সার্বিয়া বিশ্বকাপ কোন চ্যানেলে দেখাবে? | সার্বিয়া ফুটবল লাইভ ম্যাচ ২০২২
সার্বিয়া বিশ্বকাপ কোন চ্যানেলে দেখাবে? | সার্বিয়া ফুটবল লাইভ ম্যাচ ২০২২ | Serbia Football Live Match 2022
৩২টি দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ একটি ঝাঁকঝমকপূর্ণ খেলা হতে যাচ্ছে। ডিসেম্বর ১৮ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক উত্তেজনাপূর্ণ খেলা হতে থাকবে বিশ্বকাপের লড়াইয়ে। এ লড়াইয়ে কে হারে কে যেতে সেটি তো কেবলমাত্র জয়ের পরেই বলা যাবে! শক্তিশালী দল হিসেবে ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে সার্ভিয়ার কাতার ফুটবল বিশ্বকাপে।
কিন্তু সার্বিয়াকে দুর্বল দল ভাবার কোন কারণ নেই। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের লম্বা ইতিহাস থাকলেও সার্বিয়ারও বিশ্বকাপের মঞ্চে ভালো অংশগ্রহণ রয়েছে। বিশ্বকাপের মঞ্চে সার্বিয়া মোট ১৩ বার ফিফা খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই সার্বিয়াকে হালকাভাবে নেওয়ার কোন কারণ নেই।
তাই এই উত্তেজনাপূর্ণ খেলাটি দেখার জন্য মানুষের মাঝে আগ্রহের কোন কমতি নেই। তাই সকলের প্রশ্ন ফুটবল লাইভ ম্যাচ ২০২২ কবে ও কিভাবে দেখতে পারি? তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে জানিয়ে দেই সার্বিয়া বিশ্বকাপ কোন চ্যানেলে দেখাবে।
আরো দেখুন:
ফুটবল লাইভ আজকের খেলা সার্বিয়া বাংলাদেশ সময়সূচি
ফুটবল লাইভে আজ ২৪ তারিখ দিন পার হওয়ার পরপরই শুরু হয়ে যাবে সার্বিয়া ও ব্রাজিলের খেলা। সার্বিয়া ফুটবল লাইভ ম্যাচ এই খেলাটি দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে টিভি চ্যানেলের সামনে বসে থাকবে। ফুটবল লাইভ আজকের খেলা সার্বিয়া অনুষ্ঠিত হবে ২৫ তারিখ রাত ১:০০ টায় বাংলাদেশ সময়ে।
সার্বিয়া ফুটবল লাইভ ম্যাচ ২০২২ ফেসবুকে І Serbia Football Live Match 2022
দিনের কিছুটা সময় হলেও আমরা ফেসবুকে স্ক্রলিং করি বিভিন্ন তথ্য ও বিষয় জানার জন্য। তাই ফেসবুকে জমজমাট এই বিশ্বকাপের লড়াই দেখাবে না তা কি হতে পারে! ফিফা বিশ্বকাপ ২০২২ ম্যাচগুলো আপনি ফেসবুকের মাধ্যমেও দেখতে পারেন। যে উপায়ে আপনি খুব সহজে ফেসবুকে এই লাইভ গুলো দেখতে পারবেন:
- প্রথমে ফেসবুকের সার্চ অপশন ওপেন করবেন।
- সার্চ অপশন ওপেন করার পরে এখানে “Football Live Match” /ফুটবল লাইভ ম্যাচ লিখবেন।
- এটি লিখে এবার সার্চ দিন।
- সার্চ দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো ভিডিও ওয়াচ আসবে।
- এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি ওয়াচ/Watch চালু করে ফুটবল লাইভ ম্যাচ দেখতে পারবেন।
সার্বিয়া বিশ্বকাপ কোন চ্যানেলে দেখাবে?
সার্বিয়া বিশ্বকাপ খেলা দেখার জন্য বাংলাদেশে কিছু টিভি চ্যানেল রয়েছে যেখানে আপনি সরাসরি এর লাইভ সম্প্রচার দেখতে পাবেন। গাজী টিভি (Gazi TV), টি স্পোর্টস (T Sports) বিটিভি (BTV)।
আপনি এখানে প্রতিটি খেলার লাইভ সহ সার্বিয়া ফুটবল লাইভ ম্যাচ খেলার আগে সব ধরনের ধারণা বিস্তারিত বিষয় থাকবে।
এখানে দেখুন: কাতার বিশ্বকাপ 2022 লাইভ ম্যাচ
সার্বিয়ার ফুটবল লাইভ ম্যাচ ভিডিও অ্যাপ স্ট্রিমিং এর মাধ্যমে
টফি (Toffee) অ্যাপের মাধ্যমে আপনি সার্বিয়ার ফুটবল লাইভ ম্যাচটি স্ট্রিমিং করে দেখতে পারবেন। টফি বাংলাদেশের বৃহত্তম ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম। কিন্তু লাইভ স্ট্রিমিং করে দেখার জন্য আপনাকে এটি ডাউনলোড করতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে। ডাউনলোড করার জন্য গুগল প্লে এবং অ্যাপ স্টোর উভয়ই আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া লাইভ ম্যাচটি আপনি টফির অ্যান্ড্রয়েড টিভি অ্যাপেও দেখতে পারবেন। টফি অ্যাপের লিন্ক হলো: toffeelive.com।
পরিশেষে : এ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মোট ২২ বার অংশগ্রহণ করছে আর সার্বিয়া ১৩ বার। কাতার বিশ্বকাপে সার্বিয়া বিশ্বকাপ কোন চ্যানেলে দেখাবে -এ ব্রাজিল শক্তিশালী দল ও আত্মবিশ্বাসী হয়ে খেলতে নামলেও সার্বিয়া কিন্তু নিজেদের কমতি রাখবেনা খেলার মাঠে। তার ঐ মানসিকতা নিয়েই খেলতে নামবে মাঠে। এখন দেখা যাক কে কতটা এগিয়ে থাকে বিশ্বকাপের লড়াইয়ে।