আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান ২০২৪
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী কোন দল বেশি শক্তিশালী? | Argentina vs Colombia Stats 2024
আপনারা যারা আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান জানতে চান আগে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কাতার বিশ্বকাপ ২০২২ ইতি মধ্যে শুরু হয়ে গেছে। এরই মধ্যে অনেক দলের বেশ কয়েকটি খেলা হয়ে গেছে। আর্জেন্টিনার ও একটি ম্যাচ খেলা হয়ে গেছে। আজ আমরা দেখে নেব আর্জেন্টিনার সাথে কলম্বিয়ার খেলা ম্যাচগুলোর ফলাফল। আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান জেনে নেওয়া যাক।
আরো দেখুন:
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ঐতিহাসিক ম্যাচ গুলো
ইতিহাসে আর্জেন্টিনা ও কলম্বিয়া অনেকবার একে অপরের মুখোমুখি হয়েছে। ১৯৪৫ সালের ৭ ই ফেব্রুয়ারি সর্ব প্রথম আর্জেন্টিনার কলম্বিয়ার মুখোমুখি হয়। সেই ম্যাচে আর্জেন্টিনা ৯-১ গোলে জয়লাভ করে। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এটাই ছিল সবচেয়ে বড় জয়।
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান লক্ষ করলে আপনারা দেখতে পাবেন দুই দলে বেশ ভালো খেলোয়াড় রয়েছে এবং সবাই একেক সময় একেক দলকে হারিয়ে দিয়ে নিজেের শ্রেষ্ঠ প্রমান করেছে। সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০১৯ সালে ১৫ ই সেপ্টেম্বর। এই ম্যাচেও আর্জেন্টিনা ২-০ গোলে জয়লাভ করে কলম্বিয়ার বিপক্ষে।
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে, আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যে মোট ৪২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে আর্জেন্টিনা ২৫ টি ম্যাচে জয়লাভ করে। দুই পক্ষই বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ খেলার ময়দানে। তবে ড্র করা ম্যাচগুলো ব্যতীত অন্য ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যায় যে, আর্জেন্টিনার জয়ী হওয়ার হার কলম্বিয়ার তুলনায় বেশি।
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যানন ২০২৪ | Argentina vs Colombia Statistics 2024
শুরু থেকে শেষ পর্যন্ত আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান নিচে উল্লেখ করা হলো। এখান থেকে আপনারা কোন দল কতটি গোল, কত তারিখে খেলা অনুষ্ঠিত হয় ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।
তবে যদি আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান থেকে এদের মোট হার-জিত এর পরিমাণ লক্ষ্য করা হয় তাহলে হিসাবটা দাঁড়ায় এরকম।
মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে- ৪২ টি। আর্জেন্টিনা ম্যাচ জিতেছে মোট- ২৫ টি। কলম্বিয়া ম্যাচ জিতেছে মোট- ৯ টি। ম্যাচ ড্র হয়েছে মোট- ৮ টি।
তারিখ/সময় | দল | গোল | বিজয়ী দল | প্রতিযোগী |
৭ ফেব্রুয়ারী, ১৯৪৫ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৯-১ | আর্জেন্টিনা | আমেরিকা কাপ |
১৮ ডিসেম্বর, ১৯৪৭ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৬-০ | আর্জেন্টিনা | আমেরিকা কাপ |
১৩ মার্চ, ১৯৫৭ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৮-২ | আর্জেন্টিনা | আমেরিকা কাপ |
১০ মার্চ, ১৯৬৩ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৪-২ | আর্জেন্টিনা | আমেরিকা কাপ |
২২ জুন, ১৯৭২ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৪-১ | আর্জেন্টিনা | স্বাধীনতা |
২৪ আগস্ট, ১৯৮৪ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-১ | কলম্বিয়া | আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ |
২ জুন, ১৯৮৫ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৩-১ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
১৬ জুন ১৯৮৫ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
২৪ নভেম্বর ১৯৮৬ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৩-১ | আর্জেন্টিনা | দক্ষিণ আমেরিকান গেমস |
৬ ডিসেম্বর ১৯৮৬ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ২-০ | আর্জেন্টিনা | দক্ষিণ আমেরিকান গেমস |
১১ই জুলাই ১৯৮৭ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-২ | কলম্বিয়া | আমেরিকা কাপ |
৯ মার্চ ১৯৮৯ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-০ | আর্জেন্টিনা | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
২১ জুলাই ১৯৯১ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ২-১ | আর্জেন্টিনা | আমেরিকা কাপ |
২৩ জুন ১৯৯৩ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-১ | ড্র | আমেরিকা কাপ |
১ জুলাই ১৯৯৩ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-০ | ড্র | আমেরিকা কাপ |
১৫ আগস্ট ১৯৯৩ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-২ | কলম্বিয়া | ফিফা বিশ্বকাপ |
৫ সেপ্টেম্বর ১৯৯৩ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-৫ | কলম্বিয়া | ফিফা বিশ্বকাপ |
১১ই অক্টোবর ১৯৯৫ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-০ | ড্র | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
১২ই ফেব্রুয়ারি ১৯৯৭ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
১৬ই নভেম্বর ১৯৯৭ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-১ | ড্র | ফিফা বিশ্বকাপ |
৪ জুলাই ১৯৯৯ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-৩ | কলম্বিয়া | আমেরিকা কাপ |
১৩ই অক্টোবর ১৯৯৯ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ২-১ | আর্জেন্টিনা | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
২৯ জুন, ২০০০ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৩-১ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
৩ জুন ২০০১ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৩-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
১৮ অক্টোবর ২০০৩ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-১ | ড্র | ফিফা বিশ্বকাপ |
২৭ জুন 2004 | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-২ | কলম্বিয়া | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
২০ জুলাই 2004 | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৩-০ | আর্জেন্টিনা | আমেরিকা কাপ |
৩০ মার্চ ২০০৫ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
২ জুলাই 2007 | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৪-২ | আর্জেন্টিনা | আমেরিকা কাপ |
২০ নভেম্বর ২০০৭ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ২-১ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
৬ জুন 2009 | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
৬ই জুলাই ২০১১ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-০ | ড্র | আমেরিকা কাপ |
১৫ ই নভেম্বর ২০১১ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ২-১ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
৭ জুন ২০১৩ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-০ | ড্র | ফিফা বিশ্বকাপ |
২৬ জুন ২০১৫ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-০ | ড্র | আমেরিকা কাপ |
১৭ই নভেম্বর ২০১৫ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
১৫ই নভেম্বর ২০১৬ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ৩-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
১১ই সেপ্টেম্বর ২০১৮ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-০ | ড্র | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
১৫ জুন ২০১৯ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ০-০ | ড্র | আমেরিকা কাপ |
৮ জুন ২০২১ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ২-২ | ড্র | ফিফা বিশ্বকাপ |
৬ জুলাই ২০২১ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-১ | ড্র | আমেরিকা কাপ |
১ ফেব্রুয়ারি ২০২২ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান অনুযায়ী কে বেশি শক্তিশালী?
একটি দল অপর একটি দলের সাথে ম্যাচ খেলার সময় অবশ্যই মাঠে নিজের সর্বস্ব-টুকু ঢেলে দেয়ার চেষ্টা করবে, তা আর বলার অবকাশ রাখে না। তবে কোনো একটি ম্যাচে হার-জিত তো থাকবেই। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বর্তমানে বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবল খেলোয়াড়। তাঁর আগে ছিলেন ডিয়াগো ম্যারাডোনা। তাদের বিপক্ষে অন্য কেউ ম্যাচ খেললে, হিংস্র হয়ে উঠবেন, নিজের দলকে জিতিয়ে দেয়ার জন্য প্রাণপণ খেলে যাবেন, এটাই স্বাভাবিক।
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান থেকে দেখা যায়, এই ম্যাচগুলো-তেও তেমন হয়েছে। হয়তো সামান্য একটুর ব্যবধানে আর্জেন্টিনা জিতে গেছে। কখনো বা কলম্বিয়া তাদের প্রবল শক্তি ব্যবহার করে জিতে নিয়েছে। আর কিছু কিছু ম্যাচে দুই দলই সমান তালে খেলে উভয়ের স্কোর বোর্ডে সমান গোলের সংখ্যা রেখে ম্যাচটি ড্র করে দিয়েছে। তাই নির্দিষ্ট করে বলা যায় না, আর্জেন্টিনা বেশি শক্তিশালী, নাকি কলম্বিয়া!
তবে যদি আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান থেকে এদের মোট হার-জিত এর পরিমাণ লক্ষ্য করা হয় তাহলে হিসাবটা দাঁড়ায় এরকম। মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে- ৪২ টি। আর্জেন্টিনা ম্যাচ জিতেছে মোট- ২৫ টি। কলম্বিয়া ম্যাচ জিতেছে মোট- ৯ টি। ম্যাচ ড্র হয়েছে মোট- ৮ টি।
আরো দেখুন: আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার ইতিহাস.
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া লাইভ ম্যাচ ২০২৪
২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট ৩২ টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং এদের মধ্যে মোট ৩২ টি দেশ অংশ নিয়েছে। তবে প্রতিটি দলের মতো আর্জেন্টিনা-র তিনটি করে ম্যাচ থাকলেও, আশ্চর্যজনক বিষয় হলো এবার কলম্বিয়ার কোনো ম্যাচ নেই বিশ্বকাপে।
বাছাই পর্বে থেকে ছিটকে যেতে হয়েছে কলম্বিয়া-কে। তবে আর্জেন্টিনা-র ম্যাচ রয়েছে। তাই এবার ফিফা বিশ্বকাপ ২০২২ এর কোন ম্যাচেই আর্জেন্টিনা ও কলম্বিয়া কে একত্রে দেখা যাবে না। ফিফা বিশ্বকাপ ২০২২ এ আর্জেন্টিনা দলটি সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড এই তিনটি দলের সাথে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করবে।
সর্বশেষ কথা: এই লেখায় আজ আমরা আলোচনা করেছি আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান সম্পর্কে। এখনা থেকে স্পষ্ট ভাবে আপনারা দেখতে পাবেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া একে অপরের মুখোমুখি কয়েকবার হয়েছে, কে কয়বার ম্যাচ জিতেছে। একই সাথে এ নিয়েও ধারণা পাবেন যে, এই দুই দল ম্যাচ খেলার সময় কোন দল সবচেয়ে বেশি সিরিয়াস থাকে।
এ ধরনের নতুন নতুন লেখা পেতে আমাদের সাইটটি অবশ্যই ভিজিট করবেন। আজ আমরা আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান নিয়ে আলোচনা করলাম। আবারো আসব নতুন কোনো লেখা নিয়ে। সাথেই থাকবেন। কোনো মতামত থাকলে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে।