vlxxviet mms desi xnxx

ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান ২০২৪

0
Rate this post

ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান ২০২৪ | ব্রাজিল বনাম ইকুয়েডর কোন দল বেশি শক্তিশালী? | Brazil vs Ecuador Stats 2024

আপনাদের মধ্যে অনেকে ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান সম্পর্কে জানতে চান। তবে তার আগে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ৩২ টি দেশ অংশ নিয়েছে। এক একটি দেশের একেকটি দলের মোট ৩ বার করে খেলা আছে। আর একই সাথে, গ্রুপ পর্বের প্রথম দুইটি ম্যাচে ব্রাজিল জিতে গেছে সার্বিয়া ও সুইজারল্যান্ডের সাথে। অর্থাৎ তৃতীয় ম্যাচটি খেলার আগেই দ্বিতীয় রাউন্ডে ওঠার বিষয়টা নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। তাই আজ আমরা আলোচনা করব, ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান নিয়ে। চলো শুরু করা যাক-

আরো দেখুন:

ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান ২০২৪ | Brazil vs Ecuador Stats 2024

ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান এর দিক লক্ষ করলে, এই দুইটি দল একে অপরের সাথে বেশ কয়েকবার ম্যাচ খেলেছে।  ব্রাজিল ও ইকুয়েডর একত্রে যে ম্যাচগুলো খেলেছে তা বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত ছিল। এগুলোর মধ্যে আছে কোপা আমেরিকা, ফিফা ওয়ার্ল্ড কাপ, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এই তিনটি।

ভালোভাবে লক্ষ করলে দেখা যায় এই দুইটি দল সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে কোপা আমেরিকা উপলক্ষে। এরপর খেলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ এর জন্য। আর সর্বশেষ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এর জন্য। ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান থেকে এই দুইটি দলের খেলা ৩৫ টি ম্যাচ এর মধ্যে কোন জায়গায় কয়টি ম্যাচ খেলেছে তার তালিকা।

  • কোপা আমেরিকা – ১৫ টি ম্যাচ
  • ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি – ৮ টি ম্যাচ 
  • ফিফা ওয়ার্ল্ড কাপ – ১২ টি ম্যাচ
তারিখ/সময়দলগোলবিজয়ী দলপ্রতিযোগী
৩১ জানুয়ারি, ১৯৪২ব্রাজিল বনাম ইকুয়েডর ৫-১ব্রাজিলকোপা আমেরিকা 
২১ ফেব্রুয়ারী, ১৯৪৫ব্রাজিল বনাম ইকুয়েডর৯-২ব্রাজিলকোপা আমেরিকা
৩ এপ্রিল, ১৯৪৯ব্রাজিল বনাম ইকুয়েডর৯-১ব্রাজিলকোপা আমেরিকা
১২ মার্চ, ১৯৫৩ব্রাজিল বনাম ইকুয়েডর২-০ব্রাজিলকোপা আমেরিকা
২১মার্চ, ১৯৫৭ব্রাজিল বনাম ইকুয়েডর৭-১ব্রাজিলকোপা আমেরিকা
১৮ ডিসেম্বর, ১৯৫৯ব্রাজিল বনাম ইকুয়েডর৩-১ব্রাজিলকোপা আমেরিকা
২৭ ডিসেম্বর, ১৯৫৯ব্রাজিল বনাম ইকুয়েডর২-১ব্রাজিলইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি 
২৭ মার্চ, ১৯৬৩ব্রাজিল বনাম ইকুয়েডর২-২ড্রকোপা আমেরিকা 
১৪ ফেব্রুয়ারী, ১৯৮১ব্রাজিল বনাম ইকুয়েডর৬-০ব্রাজিলইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি 
১৭ আগস্ট, ১৯৮৩ব্রাজিল বনাম ইকুয়েডর১-০ব্রাজিলকোপা আমেরিকা
১ সেপ্টেম্বর, ১৯৮৩ব্রাজিল বনাম ইকুয়েডর৫-০ব্রাজিলকোপা আমেরিকা
২১জুন, ১৯৮৭ব্রাজিল বনাম ইকুয়েডর৪-১ব্রাজিলইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি 
১৫ মার্চ, ১৯৮৯ব্রাজিল বনাম ইকুয়েডর১-০ব্রাজিলইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি 
১৫ জুলাই, ১৯৯১ব্রাজিল বনাম ইকুয়েডর৩-২ব্রাজিলকোপা আমেরিকা
১৮ জুলাই, ১৯৯৩ব্রাজিল বনাম ইকুয়েডর০-০ড্রফিফা ওয়ার্ল্ড কাপ
২২ আগস্ট, ১৯৯৩ব্রাজিল বনাম ইকুয়েডর২-০ব্রাজিলফিফা ওয়ার্ল্ড কাপ
৭ জুলাই, ১৯৯৫ব্রাজিল বনাম ইকুয়েডর১-০ব্রাজিলকোপা আমেরিকা
১০ সেপ্টেম্বর, ১৯৯৭ব্রাজিল বনাম ইকুয়েডর৪-২ব্রাজিলইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি 
১৪ অক্টোবর, ১৯৯৮ব্রাজিল বনাম ইকুয়েডর৫-১ব্রাজিলইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি 
২৬ এপ্রিল, ২০০০ব্রাজিল বনাম ইকুয়েডর৩-২ব্রাজিলফিফা ওয়ার্ল্ড কাপ
২৮ মার্চ, ২০০১ব্রাজিল বনাম ইকুয়েডর০-১ইকুয়েডরফিফা ওয়ার্ল্ড কাপ
১০ সেপ্টেম্বর, ২০০৩ব্রাজিল বনাম ইকুয়েডর১-০ব্রাজিলফিফা ওয়ার্ল্ড কাপ
১৭ নভেম্বর, ২০০৪ব্রাজিল বনাম ইকুয়েডর০-১ইকুয়েডরফিফা ওয়ার্ল্ড কাপ
১০ অক্টোবর, ২০০৬ব্রাজিল বনাম ইকুয়েডর২-১ব্রাজিলইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি 
৪ জুলাই, ২০০৭ব্রাজিল বনাম ইকুয়েডর১-০ব্রাজিলকোপা আমেরিকা
১৭ অক্টোবর, ২০০৭ব্রাজিল বনাম ইকুয়েডর৫-০ব্রাজিলফিফা ওয়ার্ল্ড কাপ
২৯ মার্চ, ২০০৯ব্রাজিল বনাম ইকুয়েডর১-১ড্রফিফা ওয়ার্ল্ড কাপ
১৩ জুলাই, ২০১১ব্রাজিল বনাম ইকুয়েডর৪-২ব্রাজিলকোপা আমেরিকা
৯ সেপ্টেম্বর, ২০১৪ব্রাজিল বনাম ইকুয়েডর১-০ব্রাজিলইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি 
৪ জুন, ২০১৬ব্রাজিল বনাম ইকুয়েডর০-০ড্রকোপা আমেরিকা
১ সেপ্টেম্বর, ২০১৬ব্রাজিল বনাম ইকুয়েডর৩-০ব্রাজিলফিফা ওয়ার্ল্ড কাপ
৩১ আগস্ট, ২০১৭ব্রাজিল বনাম ইকুয়েডর২-০ব্রাজিলফিফা ওয়ার্ল্ড কাপ
৯ জুন, ২০২১ব্রাজিল বনাম ইকুয়েডর২-০ব্রাজিলফিফা ওয়ার্ল্ড কাপ
২৭ জুন, ২০২১ব্রাজিল বনাম ইকুয়েডর১-১ড্রকোপা আমেরিকা
২৭ জানুয়ারী, ২০২২ব্রাজিল বনাম ইকুয়েডর১-১ড্রফিফা ওয়ার্ল্ড কাপ

আরো দেখুন: আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে?

ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান থেকে জয়, হার ও ড্র এর তালিকা

ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান এর দিকে ভালো করে লক্ষ করলে দেখতে পাবেন যে, এই দুইটি দলের মধ্যে ব্রাজিলের জয়ের পরিমাণ অনেক বেশি। আর ইকুয়েডর মাত্র কয়েকটা ম্যাচ জিতেছে। আর ম্যাচ ড্র হওয়ার সংখ্যা-ও মোট ম্যাচের তুলনায় খুব একটা বেশি নয়। 

ব্রাজিল ও ইকুয়েডর এই দুইটি দল একসাথে ম্যাচ খেলেছে মোট ৩৫ টি। ব্রাজিল ম্যাচ জিতেছে ২৭ টি।  অপরদিকে ইকুয়েডর ম্যাচ জিততে পেরেছে মাত্র ২ টি। মোট ম্যাচ ড্র হয়েছে ৬ টি। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় জয় ছিল ৩ এপ্রিল, ১৯৪৯ সালে। সেবার ইকুয়েডরকে ৯-১ গোলে হারিয়ে দেয় ব্রাজিল। আর এটাই ছিল ইতিহাসে ইকুয়েডর এর বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় জয়। এই ম্যাচটির আয়োজক ছিল কোপা আমেরিকা। 

ব্রাজিল বনাম ইকুয়েডর কোন দল বেশি শক্তিশালী?

ব্রাজিল ও ইকুয়েডর এর ম্যাচগুলোর দিকে তাকালে ব্রাজিলের ম্যাচ জিতে যাওয়ার হার তুলনামূলক অনক বেশি।  যেহেতু, ৩৫ টি ম্যাচের মধ্যে ইকুয়েডর ম্যাচ জিতেছে ২ টি ও ব্রাজিল ম্যাচ জিতেছে ২৭ টি, সে হিসেবে ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলে ইকুয়েডরের তুলনায় প্রায় ১৩ গুণ বেশি ম্যাচে জয়ী হয়েছে। যে সংখ্যাটা অনেক বেশি। আর ইকুয়েডর ম্যাচ খেলে মাত্র ২ টি তে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে।

ইকুয়েডরের গোল সংখ্যা-ও ব্রাজিলের গোল সংখ্যার তুলনায় কম। আর অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই এর কথা বলতে গেলে ব্রাজিল ও ইকুয়েডর মোট ৬ বার সমান তালে একই রকম খেলে ম্যাচগুলো ড্র করে দিয়েছে। ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান থেকে এটাও লক্ষ করা যায়, ব্রাজিল ও ইকুয়েডর একে অপরের বিপক্ষে ম্যাচ খেলে যতগুলো ম্যাচ ড্র করেছে, তার মধ্যে সবগুলোই ১-১ ও ০-০ গোলে।

মোট ৬ টি ম্যাচে ব্রাজিল ও ইকুয়েডর সমান সংখ্যক গোল করে, একে অপরের মুখোমুখি সমান স্কোর নিয়ে দাঁড়িয়েছে। তো, এসব হিসাব যদি ভালো করে মিলিয়ে দেখি তাহলে লক্ষ করা যায় ইকুয়েডরের তুলনায় ব্রাজিল অনেকটাই এগিয়ে। তাই বলা যায়, এই দুই দলের মধ্যে ব্রাজিল অনেকটা শক্তিশালী-ও বটে। আর সম্প্রতি সময়ের ফিফা র্র‍্যাঙ্কিং এর দিকে দৃষ্টিপাত করলে দেখা যায়, সেখানে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল।

ব্রাজিল বনাম ইকুয়েডর লাইভ ম্যাচ ২০২৪

এবার ব্রাজিল ও ইকুয়েডর ২ টি দলই খেলছে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এ। তবে ব্রাজিল ও ইকুয়েডর দুইটি ভিন্ন গ্রুপে। তাই, ব্রাজিল ও ইকুয়েডর এবার ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে না। তবে ইকুয়েডর যদি সেকেন্ড রাউন্ডে উঠে যায়, তবে ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচ হতেও পারে। আর ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান এ আরেকটি ম্যাচ বাড়তে পারে।

সর্বশেষ কথা: তো পাঠক, আশা করি এই লেখা থেকে আপনারা ভালো করে ব্রাজিল বনাম ইকুয়েডর পরিসংখ্যান সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়া, অন্য কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর লেখাটি ভালো লাগলে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন। তাছাড়া সকল আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex