অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন
অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন | পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
পাসপোর্ট এর কাজ সম্পন্ন করার পর আমাদের সবসময় চিন্তায় থাকে তখন আমাদের পাসপোর্ট ভেরিফাই হবে। কখন আমরা পাসপোর্ট হাতে পাব? অনলাইনে নিজের পাসপোর্ট চেক করবেন? এইসব দ্বিধাদ্বন্দ্বের সমাধান আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি।
অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন
দেশ থেকে যে কোন দেশে পাড়ি জমাতে আমাদের পাসপোর্টটি প্রয়োজন আর পাসপোর্ট করার পর আমরা সব সময় উদ্বেগ-উৎকণ্ঠায় থাকি কখন আমরা পাসপোর্ট হাতে পাব। পুলিশ ভেরিফিকেশনের পর আপনি ঘরে বসেই নিজের অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন দেখে নিতে পারবেন সেটি আপনার কাছে কবে পৌঁছাবে বা পুরোপুরিভাবে সেটি সম্পূর্ণ ভেরিফাই হয়েছে কিনা।
গুরুত্বপূর্ণ: ই পাসপোর্ট করার নিয়ম.
প্রথম ধাপ: সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল ব্রাউজার অথবা কম্পিউটারের ব্রাউজার থেকে নিম্মোক্ত লিংকটি ওপেন করে নিতে হবে। Link: passport.gov.bd/
দ্বিতীয় ধাপঃ এটি বাংলাদেশ সরকারের পাসপোর্ট চেক করার জন্য ভেরিফাইড ওয়েবসাইট। ওয়েবসাইটটিতে ঢোকার পর আপনাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ: এই ধাপটিতে আমি আপনাদের সবচাইতে সহজ একটি লিংক প্রোভাইড করছি ।
Link: application-status
এই লিংটিতে ক্লিক দেওয়ার পর। নাকি কিছু তথ্য পূরণ করতে হবে।
- পাসপোর্ট অফিসের স্লিপ নম্বর দিন।
- আপনার জন্ম তারিখ বসিয়ে সাবমিট করুন।
পরবর্তী পেইজে আপনার সঠিক তথ্য দেখানো হবে যে আপনার পাসপোর্টটি ভেরিফাইড হয়েছে কিনা অথবা কবে পর্যন্ত আপনি এটি হাতে পাবেন।
SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক
পাসপোর্ট তৈরির সময় আপনি অবশ্যই একটি নাম্বার প্রবেশ করেছিলেন যে নাম্বারটিতে আপনাকে পরবর্তীতে সব ধরনের পাসপোর্ট সংক্রান্ত আপডেট জানিয়ে দেয়া হয়।
SMS এর মাধ্যমে জানতে নিচের ধাপগুলি অনুসরন করতে হবে:
ম্যাসেস অপশনে যেয়ে টাইপ করুন MRP একটি Spcae দিয়ে লিখুন ENORLLMENT_ID এবং পাঁঠিয়ে দিন 6969 নাম্বারে।
যেমন: MRP 26010000XXXXXXX to 6969.
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
Bangladesh Passport Check By Passport Number করার পদ্ধতিটি খুবই সহজ। ঘরে বসেই আপনি এই কাজটি করে নিতে পারেন।
passport.gov.bd লিংকটিতে প্রবেশ করার পর অ্যাপ্লিকেশন অপশনটিতে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার টি দিলেই আপনি ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন।
পাসপোর্ট চেক জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
১: আমার পাসপোর্ট চেকিং করতে গিয়ে দেখেছি এখনও ভেরিফাই হয়নি?
উত্তর: যদি দেখেন পাসপোর্ট চেকিং করতে গিয়ে আপনার পাসপোর্ট এখনও ভেরিফাই হয়নি তাহলে আগে দেখবেন নির্ধারিত সময়ের আগেই আপনি চেকিং করছেন কিনা। কারন একটি সাধারণ পাসপোর্ট হতে 21 দিন, জরুরী পাসপোর্ট হতে সাত দিন এবং অতি জরুরী পাসপোর্ট হতে দুই থেকে তিন দিনের প্রয়োজন পড়ে।
২: পুলিশ ভেরিফিকেশন এর পরপরই কি আমি পাসপোর্ট হাতে পেয়ে যাব?
উওর: জি পুলিশ ভেরিফিকেশন যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে তার কিছুদিনের মধ্যেই আপনি আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
৩: পাসপোর্ট চেক করতে গিয়ে দেখলাম আমার পাসপোর্ট বাতিল হয়েছে এর কারণ কি?
উওর: পাসপোর্ট বাতিলের কারণ ভিন্ন ভিন্ন হতে পারে আপনার ইনফর্মেশন ভুলের কারনে হতে পারে অথবা পুলিশ ভেরিফিকেশনে আপনার কোন খারাপ দিক উঠে আসতে পারে। সংশ্লিষ্ট অফিসে গিয়ে আপনি এই বিষয়ে যোগাযোগ করলে অবশ্যই সমাধান পেয়ে যাবেন।
প্রতিটি মানুষেরই পাসপোর্ট তৈরি করা দরকার কারণ কখনো কোন কাজে আপনাকে দেশ থেকে পাড়ি জমাতে হয় আপনি নিজেই জানেন না। আর পাসপোর্ট চেকিং এর এই সহজ বিষয়গুলো নিজেরাই আয়ত্ত করার চেষ্টা করবেন।
Thats is good odea