কানাডার জাতীয় খেলা কি?
কানাডার জাতীয় খেলা কি? | Kanadar Jatiyo Khela Ki
কানাডার জনগণকে যদি আপনি কানাডার জাতীয় খেলা কি প্রশ্ন করেন তাহলে সকলের কাছে একটাই উত্তর পাবেন আর তা হলো আইস হকি এবং ল্যাক্রোস। কানাডার ন্যাশনাল স্পোর্টস অ্যাক্ট অনুসারে, কানাডায় জাতীয় খেলা দুটি একটি হকি এবং অন্যটি ল্যাক্রোস।
কানাডায় শীতকালীন জাতীয় খেলা হিসেবে সবচেয়ে বেশি এই হকি খেলা হয় তাই একে কানাডার শীতকালীন জাতীয় খেলা বলা হয়।
আইস হকি খেলার জন্য কানাডার প্রতিটি শহরে পতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নিজস্ব জুনিয়র লীগ রয়েছে। হকির অনেকগুলো সংস্করণের মধ্যে ফিল্ড হকি শুরু হয় ১৭৬৩ সালের দিকে। কানাডায় সবসময় শীত থাকার কারণে এটি এখানকার জনপ্রিয় খেলায় পরবর্তীতে পরিণত হয়। অপরদিকে ১৮৫৯ থেকে ১৯৯৪ সালের মধ্য পর্যন্ত ল্যাক্রোস ছিল কানাডার অফিসিয়াল জাতীয় খেলা। পরবর্তীতে হকি শীতকালীন জাতীয় খেলায় পরিণত হয়।
আরো দেখুনঃ
সমাপ্তি: কানাডার জাতীয় খেলা কি এই প্রশ্নের উত্তরে বলতে হয় কানাডার জাতীয় খেলা দুটি একটি হকি আরেকটি ল্যাক্রোস। আইস হকি শীতকালীন আর ল্যাক্রোস গ্রীষ্মকালীন খেলা কানাডিয়ানদের কাছে।