ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ 2022 | পোল্যান্ড বনাম ফ্রান্স লাইভ ম্যাচ
ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ পূর্ব আলোচনা | ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ ফেসবুকে দেখার উপায় | France vs Poland Live Match 2022
গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ আসর টা শুরু হয়েছিল খারাপ ইনজুরির খারাপ সংবাদে জর্জরিত হয়ে৷ ফলে স্বাভাবিকভাবেই শংকা জেগেছিল বিশ্বকাপের পুরোনো কুসংস্কার ; আগের বারের চ্যাম্পিয়ন পরের বার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায়, এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে। কিন্তু দিদিয়ার দেশমের দল সব কিছু উড়িয়ে দিয়েছে নিজেদের পার্ফরমেন্স দিয়ে। এমবাপ্পে, গ্রিজমান, ডেম্বেলেদের তোপে অস্ট্রেলিয়া কে উঁড়িয়ে ও ডেনমার্ক কে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও শেষ ম্যাচে দ্বিতীয় সারির ফ্রান্স হেরে বসে তিউনিসিয়ার বিপক্ষে।
কিন্তু তবুও গ্রুপ চ্যাম্পিয়ন হয় ফরাসিরা। অপরদিকে মেক্সিকোর বিপক্ষে ড্র দিয়ে শুরু করে সৌদির বিপক্ষে জয় ও আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের পর ও সি গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোল নিশ্চিত করে সেজনি,লেওয়ান্দোস্কি’রা।
আরো দেখুন: ফ্রান্সের খেলা কোন চ্যানেলে দেখাবে?
ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ সময়সূচি
কাতারের থুমামা শহরের আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টাই অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বরের এই মহারণ।
ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ পরিসংখ্যান
দল | জয় | পরাজয় | ড্র |
ফ্রান্স | ৮ টি | ৩ টি | ৫ টি |
পোল্যান্ড | ৩ টি | ৮ টি | ৫ টি |
ফ্রান্স ও পোল্যান্ড দুই ইউরোপীয় দেশ হওয়ায় একে অপরের বিপক্ষে মোট ১৩ বারের মুখোমুখি হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও ফ্রেন্ডলি ম্যাচ মিলিয়ে। তন্মধ্যে ফিফা বিশ্বকাপে ১ বার মুখোমুখি হওয়া এই দুই দলের ম্যাচে পোল্যান্ড ৩-২ ব্যাবধানে জয় লাভ হবে করে ১৯৮২ সালে। নিশ্চিত ভাবেই এখান থেকেই অনুপ্রেরণা খুঁজবে পোলিশ’রা।
ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ দেখার উপায়
ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ টিভিতে বাংলাদেশে টি-স্পোর্টস ও জি টিভি তে সরাসরি দেখা যাবে। তাছাড়া অনলাইনে পেইড মাধ্যমের রয়েছে Rabbithole, Binge,Toffee, Bioscope এর মতো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে নির্দিষ্ট সময় বা টুর্নামেন্টের জন্য নির্দিষ্ট অর্থ দিয়ে সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়৷
তাছাড়া ওয়াইফাই ব্যবহারকারীদের লাইভ স্ট্রিমের ক্ষেত্রে আরও কিছু ওয়েবসাইট আছে যেমন Beinmatch.com ও Yallashoot.com অন্যতম। আরও কিছু অনলাইন অ্যাপ আছে যেগুলো প্লে-স্টোরে ও গুগল থেকে সরাসরি ডাউনলোড করা যায়। ফ্রান্স বনাম পোল্যান্ড :
আপনি এখানে প্রতিটি খেলার লাইভ সহ পোল্যান্ড বনাম ফ্রান্স লাইভ ম্যাচ খেলার আগে সব ধরনের ধারণা বিস্তারিত বিষয় থাকবে।
এখানে দেখুন: কাতার বিশ্বকাপ লাইভ 2022 ম্যাচ.
