ফাহিম নামের অর্থ কি? | Fahim Name Meaning In Bengali
ফাহিম নামের অর্থ কি?
বর্তমান আধূনিক যুগ তাই আমরা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক নাম রাখাতে চাই। কিন্ত বর্তমানে আমাদের সমাজ পূর্বের চেয়ে কয়েকগুণ বেশি সচেতন। তবুও নাম রাখার ক্ষেত্রে ধর্মীয় দিকটি হলো সবার জন্য স্পর্শকাতর একটি বিষয়।ফাহিম নামের অর্থ কি? আমরা নাম সিলেক্ট করবো তখন প্রচুর কেয়ার থাকবো এবং নাম সিলেক্ট করার পর সেই নামের নামের অর্থ, বাংলা অর্থ, নামটি ইসলামিক কিনা, আরবি ভাষায় এর অর্থ কি এই নিয়ে আলোচনা করবো এই আর্টিকেলটিতে। তাহলে দেরি না করে চলুন জেনে নেই ফাহিম নামের অর্থ কি বিস্তারিত।
আরো দেখুনঃ ছেলেদের ইসলামিক নাম.
ফাহিম শব্দের অর্থ কি?
ফাহিম শব্দ একটি আরবি শব্দ । ফাহিম শব্দের অর্থ হলো মেধাবী, তীক্ষ্ণ। তাই আমাদের ছেলে শিশুদের জন্য ভালো , সুন্দর , ইতিবাচক অর্থবোধক ইসলামিক নাম রাখা উচিত, নেতিবাচক অর্থবহ অথবা কোনো রকম শীরক সংযুক্ত নাম চয়েজ বা সিলেক্ট করা যাবে না। এতে করে নামে বৈচিত্র আসার বিপরীত ঘটবে।
ফাহিম নামের বাংলা অর্থ কি?
মুসলিম ছেলেদের নাম রাখার ক্ষেত্রে ফাহিম নামটি রাখা ভালো হবে। সুন্দর নাম রাখতে গেলে, নামের সুন্দর বাংলা অর্থ জানা প্রয়োজন। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানের সুন্দর একটি বাংলা নাম এবং নামের সুন্দর বাংলা অর্থ থাকুক। তাই ফাহিম নামের বাংলা অর্থ প্রখর, বুদ্ধিমান।
ফাহিম নামটি ইসলামিক কিনা
ফাহিম নামটি ইসলামিক নাম মুসলিম ধর্মাবলম্বীদের কাছে যেকোনো নামের প্রথমে দুটি জিনিস প্রাধান্য পায় সেটি হলো নামটি ইসলামিক কিনা আর নামের সুন্দর অর্থ আছে কিনা। সেক্ষেত্রে ফাহিম নামটি একটি পরোক্ষভাবে আল কুরআনের নাম তাই ফাহিম নামটি একটি ইসলামিক নাম।
ফাহিম নামের ইসলামিক অর্থ কি?
যারা ছেলে সন্তানের জন্য সুন্দর আরবি নাম খুজছেন তাদের জন্য ফাহিম নামটি রাখার মতো নাম। নামটি যেহেতু আল কুরআন থেকে এসেছে তাই এই কারণে ফাহিম নামের অর্থটিকে আমরা সঠিক বলে ধরে নিতে পারি। আর ফাহিম নামের ইসলামিক অর্থ কিন্ত প্রায় বাংলা ইংরেজি অর্থের সাথে মিলে যায়। ফাহিম নামের ইসলামিক অর্থ বুদ্ধিমান, মেধাশক্তিসম্পন্ন।
ফাহিম নামের ইংরেজি অর্থ কি?
প্রত্যেকটি ভাষা/শব্দের জন্য ইংরেজিতে নির্দিষ্ট একটি অর্থ আছে তেমনি ফাহিম নামের সঠিক ইংরেজি অর্থ আছে ।বর্তমানে যেহেতু নামটি ছেলেদের ক্ষেত্রে বেশি ব্যাবহৃত হচ্ছে তাই নামের সঠিক বানাটাও জানাটা দরকারা। ইংরেজিতে ফাহিম নামটি হলো Fahim.ফাহিম নামের ইংরেজি অর্থ হল intelligent,sharp.
ফাহিম নামের সাথে সংযুক্ত আরো কিছু নাম
সাধারণত ছেলেদের নাম হিসেবেই ফাহিম নামটি ব্যবহৃত হয়। ছোট হওয়ায় অনেকেই ডাক নাম আবার ভালো নাম হিসেবে ফাহিম নামটি বেশি পছন্দ করেন ৷ তাই এই নামের সাথে নাম যুক্ত করে দারুন দারুন কিছু নাম নিচে দেওয়া হলোঃ
- ফাহিম মুস্তাকিম৷
- ফাহিম আজিজ৷
- ফাহিম সিদ্দিক৷
- ফাহিম হোসেন৷
- ফাহিম রহমান৷
- ফাহিম শেখ৷
- ফাহিম সরকার৷
- মেহেদী হাসান ফাহিম৷
- ইশরাক আহম্মেদ ফাহিম৷
- ফাহিম মল্লিক৷
- ফাহমিদ রশিদ ফাহিম৷
- ইসমাইল হোসেন ফাহিম৷
- মাহিন আহমেদ ফাহিম৷
- আদনান আহমেদ ফাহিম৷
- ফয়সাল আহমেদ ফাহিম৷
- নাফিস জামান ফাহিম৷
- মেহেদী হাসান ফাহিম৷
- ফাহিম চৌধুরী রেজা৷
- ফাহিম ইসলাম ইমন৷
- ফাহিম আহমেদ রাব্বি৷
- মোস্তাফিজুর রহমান ফাহিম৷
- ফাহিম মির্জা৷
- আতিকুল ইসলাম ফাহিম৷
Related Post:
উপসংহার: ফাহিম নামের অর্থ কি? আশা করি, ধৈর্য সহকারে আমাদের এই অর্টিকেল টি পড়েছেন এবং বুঝতে পেড়েছেন। যদিও সামগ্রিকভাবে বিবেচনা করি, তাহলে এটি হলো স্বাভাবিকভাবে একটি ছেলেদের নাম। বিশ্বে প্রায় ফাহিম নামের সবাই হলো ছেলে। তাই ছেলেদের ক্ষেত্রেই ফাহিম নামটি বেশ যথার্থ। অতএব, কোনো রকম সংকোচ ছাড়াই আপনার ছেলে সন্তানের জন্য ফাহিম নামটি রাখতে পারেন। ফাহিম নাম নিয়ে আশা করছি এখন আর কোন সমস্যা নেই।