপনি উত্তেজনাপূর্ণ ব্রাজিল ও ক্যামেরুনের ম্যাচটি দেখতে পারবেন। ফেসবুকে এই লাইভ ম্যাচটি দেখার জন্য আপনার করণীয়:
- প্রথমে আপনার ফোনে ডাউনলোড করা ফেসবুক (Facebook App) অ্যাপ টি ওপেন করুন।
- উপরের দিকে সার্চ অপশনে যান।
- এবার সার্চ (Search) অপশনে গিয়ে লিখুন ফুটবল লাইভ ম্যাচ (“Football Live Match”)।
- এরপর সার্চ করুন।
- সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো সাজেস্টেকৃত লাইভ ওয়াচ আসবে ফুটবলের।
- সেখান থেকে আপনি ব্রাজিল বনাম ক্যামেরুনের লাইভ ম্যাচটি ওপেন করে দেখা শুরু করুন।
সমাপ্তি: ব্রাজিল একমাত্র জাতীয় দল যারা বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে টানা প্রতিটি বিশ্বকাপে তারা খেলেছে কোনরকম বাদ যাওয়া ছাড়া। এদিকে ক্যামেরুনকে ৮ বার দেখা গেছে বিশ্বকাপের মঞ্চে। সেই ধারাবাহিকতায় এবার কাতার বিশ্বকাপেও তারা খেলার যোগ্যতা অর্জন করেছে।
যোগ্যতার দিক থেকে যে ব্রাজিলই সেরা সেটি তো চোখ বন্ধ করেই বলা যায়। ব্রাজিলের দলে শক্তিশালী কিছু খেলোয়াড় রয়েছে যাদেরকে হারানো অনেকটাই কঠিন হয়ে পড়বে ক্যামেরুনের জন্য। ক্যামেরুন যে একটু চাপের মধ্য দিয়ে খেলতে নামবে মাঠে সেটা ধারণা করা যাচ্ছে। পূর্বের পরিসংখ্যান কিন্তু সেরকমটাই বলছে যে ব্রাজিলই সেরা। কিন্তু মাঠে কি ঘটে যায় তা কিন্তু কেউ বলতে পারে না।
আজকের পোস্টে আমি আপনাদেরকে জানালাম কিভাবে আপনি ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচ দেখতে পারেন টিভি চ্যানেলের সামনে বসে।