৯ম রোজার ফজিলত
৯ম রোজার ফজিলত | 9 Rojar Phajilayt
ইসলামে পবিত্র একটি মাসের নাম রমজান। এই মাসেই সমগ্র মানবজাতির উপর হেদায়েতের জন্য, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর সর্বশেষ আসমানি কিতাব ‘কুরআন মজিদ’ নাজিল করা হয়েছিল।
পবিত্র এই রমজান মাসে আমাদের সওয়াব অর্জন করার দরজা খুলে যায়। এসময় প্রতিটি রোজারই আলাদা কিছু ফজিলত থাকে। আজকে আমরা, ৯ম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
৯ম রোজার ফজিলত ও গুরুত্ব
৯ম রোজা হলো রমজানের রহমতের ১০ দিনের ৯ম দিন। এদিন রোজা রাখার ফলে, নবী রাসুলদের সাথে দাঁড়িয়ে ইবাদত করলে, যতটা সওয়াব পাওয়া যায়, ঠিক সে পরিমাণ সওয়াব লাভ করা যায়।
অর্থাৎ, প্রচুর পরিমাণে সওয়াব অর্জন করার একটি মাধ্যম হলো ৯ম রোজা। তাই, ফজিলত পূর্ন এই রোজা বিরাট গুরুত্ব বহন করে।
আরো দেখুনঃ
৯ম রোজার সময় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের দিনে আপনি আমায়, আপনার রহমতের অধিকারী করুন। আমাকে আপনার উজ্জ্বল প্রমাণের দিকে পরিচালিত এবং ধাবিত করুন। হে, সকল আগ্রহীদের লক্ষ্যস্থল! আজ আপনার ভালোবাসা আর মহব্বতের উসিলায় আপনি আমায় আপনার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে পরিচালিত করে নিন।