ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৪
আমরা সকলে ভ্রমণ করতে কমবেশি সবাই পছন্দ করি। তবে ভ্রমণ করার সময় আমাদের বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করতে হয়। আর সবচেয়ে বেশি ব্যয়বহুল যানবাহন হচ্ছে বিমান। তবে বর্তমানে বিমান এর প্রচলন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তাই কমবেশি সকলেই বিমানে যাতায়াত করছে। তাই আজ আমরা আপনাদেরকে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কেমন হতে পারে তা জানাবো।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেন অথবা বাসে যেতে প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা লেগে যায়। কিন্তু যখন বিমানে করে যাওয়া হয় তখন মাত্র এক ঘণ্টার মধ্যে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছানো যায়। সাধারণত বিমানে যাতায়াত করেন ধ্বনি ব্যক্তিবর্গ এবং এমার্জেন্সি সংঘটিত ঘটনার জন্য। চলুন তাহলে জেনে নেই ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত হতে পারে।
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী
ঢাকা টু কক্সবাজার বিমানে যাওয়ার জন্য বর্তমানে থার্টি এয়ারলাইন্স চালু রয়েছে। আর এই সকল চারটি এয়ারলাইন্স খুব জনপ্রিয় এয়ারলাইন্স ঢাকা টু কক্সবাজার এবং কক্সবাজার টু ঢাকা রুটে। আর এই চারটি এয়ারলাইন্সগুলোর নাম হচ্ছে-
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
- রিজেন্ট এয়ারওয়েজ।
- ইউএস-বাংলা এয়ারলাইন্স।
- নভোএয়ার।
এই চারটি এয়ারলাইন্স এর ভাড়া এক রকম নয়। একেকটি এয়ারলাইন্স এর ভাড়া এবং অন্যান্য সুবিধা একেক রকম হয়ে থাকে। তাই আপনাদের সুবিধার্থে আমরা নিম্নে এই সকল এয়ারলাইন্সগুলোর বিমান ভাড়া উল্লেখ করছি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন ১ টি ফ্লাইট এবং সপ্তাহে ৬ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা আসে।
ঢাকা টু কক্সবাজার | কক্সবাজার টু ঢাকা |
ফ্লাইট নংঃ BG-433 টেক-অফ করার সময়ঃ সকাল ১১ঃ০০ মিনিট বিমান ভাড়াঃ
| ফ্লাইট নংঃ BG-434 টেক-অফ করার সময়ঃ দুপুর ১২ঃ৩৫ মিনিঁট বিমান ভাড়াঃ
|
নোটঃ উল্লেখ্য যে এসকল এয়ারলাইন্সগুলো তাদের সময় অনুসারে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে যেকোনো সময় বিমান ভাড়া পরিবর্তন করতে পারে।
রিজেন্ট এয়ারওয়েজ
রিজেন্ট এয়ারওয়েজ প্রতিদিন ২ টি ফ্লাইট এবং সপ্তাহে ১৪ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা আসে।
ঢাকা টু কক্সবাজার | কক্সবাজার টু ঢাকা |
ফ্লাইট নংঃ RX0741 টেক-অফ করার সময়ঃ সকাল ১০:১৫ মিনিট ফ্লাইট নংঃ RX1741 টেক-অফ করার সময়ঃ দুপুর ০১ঃ২০ মিনিট বিমান ভাড়াঃ
| ফ্লাইট নংঃ RX0742 টেক-অফ করার সময়ঃ সকাল ১১:৪৫ মিনিট ফ্লাইট নংঃ RX1742 টেক-অফ করার সময়ঃ দুপুর ০২ঃ৫০ মিনিট বিমান ভাড়াঃ
|
নোটঃ উল্লেখ্য যে এসকল এয়ারলাইন্সগুলো তাদের সময় অনুসারে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে যেকোনো সময় বিমান ভাড়া পরিবর্তন করতে পারে।
আরো দেখুনঃ
ইউ এস বাংলা এয়ারলাইন্স
ইউ এস বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ২ টি ফ্লাইট এবং সপ্তাহে ১৪ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা আসে।
ঢাকা টু কক্সবাজার | কক্সবাজার টু ঢাকা |
ফ্লাইট নংঃ BS141 টেক-অফ করার সময়ঃ সকাল ১০ঃ৪০ মিনিট ফ্লাইট নংঃ BS145 টেক-অফ করার সময়ঃ দুপুর ০২ঃ৪৫ মিনিট বিমান ভাড়াঃ
| ফ্লাইট নংঃ BS142 টেক-অফ করার সময়ঃ দুপুর ১২ঃ০৫ মিনিট ফ্লাইট নংঃ BS146 টেক-অফ করার সময়ঃ দুপুর ০৪ঃ১০ মিনিট বিমান ভাড়াঃ
|
নোটঃ উল্লেখ্য যে এসকল এয়ারলাইন্সগুলো তাদের সময় অনুসারে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে যেকোনো সময় বিমান ভাড়া পরিবর্তন করতে পারে।
নভোএয়ার
নভোএয়ার প্রতিদিন ৫ টি ফ্লাইট এবং সপ্তাহে ৩৫ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা আসে।
ঢাকা টু কক্সবাজার | কক্সবাজার টু ঢাকা |
ফ্লাইট নংঃ VQ931 টেক-অফ করার সময়ঃ সকাল ০৮ঃ৩০ মিনিট ফ্লাইট নংঃ VQ933 টেক-অফ করার সময়ঃ সকাল ০৯ঃ১৫ মিনিট ফ্লাইট নংঃ VQ935 টেক-অফ করার সময়ঃ সকাল ১১ঃ৪০ মিনিট ফ্লাইট নংঃ VQ937 টেক-অফ করার সময়ঃ দুপুর ০১ঃ৩০ মিনিট ফ্লাইট নংঃ VQ939 টেক-অফ করার সময়ঃ দুপুর ০৩ঃ০০ মিনিট বিমান ভাড়াঃ
| ফ্লাইট নংঃ VQ932 টেক-অফ করার সময়ঃ সকাল ১০ঃ০৫ মিনিট ফ্লাইট নংঃ VQ934 টেক-অফ করার সময়ঃ সকাল ১১ঃ৫০ মিনিট ফ্লাইট নংঃ VQ936 টেক-অফ করার সময়ঃ দুপুর ০১ঃ১৫ মিনিট ফ্লাইট নংঃ VQ938 টেক-অফ করার সময়ঃ দুপুর ০৩ঃ০৫ মিনিট ফ্লাইট নংঃ VQ940 টেক-অফ করার সময়ঃ দুপুর ০৪ঃ৩৫ মিনিট বিমান ভাড়াঃ
|
নোটঃ উল্লেখ্য যে এসকল এয়ারলাইন্সগুলো তাদের সময় অনুসারে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে যেকোনো সময় বিমান ভাড়া পরিবর্তন করতে পারে।
ঢাকা টু কক্সবাজার বিমান টিকেট কেনার উপায়
ঢাকা তো কক্সবাজার বিমানের ভাড়া এবং সময়সূচী জামালপুর টিকিট কেনার কথা ভাবছে। কিন্তু কীভাবে এই টিকিট কেনা যাবে বা টিকিট বুক করা যাবে? ঢাকা টু কক্সবাজার বিমান টিকেট কেনার উপায় হচ্ছে- আপনারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে পারেন অথবা এজেন্সিগুলোকে সরাসরি এসে টিকিটের মূল্য নির্ধারণ করে আপনার টিকিট বুক করে যেতে পারেন অথবা টিকিট কিনে নিতে পারেন।
কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ
ভ্রমণ করার উদ্দেশ্যে আপনারা যারা ঢাকা টু কক্সবাজার যাবেন তাদের জন্য আমরা নিম্নে কিছু কক্সবাজারের দর্শনীয় স্থান সমূহ উল্লেখ করে দিচ্ছি। যাতে করে আপনারা ঢাকা টু কক্সবাজার ভ্রমণ করতে পারেন খুব সহজেই এবং দর্শনীয় স্থান নির্বাচন করে নিতে পারেন।
আরো দেখুনঃ
কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ হচ্ছে-
- কক্সবাজার সমুদ্র সৈকত।
- মহেশখালী।
- সোনাদিয়া।
- কুতুবদিয়া।
- মাতারবাড়ি।
- সেন্টমার্টিন।
- ইনানী সমুদ্র সৈকত।
- হিমছড়ি।
- ছেড়া দ্বীপ।
- রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড।
- শাহপরীর দ্বীপ।
- রামু রাবার বাগান।
- ইনানী রয়েল রিসোর্ট।
- মাথিনের কূপ।
- মারমেইড বিচ রিসোর্ট।
- আদিনাথ মন্দির।
- শামলাপুর সমুদ্র সৈকত।
- ডুলাহাজারা সাফারি পার্ক।
- মেরিন ড্রাইভ রোড।
- রামু বৌদ্ধ বিহার।
- দরিয়া সাগর।
উপসংহারঃ আশা করছি আপনারা আমাদের এই আর্টিকেল থেকে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া জানতে পেরেছেন এর পাশাপাশি বিমান টেক অফ করার সময় ছুটি সম্পর্কে অবগত হতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া যেকোনো সময় ঊর্ধ্বগতি অথবা নিম্ন গতি হতে পারে। আপনারা যদি অন্য কোন স্থানের বিমান ভাড়া এবং এর সময়সূচী সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।