কানাডা বনাম মরক্কো লাইভ ম্যাচ 2022 | মরক্কো বনাম কানাডা লাইভ ম্যাচ
কানাডা বনাম মরক্কো লাইভ ম্যাচ 2022 | মরক্কো বনাম কানাডা লাইভ ম্যাচ ফেসবুকে দেখার উপায় | Canada vs Morocco Live Match 2022
কাতারের দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপ ২০২২ এ মরক্কোর শুরুটা হয়েছে স্বপ্নের মতো। প্রথম ম্যাচে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া কে রুখে দেয়ার পরের ম্যাচে র্যাংকিং এ দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। ফলে মরক্কো স্বাভাবিকভাবেই এখন টেবিল টপার। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে লিড নিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত ৪-১ গোলে বিধ্বস্ত হয় কানাডা ফলে এখন রীতিমতো টেবিলের তলানিতে তারা। সুতরাং শেষ ম্যাচ টা তারা জয়ের জন্য মুখিয়ে থাকবে অন্তত। কানাডা বনাম ক্রোয়েশিয়ার সব ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিসংখ্যান নিয়ে আমরা এখন কথা বলবো।
আরো দেখুন:
কানাডা বনাম মরক্কো লাইভ ম্যাচ সময়সূচি
কানাডা বনাম মরক্কোর ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১ ডিসেম্বর রাত ৯ টাই। কাতারের আল থুমামা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
কানাডা বনাম মরক্কো লাইভ ম্যাচ পরিসংখ্যান
কানাডা ও মরক্কো একে অপরের বিপক্ষে তিন বার মুখোমুখি হলেও দুইবারই ৩-২ ও ৪-০ ব্যাবধানে জয় পেয়েছে মরক্কো। অপর ম্যাচটা ড্র হয়েছে। সুতরাং মানসিক ভাবে কানাডা কিছুটা পিছিয়ে থাকতেই পারে।
কানাডা বনাম মরক্কো লাইভ ম্যাচ দেখার উপায়
কানাডা বনাম মরক্কো ম্যাচ টিভিতে বাংলাদেশে টি-স্পোর্টস ও জি টিভি তে সরাসরি দেখা যাবে। তাছাড়া অনলাইনে পেইড মাধ্যমের রয়েছে Rabbithole, Binge,Toffee, Bioscope এর মতো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে নির্দিষ্ট সময় বা টুর্নামেন্টের জন্য নির্দিষ্ট অর্থ দিয়ে সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়৷
তাছাড়া ওয়াইফাই ব্যবহারকারীদের লাইভ স্ট্রিমের ক্ষেত্রে আরও কিছু ওয়েবসাইট আছে যেমন Beinmatch.com ও Yallashoot.com অন্যতম। আরও কিছু অনলাইন অ্যাপ আছে যেগুলো প্লে-স্টোরে ও গুগল থেকে সরাসরি ডাউনলোড করা যায়। কানাডা বনাম মরক্কো ফ্রি লাইভ ম্যাচ দেখার জন্য অ্যাপগুলো হলো :
আপনি এখানে প্রতিটি খেলার লাইভ সহ মরক্কো বনাম কানাডা লাইভ ম্যাচ খেলার আগে সব ধরনের ধারণা বিস্তারিত বিষয় থাকবে।
এখানে দেখুন: কাতার বিশ্বকাপ লাইভ ম্যাচ 2022
- Dora TV
- Live NetTV Apk
- Durbin TV
- HD Streamz
- Yacine TV
- koora Live Tv
- Stream IndiaTv
- Oreo Tv
- Thop TV pro
- Ten Spots Live Tv
- Aos TV
- BDiX Livr Tv
- Redbox TV
- Kingobd Sports
তাছাড়া বিশ্বব্যাপী দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ গুলো তে TYC, TV Globo, Red Uno, ভারতীয় উপমহাদেশে Viacom.com, পাকিস্তানে Ary Digital Network, ইউরোপে Fox, Sky Sports ইত্যাদি। অস্ট্রেলিয়ায় SBS এ ম্যাচ দেখাবে সরাসরি। আর্জেন্টিনায় TVP ও TYC স্পোর্টস ম্যাচ দেখাবে এবং মেক্সিকোতে Sky, Televisia ও TV Azteka ম্যাচ দেখাবে সরাসরি। ব্রাজিলে TV Globo ও Casimiro তে এবং সুইজারল্যান্ডে SRG SSR এ ম্যাচ সরাসরি দেখা যাবে। পর্তুগালে RTP,SIC,Sports TV & TVI চ্যানেলে ও Antel, Canal, Telecode ও Tyc Sports এ দেখা যাবে এই ম্যাচ সরাসরি। Tememazonas ইকুয়েডরে এবং RTS সেনেগালে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। কানাডায় Bell Media ও মরক্কো তে SNRT বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখায়।
কানাডা বনাম মরক্কো লাইভ ম্যাচ ফেসবুকে দেখার উপায়
ফেসবুকের মাধ্যমেও ফিফা বিশ্বকাপ ২০২২ এর লাইভ ম্যাচ স্ট্রিমিং দেখা যাবে। ফেসবুক আইডিতে ঢুকে সার্চ অপশনে গিয়ে ফিফা বিশ্বকাপ ২০২২ এর লাইভ ম্যাচ লিখে সার্চ করলে বেশ কিছু পেইজ এবং গ্রুপে লাইভ স্ট্রিমিং করার সুযোগ থাকছে।
তাছাড়া Sofascore, Footmob, Aiscore, Espn, Livescore এর মতো ওয়েবসাইট গুলোতে ম্যাচের লাইভ স্কোর এবং পরিসংখ্যান দেখা যায়।
কানাডা বনাম মরক্কো লাইভ ম্যাচের শেষকথা
মরক্কো এবং কানাডা এবারের বিশ্বকাপ বিবেচনায় একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ র্যাংকিং এবার বিশ্বকাপের ফল নির্ধারণ করছে না। মরক্কো জিতে নেক্সট রাউন্ড নিশ্চিত করতে চাইলেও কানাডা তাদের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত।