জলবায়ু কাকে বলে?
জলবায়ু কাকে বলে? | জলবায়ুর উপাদানসমূহ
জলবায়ু হচ্ছে কোন নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের গড় আবহাওয়ার হিসাবকে বুঝায়। প্রায় ত্রিশ থেকে চল্লিশ বছর কোন স্থানের গড় আবহাওয়া কেমন ছিল তাকে ঐ স্থানের জলবায়ু বলে। জলবায়ু কাকে বলে এটি এই আর্টিকেলে বিস্তারিত বলা হবে।
জলবায়ু কি?
কোন নির্দিষ্ট স্থানের তাপ, বৃষ্টিপাত, বায়ু ইত্যাদির গড়কে ঐ স্থানের জলবায়ু বলে। তাই জলবায়ু কি এবং জলবায়ু কাকে বলে আমাদের জানা জরুরি।
আরো দেখুনঃ বিজ্ঞান কাকে বলে?
জলবায়ু কাকে বলে?
কোন নির্দিষ্ট অঞ্চলের বায়ুর চাপ, বায়ু প্রবাহ, তুষারপাত, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বায়ুপুঞ্জ, ঝড় ইত্যাদির দীর্ঘদিনের পরিবর্তন ও সামগ্রিক রূপের গড়কে ঐ অঞ্চলের জলবায়ু বলা হয়।
সাধারণত কোনো অঞ্চলের জলবায়ু হিসাব করা হয় সেই অঞ্চলের ৩০- ৪০ বছরের আবহাওয়ার মোট পরিবর্তনকে দিয়ে। তাই শিক্ষার্থীদের জলবায়ু কাকে বলে জানা জরুরি।
জলবায়ুর উপাদানসমূহ
অনেকগুলো উপাদান নিয়ে কোন নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু গড়ে উঠে। নিচে জলবায়ুর উপাদানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো:
- ১. বৃষ্টিপাত।
- ২. বায়ুর আর্দ্রতা ও শুষ্কতাত।
- ৩. বায়ু প্রবাহ।
- ৪. বায়ুর চাপ।
- ৫. তাপমাত্রা।
- ৬. মেঘপুঞ্জ।
- ৭. তুষারপাত।
- ৮. ঝড়।
- ৯. বৃষ্টিপাত।
- ১০. মেঘাচ্ছন্নতা ইত্যাদি।
জলবায়ু পরিবর্তন কি?
কোন নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে ঐ অঞ্চলের জলবায়ু বলে। আবহাওয়ার দীর্ঘ সময়ের এই গড় অবস্থার ধরণ যদি বদলে যায় তাহলে তাকে জলবায়ুর পরিবর্তন বলে। যেমন : গ্রীণ হাউস ইফিক্টের কারণে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নির্মল পৃথিবী দ্রুততার সাথে পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত, এটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন।
জলবায়ু পরিবর্তন কাকে বলে?
বর্তমান পৃথিবীর গড় বায়ুমণ্ডলের তাপমাত্রা হচ্ছে ১৫ ডিগ্রি। সেলসিয়াসের মতো। কিন্তু অতীতের তুলনায় এটি খুব দ্রুততার সাথেই বৃদ্ধি পাচ্ছে যা আমাদের পৃথিবীবাসীর জন্য আশঙ্কাস্বরূপ। অতীতের যেকোন সময়ের চেয়ে এই তাপমাত্রা নিয়মিত বেড়ে চলছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়াকেই জলবায়ুর পরিবর্তন বলে।
জলবায়ুর পরিবন যে এক মারাত্মক আশঙ্কাযুক্ত বিষয় আমাদের পৃথিবীবাসীর জন্য তাই আমাদের প্রজন্মকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জলবায়ু কাকে বলে, জলবায়ুর পরিবর্তন কি এই সম্পর্কে জ্ঞান নিতে হবে।
আরো দেখুনঃ পরমাণু কাকে বলে?
পরিসমাপ্তি: উপরোক্ত আর্টিকেলটিতে শিক্ষার্থীরা জলবায়ু কাকে বলে, জলবায়ু কি, জলবায়ুর মূল উপাদান কি, জলবায়ুর পরিবর্তন কি, জলবায়ুর পরিবর্তন কাকে বলে জানতে পারবে পর্যায়ক্রমিকভাবে। জলবায়ুর এই পরিবর্তন বিশ্বের জন্য, প্রাণীদের জন্য কতটা ক্ষতিকর তা আমাদেরকে জানতে হবে। পরবর্তী আর্টিকেলে জলবায়ু পরিবর্তের প্রভাব নিয়ে আলোচনা করা হবে। তাই প্রবর্তী আপডেট জানতে এই পেজে চোখ রাখুন।