আর্জেন্টিনার যত লজ্জার রেকর্ড ২০২৪
আর্জেন্টিনার যত লজ্জার রেকর্ড | আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো
আমাদের মতো অনেকে আছেন যারা খুব ফুটবল প্রেমী এবং এদের মধ্যে অনেকে জানতে চায় আর্জেন্টিনার যত লজ্জার রেকর্ড রয়েছে সে সম্পর্কে। এজন্য আপনারা আবার গুগলে সার্চও করে থাকেন। কারণ বিশ্বনন্দিত জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনার ঝুলিতে রয়েছে অসংখ্য গৌরব গাঁথা ও চমৎকার সব জয়ের ইতিহাস।
আরো দেখুন: আর্জেন্টিনা বনাম সৌদি আরব পরিসংখ্যান
আর্জেন্টিনার যত লজ্জার রেকর্ড | Argentina’s Shameful Record
১৮৬৭ সালে আর্জেন্টিনায় ফুটবল খেলার সূত্রপাত হলেও জাতীয় ফুটবল দল ১৯০১ সালে গঠিত হয়। এ পর্যন্ত ২ বার বিশ্বকাপ ছাড়াও আর্জেন্টিনা ১৪ বার দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে। যেহেতু অবিমিশ্র সুখ বলে কিছু নেই সেই সূত্রে জয়ের পাশাপাশি কিছু লজ্জাজনক হারের ইতিহাসও আর্জেন্টিনা ফুটবল দলকে ঘিরে আছে সময়ের সাক্ষী হয়ে। যার কারণে পৃথিবীর নানা প্রান্তে রয়েছে নানান ধরনের মতবাদ এই আর্জেন্টিনা দলকে নিয়ে।
কেউ মনে আর্জেন্টিনা দল বিশ্বের সেরা টিম৷ আবার অনেকে মনে করেন এই টিম কিছু খেলোয়াড় রয়েছে যাদের পরিবর্তন করে নতুন খেলোয়াড় নেওয়া প্রয়োজন। এসব নিয়ে ফুটবল প্রেমীদের তর্ক যুদ্ধ লেগেই থাকে। বিশেষ করে আর্জেন্টিনা আর ব্রাজিল ফ্যানদের মধ্যে। কিন্তু ইতিহাস দেখলে বুঝা যায় আসলে আর্জেন্টিনার দলের বেশ কিছু লজ্জার রেকর্ড রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনা দলের যত লজ্জার রেকর্ড।
আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো
- আর্জেন্টিনা বনাম স্পেন, ২৮ মার্চ, ২০১৮
স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত এই ম্যাচটিতে আর্জেন্টিনার বড় তারকা খেলোয়াড় লিওনেল মেসি ইনজুরির কারণে মূল একাদশে অনুপস্থিত ছিল। ঐদিন শুরুতেই মাত্র ১২ মিনিটের মাথায় স্পেনের হয়ে গোল করেন দিয়াগো কস্তা। এরপর স্পেনের গোল বন্যায় ৭৪ মিনিটে ৬ নং গোলটির মাধ্যমে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইসকো। আসলে সেদিন গোল উৎসবে মেতে ছিল স্পেন ফুটবল দল। এটিই আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম একটি বড় পরাজয়।
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া, ২০০৯
দিয়োগে ম্যারাডোনার অধীনে সেদিন আর্জেন্টিনা ফুটবল দল বলিভিয়ার ঘরের মাঠে খেলতে নেমেছিল। মূলত এটি ছিল বিশ্বকাপের বাছাইপর্বের একটি ম্যাচ যেখানে বলিভিয়ার হয়ে হোয়াকিন বেতেরো, আলেক্স রদ্রিগো দ্য রোসা, দিদি তরিকো মার্সেলো মার্তিনস মিলে মোট ৬ টি গোল করেন। এইদিন বলিভিয়া খেলোয়াড়রা আর্জেন্টিনা দলের রক্ষণ ভাগ পুরো ভেঙে চুরমার করে দেয়। অপরপক্ষে, আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লুচো গঞ্জালেস। এটিও আর্জেন্টিনার ইতিহাসে ৬-১ গোলের মত বড় ব্যবধানে হারার একটি লজ্জাজনক অধ্যায়।
- আর্জেন্টিনা বনাম চেকোশ্লোভাকিয়া, ১৯৫৮
১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনা চেকোশ্লোভাকিয়ার কাছে লজ্জাজনক হারের স্বাদ পায় ৬-১ গোলে। প্রথম বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে আর্জেন্টিনা এরকম একটি অপ্রত্যাশিত হারের মাধ্যমে। অথচ ৬৪ বছর পরে আজ চেকোশ্লোভাকিয়া দেশটিই পৃথিবীর মানচিত্র থেকে অস্তিত্বহীন হয়ে গেছে। কিন্তু ইতিহাস থেকে আর্জেন্টিনার সেই ৬-১ হারের কথা কখনো মুছবে না।
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে, ১৯৫৯
১৯৫৯ সালে আর্জেন্টিনা ৫-০ গোলের ব্যবধানে পরাজিত হয়। মূলত কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ ছিল। যেটি এখন পর্যন্ত অন্যতম বড় পরাজয় গুলোর মধ্যে একটি।
- আর্জেন্টিনা বনাম কলোম্বিয়া, ১৯৯৩
১৯৯৩ সালে অনুষ্ঠিত এই ম্যাচটিতেও আর্জেন্টিনা ৫-০ গোলের ব্যবধানে কলোম্বিয়ার বিপক্ষে পরাজিত হয়। তবে এ পর্যন্ত কলোম্বিয়ার সঙ্গে সর্ব মোট ২৮ বার মুখোমুখি ম্যাচে আর্জেন্টিনা জয় লাভ করেছে ২৩ বার । আর ৮ বার জিতেছে কলোম্বিয়া ফুটবল দল। যেখানে বাকি ৭ বার ম্যাচ ড্র হয়েছে।
আর্জেন্টিনা vs ব্রাজিল পরিসংখ্যান ২০২৪ | Argentina vs Brazil Statistics 2024
ল্যাটিন আমেরিকার ফুটবল জগতের অন্যতম দুই পরাশক্তির নাম আর্জেন্টিনা ও ব্রাজিল। ১৯০২ সালে ফুটবল দুনিয়ায় আর্জেন্টিনার পদার্পণ হয় উরুগুয়ের বিপক্ষে এবং ব্রাজিলের অভিষেক ঘটে আর্জেন্টিনারই বিপক্ষে ১৯১৪ সালে।
এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত মোট ১১৪ বার এ দুই দল মুখোমুখি হয়েছে খেলার মাঠে। যার মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৪৯ বার এবং ব্রাজিল জিতেছে ৪০ বার। বাকি ২৬ টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপ পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিল এ পর্যন্ত ২১ টি বিশ্বকাপে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার। অপর দিকে, ১৭ বার বিশ্বকাপে অংশ নিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে মাত্র ২ বার যার মধ্যে সর্বশেষটি ছিল ১৯৮৬ সালে।
আরো দেখুন: সরাসরি ফুটবল খেলা দেখার সফটওয়্যার.
আর্জেন্টিনার যত লজ্জার রেকর্ড -FAQ
- আর্জেন্টিনা কতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে নাই?
আর্জেন্টিনা ফুটবল দল ডাকনাম লা আলবিসেলেস্তে। মোট চারবার তাঁরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে নিই। এর মধ্যে ১৯৩৮, ১৯৫০, ১৯৫৪ সালে রাজনৈতিক কারণে আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়।
- আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলেছে?
আর্জেন্টিনা ফুটবল দল মোট পাঁচ বিশ্ব খেলেছে এর মধ্যে ১৯৭৮, ১৯৮৬, 2022 সালে বিশ্বের শিরোপা জিতেছে।
সর্বশেষ কথা: ফুটবল খেলা হল হার জিতের খেলা। বড় দল ছোট দলের কাছে হারতে পারে। আসলে খেলায় কোন ছোট বড় দল নাই। তেমনি আর্জেন্টিনা ফুটবল দলে ভাল খেলোয়াড় আছে তবুও তাদের অনেক সময় লজ্জাজনক হারতে হয়েছে। আশা করি, আজকের আর্জেন্টিনার যত লজ্জার রেকর্ড পোস্টটি পড়ে সঠিক তথ্য জানতে পারলেন। বিশ্বকাপের সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।