ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ 2024
ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ 2024 | টিভিতে কী ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ দেখা যাবে?
প্রিয় পাঠক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ফুটবল প্রেমী, তারা নিশ্চয়ই জানেন যে, কাতার বিশ্বকাপের পর এখন পর্যন্ত সকলের প্রিয় দল ব্রাজিল অন্য কোনো বিশেষ ম্যাচ খেলার জন্য মাঠে নামেনি। তবে, এবার ব্রাজিল, ২০২৪ সালে সবার আগে তাদের ম্যাচটি খেলতে চলেছে, কাতার বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে ৪র্থ হওয়া দল মরক্কোর সাথে।
আরো দেখুনঃ আজকের ফুটবল খেলা কোন চ্যানেলে দেখাবে?
যদিও, ব্রাজিলের সাথে মরক্কো কাতার বিশ্বকাপ ২০২২ এ মুখোমুখি হয়নি। তবে, এবার ২৬শে মার্চ তাদের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। কোথায় দেখবেন, ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ? এ নিয়ে অনেকেই হয়তোবা ভাবনায় পড়েছেন।
আবার, অনেকেি জানতে চেয়েছেন Brazil Vs Morocco Live Football Match কোথায় আর কবে, কোন সময়ে অনুষ্ঠিত হবে? বাংলাদেশে এবল ভারতে কোন সময়ে এই ম্যাচটি সরাসরি দেখা যাবে? তবে, কোনো চিন্তার কারণ নেই। কারণ, আজকের এই লেখা থেকে আপনারা জানতে পারবেন, ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ সম্পর্কে বিস্তারিত।
ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ (Brazil Vs Morocco Live Football Match)
ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় দল ব্রাজিলের একটি ম্যাচ দেখার জন্য বেশ কদিন ধরেই অপেক্ষা করছিলেন। ব্রাজিল কাতার বিশ্বকাপে আশানুরূপ কোনো ভালো ফল করতে পারেনি। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে তারা। আবার, মরক্কো কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সাথে জিতে সেমিফাইনাল পর্যন্ত গেলেও, সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায়। এবং ৪র্থ হয়। আজ এই ২ টি দল মুখোমুখি হবে। তাই, সজল ফুটবল প্রেমীরা মুখিয়ে আছে এই জমজমাট ম্যাচটি দেখার জন্য।
ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচে কারা ভালো করতে পারবে?
আজকের এই ম্যাচটি কিন্তু বেশ জমজমাট হতে চলেছে। কারণ একদিকে আছে আফ্রিকা মহাদেশের দল মরক্কো। এই দলে আছেন বিশ্ববিখয়াত ফুটবল তারকা আশরাফ হাকিমও, হাকিম জিয়েশ। এবং অন্যদিকে আছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, যে দলে আছে সবার প্রিয় তারকা নেইমার জুনিয়র, কাকা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
তাই নিশ্চিত করে বলা যায় না, কোন দল বেশি ভালো করতে পারে। আন্তর্জাতিক ফ্রেন্ডলি (International Friendly) এই ম্যাচে মরক্কো আর ব্রাজিল, ‘২০২৪ সালে’ প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে।
কখন সরাসরি সম্প্রচার করা হবে ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ?
বাংলাদেশ এবং ভারত থেকে অনেক ফুটবল প্রেমীরাই জানতে চেয়েছেন, কখন অনুষ্ঠিত হবে ব্রাজিল আর মরক্কোর এই হাড্ডাহাড্ডি লাড়াইয়ের ম্যাচটি। ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচটি বাংলাদেশের সময় ২৬ শে মার্চ, সকালবেলা ভোর ৪ টার সময় সম্প্রচারিত হবে। অন্যদিকে, আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তবে ম্যাচটি আপনি একই দিনে সকাল ৩ টা ৩০ মিনিটের সময় দেখতে পারবেন। কারণ, ভৌগোলিক অবস্থানের জন্য ভারতের সময় আধঘন্টা পেছানো।
টিভিতে কী ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ দেখা যাবে?
না, টিভিতে, এই ম্যাচ দেখা যাবে না। কারণ ব্রাজিল এবং মরক্কো দুটি ভিন্ন মহাদেশের দেশ এবং এদের সাথে এশিয়ার কেনো সম্পর্ক নেই। তাই, এটি এই মহাদেশের কোনো অফিশিয়াল ম্যাচ নয়। এজন্য, এশিয়া মহাদেশের কোনো টিভি চ্যানেলেই এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। আর ম্যাচটি সরাসরি দেখতে হলে, মোবাইলের সাহায্যেই দেখে নিতে হবে।
তবে, ভারতীয় কিছু স্পোর্টস চ্যানেল যেমন- স্টার স্পোর্টস, সনি টেন এসব চ্যানেলে সরাসরি লাইভ ম্যাচটি দেখাতে-ও পারে। যদিও এটা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।
অ্যান্ড্রয়েডের কোন কোন মাধ্যামে দেখা যাবে লাইভ ম্যাচ?
নিচের এই অ্যাপগুলোতে ব্রাজিল আর মরক্কোর অনুষ্ঠিত হওয়া লাইভ ম্যাচটি দেখা যেতে পারে।
- FuboTV
- Toffee
- Bioscope
এই অ্যাপ্লিকেশন গুলোতেও চাইলে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটি সরাসরি দেখা যাবে।
কোথায় দেখবেন ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ?
এই International Friendly ম্যাচটি অনুষ্ঠিত হবে মরক্কোর গ্র্যান্ড স্টেড দি ট্যানগার স্টেডিয়ামে। সেখানে প্রচুর দর্শকের উপস্থিতিতে মুখরিত থাকবে এই ম্যাচ। ম্যাচটি সরাসরি দেখে চাইলে নিচের দেয়া লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন।
এতে সহজেই আপনি সরাসরি এই প্রীতি ম্যাচটি উপভোগ করতে পারবেন। যদি, আপনি একজন ফুটবল প্রেমী হয়ে থাকেন, তাহলে অবশ্যই উপরে উল্লেখ করা যেকোনো মাধ্যম থেকে ম্যাচটি দেখতে পারেন।
আরো দেখুনঃ ব্রাজিল বনাম মরক্কো পরিসংখ্যান 2024
আজকে কে ব্রাজিলের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন?
ব্রাজিল দলের সুপরিচিত ফুটবল তারকা কাসেমিরো ব্রাজিলের অধিনায়ক হিসেবে থাকবেন আজ।
সবশেষে: আশা করি, আমাদের আজকের এই লেখা থেকে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন, ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ সম্পর্কে। ম্যাচটি কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে, ব্রাজিল দলের অধিনায়ক কে, কেথায় এই ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন, এসব সম্পর্কে আজ আমরা এই লেখাতে ধারণা দিয়েছি। এরকম আরো নতুন নতুন লেখা পেতে অবশ্যই আমাদের ব্লগ সাইট ফলো করবেন। আর এই লেখা নিয়ে কোনো মন্তব্য থাকলে, তা জানিয়ে দিন কমেন্ট বক্সে।