সোনার ঘনত্ব কত?
সোনার ঘনত্ব কত?
আপনি কি সোনার ঘনত্ব কত সে সম্পর্কে জানতে চান? -তাহলে জেনে রাখুন, সোনার ঘনত্ব হলো, 19.3 g/cc. তবে সোনার ঘনত্ব কত সেটি জানার পাশাপাশি আমাদের আরো বেশ কিছু বিষয় জেনে নিতে হবে। যেমন,
- সোনার গলনাঙ্ক হলো, ১৩৩৭.৩৩ কে (১০৬৪.১৮ °সে, ১৯৪৭.৫২ °ফা),
- সোনার স্ফুটনাঙ্ক হলো, ৩১২৯ K (২৮৫৬ °সে, ৫১৭৩ °ফা),
- সোনার ঘনত্ব হলো, ১৯.৩০ g·cm−৩,
আর উপরের তালিকা থেকে এটা ষ্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে যে,সোনার ঘনত্ব হলো, ১৯.৩০ g·cm−৩.
আরো দেখুনঃ
Q: স্বর্ণের ঘনত্ব ভারী কেন ?
A: আমরা সকলেই জানি যে, উচ্চ ঘনত্বের কারণে সোনাকে ভারী ধাতু বলা হয়। যা থেকে বোঝা যায় যে, সোনার প্রতিটি পরমাণু স্বতন্ত্রভাবে খুব ভারী।
Q: স্বর্ণের ঘনত্ব কত কেজি m3
A: সোনার ঘনত্ব হল, 19300 kg/m 3.
Q: সোনা কি ভারী ধাতু?
A: সোনা এবং রুপা উভয়ই ভারী ধাতুর তালিকা তে শ্রেণীবদ্ধ করা হয়।
Q: আসল সোনা কি শক্ত নাকি নরম?
A:যে সকল খাঁটি সোনা দৈনন্দিন পরিধানের জন্য ব্যবহার করা হয়। সেই সোনা গুলো, অনেকটা নরম হয়। কিন্তুু সোনার শক্তি এবং স্থায়িত্ব দেওয়ার জন্য বিভিন্ন সংকর ধাতুর মিশ্রন দেওয়া হয়।
আমাদের শেষকথা
আজকের আলোচনা থেকে আমরা সোনার ঘনত্ব কত সে সম্পর্কে জেনেছি। আর আমরা প্রতিনিয়ত এই ধরনের শিক্ষনীয় বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। আপনি যদি সেই আলোচিত আলোচনা গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।