vlxxviet mms desi xnxx

জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি

0
1/5 - (1 vote)

১০ টি এন্টিভাইরাসের নাম | মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার | জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি ২০২৪

আপনি কি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের জন্য ভালো কোন এন্টিভাইরাস খুঁজছেন ? জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি তা সম্পর্কে জানতে চান ?

সময়ের সাথে সাথে মানুষ অভ্যস্ত হয়ে পড়ছে প্রযুক্তির উপর। প্রযুক্তির নিত্যনতুন ছোঁয়ায় এখন মানুষ রাঙিয়ে তুলেছে তার দৈনন্দিন জীবন। প্রযুক্তি কখনো মানুষকে আপন করে কিংবা কখনো মানুষকে বেশ কাছে টেনে নিয়েছে। প্রযুক্তির নিত্য ব্যবহারের সহজ হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনধারা। আমাদের জীবনের তাই প্রতিটি ক্ষেত্রে হয়ে উঠেছে প্রযুক্তির ব্যবহার। জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি জানতে হলে চোখ রাখুন।

আমরা যখন কোন কাজ করতে যাই একপর্যায়ে বেশ ক্লান্ত হয়ে উঠি। প্রযুক্তি ঠিক তেমনি। আমরা যখন প্রযুক্রির বিভিন্ন গ্যাজেট যেমন মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি ব্যবহার করে থাকি তখন একসময় তার ক্ষমতা কমে আসে বিভিন্ন ধরণের ভাইরাসের আক্রমণে। ভাইরাসে কম্পিউটার কিংবা ল্যাপটপের মধ্যে আপনার তথ্যসমূহ মুছে দিয়ে আপনার ডিভাইসের কার্যক্ষমতা কমিয়ে দেয়। বিস্তারিত জানুন জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি  সে সম্পর্কে।

আরো দেখুনঃ ভিডিও এডিটিং সফটওয়্যার

বিভিন্ন ইলেক্ট্রনিক গ্যাজেটে হঠাৎ ভাইরাসের আক্রমণ গ্যাজেট এর সব ডাটা সহজে মুছে দিতে সক্ষম হয়ে থাকে। ভাইরাসের আক্রমণে গ্যাজেটের গতির পাশাপাশি আপনার ডিভাইস অকেজো করে দিতে পারে। তাই ডিভাইসে ভাইরাসের আক্রমণ প্রতিরোধে কোন ধরণের সঠিক সমাধান খুঁজে থাকে সবাই। সেই একটি সমাধান হলো এন্টিভাইরাস। আরো জানুন জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি সেই সম্পর্কে।

এন্টিভাইরাস কি?

যখনি কথা আসে ভাইরাস প্রতিরোধের তখন সবার আগে যে নামটি আসে তা হল এন্টিভাইরাস। আমরা যখন কোন ধরণের সমস্যায় পরে থাকি তখন আমরা নানা ধরণের সমাধান খুঁজে থাকি। তেমনি কম্পিউটারে ভাইরাস আক্রমণ প্রতিরোধ করার ক্ষেত্রে এক ধরণের প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে যা আমাদের কম্পিউটারের হার্ডডিস্ককে সুরক্ষিত করে রাখবে এবং নানান ধরণের ভাইরাসের আক্রমণ থেকে আমাদের কম্পিউটারকে সুরক্ষা করে থাকে। জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি জানতে হলে সাথেই থাকুন।

এন্টিভাইরাস সফটওয়্যার এর নাম | ১০ টি এন্টিভাইরাসের নাম

কম্পিউটার কিংবা মোবাইল ফোন এ সবসময় ভাইরাস এট্যাকের রিস্ক থেকেই যায়। তাই আপনি যে ব্যক্তি হউক না কেন ভাইরাস আপনাকে পিসিতে কিংবা মোবাইল এ আক্রমণ করবেই। তাই নিজের ব্যবহার করা কম্পিউটার কিংবা মোবাইল ফোনকে সুরক্ষিত রাখতে প্রয়োজন হল এন্টিভাইরাস। চলুন জেনে আসি কিছু গুরুত্বপূর্ণ এন্টিভাইরাস সফটওয়্যার এর নাম সম্পর্কে-

  • ক্যাসপারস্কি এন্টিভাইরাস।

  •  নর্টন সিকিউরিটি।

  • মাইক্রোসফট এসেনশিয়াল।

  • এভাস্ট এন্টিভাইরাস।

  • এভিরা।

  • পান্ডা

জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি

যখন ভাইরাসের প্রশ্ন আসে তখন সবার আগে যে নামটি আসে তা হল এন্টিভাইরাস সফটওয়্যার এর নাম।চলুন জেনে নেই জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি তার নামসমূহ এর নাম সম্পর্কে-

Avast free antivirus:

জনপ্রিয়তার বিচারে যে নামটি সবার আগে আসে সেই সফটওয়্যারটির নাম হলো Avast free antivirus সফটওয়্যার ।১৯৯৫ সালে আভাস্ট কোম্পানির মাধ্যমে যাত্রা শুরু হয় Avast free antivirus এর। বিশ্বের প্রায় লক্ষ্যাধিক মানুষ ব্যবহার করে থাকে এই সফটওয়্যারটিকে।

এন্টিভাইরাস সফটওয়্যার এর নাম

চলুন জেনে নেই এই এন্টিভাইরাসটির গুরুত্বপূর্ণ কিছু ফিচার সম্পর্কে-

  • ভাইরাস ও ম্যালওয়্যার প্রটেকশান।

  • ওয়াইফাই সিকিউরিটি স্ক্যান।

  • পাসওয়ার্ড স্টোরেজ ভোল্ট।

  • অটোমেটিক গেমিং মোড।

  • ইউজার ইন্টারফেস।

২০১৬ সালের দিকে আভাস্ট কোম্পানি থেকে আভাস্ট এভিজি টেকনোলজি কিনে নেয় জনপ্রিয় এই এন্টিভাইরাস সফটওয়্যারটিকে।তাই পূর্বের তুলনায় অনেক বেশি আধুনিক হয়েছে এই সফটওয়্যারটি।

Bitdefebder Free Antivirus:

লাইটওয়েন্ট এন্টিভাইরাস সফটওয়্যার হিসেবে বেশ জনপ্রিয় হল এই সফটওয়্যারটি।তাই আভাস্ট এর পরই জনপ্রিয় এন্টিভাইরাসের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এটি।

এন্টিভাইরাস কোনটি ভালো 

চলুন জেনে নেই এর জনপ্রিয় ফিচার সম্পর্কে 

  • পিসির জায়গা এবং রিসোর্স খুব কম প্রয়োজন হয়ে থাকে।

  • বেসিক এন্টিভাইরাস প্রশিক্ষণ। 

  • সিকিউরিটি ব্রাউজার।

  • ফ্রি এড অন সফটওয়্যার। 

  • একটি লিমিটেড পাসওয়ার্ড ম্যানেজার। 

kaspersky security cloud:

পেইড সংস্করণে অন্যতম একটি সেরা এন্টি ভাইরাস হল এই এন্টিভাইরাসটি।এই এন্টিভাইরাসটির ফ্রি এবং পেইড দুই ধরণের অপশন রয়েছেন। আপনি আপনার সুবিধামতো ব্যবহার করতে পারেন এই এন্টিভাইরাসটিকে।

এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড

চলুন জেনে নেই এর ফিচার সম্পর্কে-

  • বেসিক প্রটেকশন। 

  • রিয়েল টাইম স্ক্যানিং

  • স্পাইওয়্যার প্রটেকশন। 

  • এন্টি ফিশিং।

  • ইমেইল স্ক্যানিং।

  • ইউজার ইন্টারফেস বেশ সহজ। 

Avg free antivirus:

এটি একটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার। আপনি চাইলে খুব সহজে আপনার পিসি কিংবা মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটিকে।

চলুন জেনে নেই এর গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে –

  • ভাইরাস,স্পাইওয়ার,র‍্যানসমওয়্যারসহ নানা ধরণের ম্যালওয়্যার থেকে সহযে প্রটেকশন পাওয়া যায়।

  • অসুরক্ষিত লিংক,ডাউনলোড স্ক্যান করা যাবে।

  • পিসি স্লো করবেনা।

  • কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা।

Avira free antivirus:

ব্যবহারের দিক থেকে অন্যতম এন্টিভাইরাস সফটওয়্যার হল এটি।তাই যেকোনো কম্পিউটার কিংবা ল্যাপটপ এ সহজে ব্যবহারযোগ্য হল এটি।

চলুন জেনে নেই এর গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে 

  • ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি। 

  • বিভিন্ন ভাইরাস ও ম্যালওয়্যার থেকে নিরাপত্তা প্রদান।

  • পিসি পারফরম্যান্স এ ইম্প্যাক্ট ফেলে।

এন্টিভাইরাস কোনটি ভালো 

আমরা যখন কোন ধরণের সমস্যায় পরে থাকি তখন সমাধান পাওয়ার জন্য হণ্যে হয়ে ঘুরে থাকি। সমস্যা যেখানে রয়েছে, সমাধান ঠিক সেখানেই রয়েছে। আমরা কম্পিউটারকে ভাইরাসমুক্ত করে রাখতে চাই তখন আমাদের প্রয়োজন হবে এন্টিভাইরাস সফটওয়্যারের। এন্টিভাইরাসটি কোনটি ভালো হবে তা নিয়ে বাজারে অনেক ধরণের বিতর্ক শোনা যায়। তবে এন্টিভাইরাস কোনটা ভালো হবে তা জানতে চাইলে আপনাকে কিছু জিনিস যাচাই করে নিজের কম্পিউটার কিংবা ল্যাপটপের জন্য নির্ধারণ করতে হবে এন্টিভাইরাস।

আরো দেখুনঃ কম্পিউটারের গতি বৃদ্ধি করার উপায়.

একটি ল্যাপ্টপ কিংবা কম্পিউটারের জন্য কোন সফটওয়্যারটি ভালো তা যাচাই করতে চাইলে আপনাকে আগে নিম্নের গুণগুলো যাচাই করে নিতে হবে। তা হল_

  • যখন কোন ক্রেতা সফটওয়্যার কিনতে চায় তখন তার মাথায় থাকে যে এন্টিভাইরাস ব্যবহার করার ফলে তার পিসির স্টোরেজ বেশি হয়ে যাবে কিনা? 

