৭ম রোজার ফজিলত
৭ম রোজার ফজিলত | 7 Rojar Phajilayt
আমাদের আরবি মাসের নবম মাস হলো রমজান। আর এই মাসে সকল মুমিন মুসলমানের উপর ৩০ টি রোজা রাখার বিধান ফরজ করা হয়েছে, দ্বিতীয় হিজরীতেই। আজও সকল ধর্মপ্রাণ মুসলমান নিষ্ঠার সাথে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ৩০ টি রোজা রাখেন।
তবে, এই রোজাগুলোর প্রতিটার কিন্তু আলাদা ফজিলত ও গুরুত্ব আছে। আজকে আমরা, ৭ম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
৭ম রোজার ফজিলত ও গুরুত্ব
৭ম রোজা হলো রমজানের রহমতের ১০ দিনের ৭ম দিন। এদিন যে ব্যক্তি রোজা রাখবে, তাকে মহান আল্লাহ তায়ালা সেই পরিমাণ সওয়াব দান করবেন, যে পরিমাণ সওয়াব ফেরাউনের বিরুদ্ধে হযরত মূসা (আ:) এর পক্ষে সহযগিতা করার ফলে হয়। তাই বোঝাই যায়, ৭ম রোজার গুরুত্ব কতটা!
আরো দেখুনঃ
৭ম রোজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়
হে আমার আল্লাহ! আজকের এই দিনে আপনি আমাকে রোজা রাখতে এবং সালাত আদায় করতে সহযোগিতা করুন। আমায় সকল প্রকার অন্যায় কাজ এবং গুণাহ হতে রক্ষা এবং মুক্ত করুন। আপনার তৌফিকে আর শক্তিতে আমাকে সবসময় আপনার স্মরণে থাকার সুযোগ প্রদান করুন। হে, সব পথহারা পথিকদের পথ প্রদর্শনকারী!