ফ্রি লাইভ ম্যাচ দেখার জন্য অ্যাপগুলো হলো :
- Dora TV
- Live NetTV Apk
- Durbin TV
- HD Streamz
- Yacine TV
- koora Live Tv
- Stream IndiaTv
- Oreo Tv
- Thop TV pro
- Ten Spots Live Tv
- Aos TV
- BDiX Livr Tv
- Redbox TV
- Kingobd Sports
তাছাড়া বিশ্বব্যাপী দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ গুলো তে TYC, TV Globo, Red Uno, ভারতীয় উপমহাদেশে Viacom.com, পাকিস্তানে Ary Digital Network, ইউরোপে Fox, Sky Sports ইত্যাদি।
ইউরোপের সম্প্রচার সত্ত্ব নিম্নরূপ :
দেশ | সম্প্রচার মাধ্যম |
Switzerland | SGR, SSR |
Portugal | RTP,SIC,Sports TV & TV |
Germany | ,SIC,Sports TV & TVI |
Spain | RTVE ও Mediapro |
England | BBC, ITV, S4C |
Poland | TVP |
France | TF1, Bein Sports |
Netharland | NOS |
উত্তর আমেরিকার সম্প্রচারকারীদের মধ্যে ,
দেশ | সম্প্রচার সত্ত্ব |
USA | Fox sports, Telemundos |
Canada | Bell Media |
Mexico | Sky, Televisia ও TV Azteka |
Costarica | Teletica |
- অস্ট্রেলিয়ায় SBS এ ম্যাচ দেখাবে সরাসরি।
দক্ষিণ আমেরিকার সম্প্রচার করবে,
দেশ | সম্প্রচার মাধ্যম |
ব্রাজিল | TV Globo ও Casimiro |
আর্জেন্টিনা | TVP ও TYC স্পোর্টস |
উরুগুয়ে | Antel, Canal, Telecode ও Tyc Sports |
ইকুয়েডর | Tememazonas |
পেরু | Latina TV |
প্যারাগুয়ে | SNT,TIGO,TYC SPORTS,Trece,Telfuento |
- মরক্কো তে SNRT বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখায়।
- জাপানে Abema, Fuzi TV, TV Aashi ও NHK এবং স্পেনে RTVE ও Mediapro সম্পচার করবে সরাসরি এই ম্যাচ। সেনেগাল তথা সাব সাহারা আফ্রিকা অঞ্চলে Super Casimiro’New World Tv
ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ ফেসবুকে দেখার উপায়
ফেসবুকের মাধ্যমেও ফিফা বিশ্বকাপ ২০২২ এর লাইভ ম্যাচ স্ট্রিমিং দেখা যাবে। ফেসবুক আইডিতে ঢুকে সার্চ অপশনে গিয়ে ফিফা বিশ্বকাপ ২০২২ এর লাইভ ম্যাচ লিখে সার্চ করলে বেশ কিছু পেইজ এবং গ্রুপে লাইভ স্ট্রিমিং করার সুযোগ থাকছে।
তাছাড়া Sofascore, Footmob, Aiscore, Espn, Livescore এর মতো ওয়েবসাইট গুলোতে ম্যাচের লাইভ স্কোর এবং পরিসংখ্যানের পাশাপাশি কমেন্ট্রি,আপডেট ও প্রতিম্যাচের অসংখ্য নিউজ ও ডেটা পেতে পারেন।
আরো দেখুনঃ সরাসরি ফুটবল খেলা দেখার সফটওয়্যার.
ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ নিয়ে সর্বশেষ
ফ্রান্স বনাম পোল্যান্ডের লড়াই র্যাংকিং বিবেচনায় অসম হলেও লেওয়ান্দোস্কি, জেলেনস্কি, ক্যাশ, সেজনি’রা যে ফ্রান্স কে একবিন্দুও ছাঁড় দিবে না, তা বলার অপেক্ষা রাখে না। সবমিলিয়ে একটা দুর্দান্ত, প্রতিদ্বন্দ্বিতায় ঠাঁসা ম্যাচ হোক সেটাই কামনা।