  • এন্টিভাইরাসের ব্যবহারে তার পিসি স্লো হয়ে যাবে কিনা?

  • স্ক্যান করতে কত সময় লাগে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কোন এন্টিভাইরাস সেরা?

এমন অনেক বেশ খানেক প্রশ্ন একজন ক্রেতার মনে ঘুরপাড় খেতে থাকে। উপরের বিষয়সমূহ ব্যবহার করে এন্টিভাইরাস কোনটা ভালো তার তালিকা দেওয়া হল:

  • Smadav free antivirus. 

  • Avast antivirus. 

  • Avira free antivirus software. 

  • Avg free antivirus. 

  • Bitdefender antivirus software. 

  • kaspersky antivirus software.

এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড

প্রায় প্রত্যেকটি কম্পিউটার ব্যবহারকারীর প্রয়োজন হয়ে থাকে এন্টিভাইরাস সফটওয়্যারটির। কিন্তু অনেকে জানেন না যে,কিভাবে  তারা ডাউনলোড করবেন তাদের পছন্দের এন্টি ভাইরাস সফটওয়্যারটি। অনেকে বিভিন্ন দোকানের শরণাপন্ন হয়ে থাকেন এন্টিভাইরাস সফটওয়্যার এর জন্য। আজ আমি দেখাবো এমন কিছু সফটওয়্যার যার মাধ্যমে আপনি ঘরে বসেই ডাউনলোড করে ফেলতে পারেন নিজের পছন্দের এন্টিভাইরাস সফ্টওয়্যারটি। 

মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার

ভাইরাস শুধুমাত্র কম্পিউটার কিংবা ল্যাপটপে আক্রমণ করে তা কিন্তু নিতান্তই ভুল ধারণা। সামান্য অসতর্ক হয়ে গেলে মোবাইল ফোনেও আক্রমণ করতে পারে ভাইরাস। মোবাইল ফোনকে ভাইরাস মুক্ত রাখতে হলে প্রয়োজন হবে কিন্তু মোবাইল ফোন উপযোগী এন্টিভাইরাস সফটওয়্যার। চলুন জেনে আসি মোবাইলের জন্য প্রচলিত কিছু এন্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে।

Avg antivirus 2018 for android security:

ল্যাপটপ কিংবা কম্পিউটারকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি এই সফটওয়্যারটি সুরক্ষা দিয়ে থাকে আমাদের ব্যবহৃত মোবাইল ফোনটিকে।

মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার

জেনে নেই এর কিছু ফিচার সম্পর্কে:

  • সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করতে পারবেন। 

  • real time scan এর মাধ্যমে ভাইরাস খুঁজে বের করতে হবে। 

  • রয়েছে power saver option সুবিধা।

  • রয়েছে dual engine antivirus option সুবিধা। 

Avast Mobile Security 2018:

মোবাইলকে ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করতে চাইলে আপনি ব্যবস্থার করতে পারেন এই সফটওয়্যারটি। সারা পৃথিবীব্যাপী বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার হল এটি।

এন্টিভাইরাস কি ?

  • ভাইরাস সার্চের মাধ্যমে ভাইরাস খুঁজে বের করার সুবিধা। 

  • অন্যান্য ডিভাইসে শেয়ারিং এর ক্ষেত্রে ভাইরাস আগমন প্রতিহত করে থাকে। 

  • বিভিন্ন ওয়েবসাইটের ভাইরাস থেকে প্রতিহত করে। 

  • মোবাইলে গতিকে বৃদ্ধি করে থাকে। 

Avast antivirus:

মোবাইলে যদি ১০০ ভাগ ভাইরাস মুক্ত রাখতে চান তাহলে ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটি। চলুন জেনে নেই এই সফটওয়্যারটি সুবিধার কথা:

  • যেকোনো ধরণের ম্যালওয়ার থেকে মোবাইল ফোনকে সুরক্ষা প্রদান করে থাকে।

  • ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করে।

  • যেকোনো ধরণের পার্সোনাল ইনফরমেশন চুরি হওয়া প্রতিরোধ করে থাকে।

  • ইন্টারনেট থেকে আগত যেকোনো ভাইরাস সহজে প্রতিরোধ করে থাকে।

  • মোবাইলকে  ফাস্ট করে তুলতে সাহায্য করবে।

জানতে হলে চোখ রাখুন জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি।

উপসংহারঃ সময়ের সাথে প্রযুক্তির উৎকর্ষতার সাথে আমাদের দৈনন্দিন জীবন হয়ে উঠেছে বেশ সহজ।আমরা সহজে তাই আমাদের দৈনন্দিন ব্যবহৃত মোবাইল ফোন কিংবা কম্পিউটারকে  সহজে ভাইরাসের আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারি আলোচিত পন্থার আলোকে।আশা করি আজকের আলোচনার মাধ্যমে জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি সেই সম্পর্কে ধারণা পেয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex