vlxxviet mms desi xnxx

আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে?

0
5/5 - (1 vote)

আইপিএল নিলাম ২০২৪ কবে? | আইপিএল নিলাম ২০২৪ লাইভ | আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে?

আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে এর কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। এখন ২৩ ডিসেম্বর রাতে কোচিতে এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে। এবার আইপিএল নিলাম এর মূল পব অর্থাৎ মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে মার্চের শেষ সময়টাতে দেখা পাওয়া যাবে আইপিএল নিলাম ২০২৪ এর আসল আনুষ্ঠানিকতার। আজ এই নিলামের মিনি পার্ট অনুষ্ঠিত হবে। যেখানে কিনা অংশ নেবে ১০ টি ফ্র্যাঞ্চাইজি দল।

মোট ৪০৫ জন ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হবে এই নিলাম। শেষ ধাপে ফলাফল ঠিক কী হবে, সেটাই এখন সারা বিশ্বের মানুষের মূল আকর্ষণ। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সেসব ক্রিকেটারদের তালিকা, যারা কিনা নির্বাচিত হয়েছেন আইপিএল মিনি নিলাম ২০২৪ এর জন্য। এখান থেকেই বাছাই করা দলগুলো পৌঁছে যাবে আইপিএল নিলাম ২০২৪ এর মেগা ইভেন্টে। ৪০৫ জন ক্রিকেটারকে আজ বড় একটি পরীক্ষার মুখে পড়তে হবে।

২০২২ সালে হওয়া আইপিএল নিলামে ৫০৯ জনকে সিলেক্ট করা হয় ফইনালের জন্য। এবার ৯৯১ জনের থেকে ৪০৫ জন টিকে আছেন। এদের মধ্যে স্বদেশী অর্থাৎ ভারতীয় হলেন ২৭৩ জন। বাকি ১৩২ জন ফরেন প্লেয়ার। অ্যাসোসিয়েড দেশের আছে ৪ জন খেলোয়াড়। আর এদের মধ্যে ক্যাপড ক্রিকেটার ১১৯ জন। বাকি ২৯৬ জন আনক্যাপড ক্রিকেটার।

আরো দেখুন:

আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে?

আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে খেলবে এবং কত টাকার বিনিময়ে খেলোয়াড় কেনা হয়েছে তাঁর একটি চার্ট নিচে দেওয়া হল-

