বাষ্প ঘনত্ব কাকে বলে?
বাষ্প ঘনত্ব কাকে বলে?
বিভিন্ন সময় আমাদের বাষ্প ঘনত্ব কাকে বলে সে সম্পর্কে জানার দরকার হয়। তো সহজ কথায় বলতে গেলে, বাষ্প ঘনত্বকে D দ্বাড়া প্রকাশ করা হয়। আর যদি আমরা উক্ত বিষয়টি কে সংজ্ঞায়িত করি। তাহলে বলবো যে, একই চাপ ও তাপমাত্রায় কোনো বাষ্প বা গ্যাস এর মোট আয়তনের ভর। এবং তার সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাত কে বলা হয়, বাষ্প ঘনত্ব।
আর বাষ্প ঘনত্ব বের করার সূত্র হলো, গ্যাসের বাষ্প ঘনত্ব = (গ্যাসের যেকোনো আয়তনের ভর/সম তাপমাত্রা ও চাপের সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর)।
আরো দেখুনঃ
Q: রসায়নে বাষ্প ঘনত্ব কাকে বলে?
A: এবার আমরা যদি রসায়ন এর ভাষায় বাষ্প ঘনত্ব কাকে বলে, সে বিষয়টি সংঙ্গায়িত করি। তাহলে বলবো যে, একই তাপমাত্রা এবং চাপ এর ফলে গ্যাস বা বাষ্পের সমান আয়তনের ভর এবং হাইড্রোজেন গ্যাসের অনুপাত কে বাষ্পের ঘনত্ব বলে।
Q: বাষ্প ঘনত্বের একক কি?
A: বাষ্প ঘনত্বের একক হলো, প্রতি ঘনমিটার গ্রাম বা কিলোগ্রাম।
Q: বাষ্প ঘনত্বের সাথে সম্পর্ক কি?
A: আমরা সকলেই জানি যে, একটি গ্যাসের বাষ্পের ঘনত্ব তার আপেক্ষিক আণবিক ভরের দ্বিগুন।
Q: আগুনের ঘনত্ব কিভাবে প্রভাবিত করে?
A: কাঠের নির্দিষ্ট একটি টুকরো যতো বেশি ঘনত্ব হবে, অক্সিজেন এর পরিমান ততো কম হবে।
বাষ্প ঘনত্ব নিয়ে আমাদের শেষকথা
আজকের আলোচনা তে আমি আপনাকে বাষ্প ঘনত্ব কাকে বলে সে সম্পর্কে বলেছি। আশা করি, আপনি উক্ত বিষয়টি সম্পর্কে সঠিক ধারনা নিতে পেরেছেন। আর আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো সবার আগে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।