অ্যাস্টন ভিলা কোন দেশের ক্লাব?
অ্যাস্টন ভিলা কোন দেশের ক্লাব? | অ্যাস্টন ভিলা ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Aston Villa Which Country Club?
ইংল্যান্ডের প্রাচীনতম ফুটবল ক্লাব গুলোর মধ্যে একটি হলো অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা-কে ইংলিশ ফুটবল লীগের প্রবর্তক বলা হয়। তাছাড়া কাতার বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার এমি মার্টিনেজ এই ক্লাবে খেলে। আজকের এই লেখায় আমরা শেয়ার করবো, অ্যাস্টন ভিলা কোন দেশের ক্লাব?
আরো দেখুনঃ সরাসরি ফুটবল খেলা দেখার সফটওয়্যার.
অ্যাস্টন ভিলা কোন দেশের ক্লাব?
মূলত অ্যাস্টন ভিলা ইংল্যান্ডের একটি জনপ্রিয় ক্লাব। এই ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকে। ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হলেন বিলি ওয়াকার। তাদের হোমগ্রাউন্ড হল ভিলা পার্ক যা ১৮৯৭ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
অ্যাস্টন ভিলা ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
বার্মিংহামে অবস্থিত, অ্যাস্টন ভিলা ১৮৭৪ সালে গির্জার সাথে যুক্ত চার ক্রিকেট খেলোয়াড় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই ক্লাবটি শহরের প্রতিদ্বন্দ্বী বার্মিংহাম সিটির প্রায় এক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল যা ১৯০৫ সাল পর্যন্ত স্মল হিথ অ্যালায়েন্স নামে পরিচিত ছিল সবার কাছে।
১৮৮৫ সালে, ক্লাবের সভাপতি, উইলিয়াম ম্যাকগ্রেগর, অনুরাগীদের খেলার প্রতি আগ্রহী দেখে সেই সময়ের অন্যান্য ১১টি নেতৃস্থানীয় ইংলিশ ক্লাবের সাথে একত্রে, ভিলা ১৮৮৮ সালে ফুটবল লীগ প্রতিষ্ঠা করে। জর্জ রামসে এর নেতৃত্বে তারা দ্রুত ভিক্টোরিয়ান যুগের সবচেয়ে প্রভাবশালী দল হিসেবে পরিচিতি পায়।
আরো দেখুনঃ
প্রথম বিভাগের পাঁচটি শিরোপা এবং তিনটি এফএ কাপ জয় করে ক্লাবটি। ২০০৬ সালে, ক্লাবের নতুন মালিক হয়, আমেরিকান বিনিয়োগকারী র্যান্ডি লার্নার। আবার ২০১৬ সালে ক্লাবের নতুন মালিক হন চীনা ব্যবসায়ী টনি জিয়া।