খেলোয়াড় (Player)মূলদাম (Base Prize)নির্দিষ্ট দাম (Sold)দল (Team)
সাকিব আল হাসান (বাংলাদেশ)১.৫০ কোটি১.৫০ কোটিKKR
জো রুট (ইংল্যান্ড)১.০০ কোটি১.০০ কোটিRR
আব্দুল বসিত (ভারত)২০ লাখ২০ লাখRR
আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)১.০০ কোটি১.০০ কোটিSRH
রাঘব গয়াল (ভারত)২০ লাখ২০ লাখMI
যুধবীর সিন চরক (ভারত)২০ লাখ২০ লাখLSG
নবীন উল হক (আফগানিস্তান)৫০ লাখ৫০ লাখLSG
আকাশ বশিষ্ট (ভারত)২০ লাখ২০ লাখRR
মনদীপ সিং (ভারত)৫০ লাখ ৫০ লাখKKR
মুরগান আশ্বিন  (ভারত)২০ লাখ২০ লাখRR
কেএম আসিফ  (ভারত)৩০ লাখ৩০ লাখRR
আনমোলপ্রীত সিং  (ভারত)২০ লাখ২০ লাখSRH
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)১.৫০ কোটি১.৫০ কোটিRR
লিটন দাস (বাংলাদেশ) ৫০ লাখ৫০ লাখKKR
রিলি রোসোউ (দক্ষিণ আফ্রিকা)২.০০ কোটি ৪.৬০ কোটিDC
শিবম সিং (ভারত)২০ লাখ২০ লাখPBKS
মোহিত রাঠি (ভারত)২০ লাখ২০ লাখPBKS
ভগৎ বর্মা (ভারত)২০ লাখ২০ লাখCSK
নেহাল ওয়াধেরা (ভারত)২০ লাখ২০ লাখMI
সোনু যাদব (ভারত)২০ লাখ২০ লাখRCB
কুনাল সিং রাঠোর  (ভারত)২০ লাখ২০ লাখRR
অজয় যাদব মন্ডল  (ভারত) ২০ লাখ২০ লাখKKR
অবিনাশ সিং (ভারত)২০ লাখ৬০ লাখRCB
নীতীশ রেড্ডি (ভারত)২০ লাখ২০ লাখSRH
ডেভিড মেডো (নামিবিয়া)১.০০ কোটি১.০০ কোটিKKR
স্বপীল সিং (ভারত)২০ লাখ২০ লাখLSG
শামস মুলানি (ভারত)২০ লাখ২০ লাখMI
মোহিত শর্মা (ভারত)৫০ লাখ৫০ লাখGT
জোশুয়া লিটল (আয়ারল্যান্ড)৫০ লাখ ৪.৪০ কোটি GT
সুয়শ শার্মা (ভারত)২০ লাখ২০ লাখKKR
রাজন কুমার (ভারত)২০ লাখ৭০ লাখRCB
বিদ্যাথ কাভেরাপ্পা  (ভারত)২০ লাখ২০ লাখPBKS
বিষ্ণু বিনোদ (ভারত)২০ লাখ২০ লাখMI
উরভিল প্যাটেল  (ভারত)২০ লাখ২০ লাখGT
ডোনাভন ফেরেরা (দক্ষিণ আফ্রিকা)২০ লাখ৫০ লাখRR
প্রেরক মানকদ  (ভারত)২০ লাখ২০ লাখLSG
ডুয়ান জানসেন (দক্ষিণ আফ্রিকা) ২০ লাখ২০ লাখMI
মায়াঙ্ক ডাগর (ভারত)২০ লাখ১.৮০ কোটিSRH
মনোজ ভন্ডগে (ভারত)২০ লাখ২০ লাখRCB
হরপ্রীত সিং ভটিয়া (ভারত)২০ লাখ৪০ লাখPBKS
পীযূষ চাওলা (ভারত)৫০ লাখ৫০ লাখMI
অমিত মিশ্র (ভারত)৫০ লাখ৫০ লাখLSG
কাইল জেমিসন (নিউজিল্যান্ড) ১.০০ কোটি ১.০০ কোটি CSK
ড্যানিয়েল সামস (অস্ট্রেলিয়া)৭৫ লাখ ৭৫ লাখLSG
রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ৫০ লাখ৫০ লাখLSG
উইল জ্যাকস (ইংল্যান্ড) ১.৫০ কোটি ৩.২০ কোটি RCB
মানিশ পান্ডে (ভারত)১.০০ কোটি২.৪০ কোটিDC
হিমাংশু শর্মা (ভারত)২০ লাখ২০ লাখRCB
মুকেশ কুমার (ভারত)২০ লাখ৫.৫০ কোটিDC
শিবম মাভি (ভারত)৪০ লাখ৬.০০ কোটিGT
এন জগদীসান (ভারত)২০ লাখ৯০ লাখKKR
যশ ঠাকুর (ভারত)২০ লাখ৪৫ লাখLSG
বৈভব অরোরা (ভারত)২০ লাখ৬০ লাখKKR
উপেন্দ্র যাদব (ভারত)২০ লাখ২৫ লাখSRH
শ্রীকর ভারত (ভারত)২০ লাখ১.২০ কোটি  GT
সানভির সিং (ভারত)২০ লাখ২০ লাখSRH
নিশান্ত সিন্ধু (ভারত)২০ লাখ৬০ লাখCSK
সমর্থ ব্যাস (ভারত)২০ লাখ২০ লাখSRH
বিবর্তন শর্মা (ভারত)২০ লাখ২.৬০ কোটি SRH
শায়েক রাশেদ (ভারত)২০ লাখ২০ লাখCSK
ওডিয়ান স্মিথ(ওয়েস্টইন্ডিস)৫০ লাখ৫০ লাখGT
কেন উইলিয়ামসন(নিউজিল্যান্ড)২.০০ কোটি ২.০০ কোটি GT
অজিঙ্কা রাহানে৫০ লাখ৫০ লাখCSK
মায়াঙ্ক আগরওয়াল (ওয়েস্ট ইন্ডিজ)১.০০ কোটি ৮.২৫ কোটি SRH
জেসন হোল্ডার ২ কোটি ৫.৭৫ কোটি RR
ইশান্ত শর্মা (ভারত)৫০ লাখ৫০ লাখDC
জয়দেব উনাদকাট (ভারত)৫০ লাখ৫০ লাখLSG
মায়াঙ্ক মার্কন্ডে (ভারত)৫০ লাখ৫০ লাখSRH
নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)২.০০ কোটি ১৬.০০ কোটি LSG
আদিল রশিদ (ইংল্যান্ড)২.০০ কোটি ২.০০ কোটি SRH
ঝাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া)১.৫০ কোটি ১.৫০ কোটি MI
রিস টপলে (ভারত)৭৫ লাখ১.৯০ কোটি RCB
ফিলিপ সল্ট (ভারত)২.০০ কোটি ২.০০ কোটি DC
হেনরিক ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)১.০০ কোটি ৫.২৫ কোটিSRH
বেন স্টোকস (ইংল্যান্ড)২.০০ কোটি ১৬.২৫ কোটিCSK
ক্যামেরুন গ্রিন (অস্ট্রেলিয়া)২.০০ কোটি ১৭.৫০ কোটি MI
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)৫০ লাখ৫০ লাখPBKS
স্যাম কুরান (ইংল্যান্ড)২.০০ কোটি ১৮.৫০ কোটি PBKS
হ্যারি ব্রুক (ইংল্যান্ড)১.৫০ কোটি ১৩.২৫ কোটি  SRH

আইপিএল নিলাম ২০২৪ কবে?

আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে এর আনুষ্ঠানিকতার অনেকটাহ সম্পন্ন হয়েছল। এর মিনি নিলাম ২০২৪ এর আয়োজন শুরু হয়েছে ২০২২ সালের ২৩ ডিসেম্বর, শুক্রবার। তবে একান থেকে শুধুমাত্র বাছাই করে নেয়া হবে মেগা ইভেন্ট এর জন্য। এরপর ২০২৪ সালে ৪ ভাগের ১ ভাগ কেটে গেলে, খুব সম্ভবত মার্চ মাসের শেষ পর্যায়ে আয়োজন করা হতে পারে আইপিএল নিলাম ২০২৪ এর মেগা ইভেন্ট।

আইপিএল নিলাম ২০২৪ লাইভ

আইপিএল নিলাম এর মূল পর্বের সাথে মিনি নিলামের পর্বের লাইভ দেখার সুযোগও রয়েছে। 

যেখানে দেখতে পাওয়া যাবে আইপিএল এর লাইভ পর্ব-

  1. স্টার স্পোর্টস (Star Sports Network)
  2. জি সিনেমা (Zee Cinema)

২৩ ডিসেম্বর বাংলাদেশী সময় ৩ টায় আইপিএল মিনি নিলাম এর পর্ব অনুষ্ঠিত হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex