এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার | ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার
এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার | 1 Inci Saman Kata Sentimitar | ১ ইঞ্চি সমান কত সুতা?
ইঞ্চির হিসাব সাধারণত কাপড়ের ক্ষেত্রেই বেশি করা হয়ে থাকে। প্রতিদিনের প্রয়োজনীয় ছোটখাট দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে আমরা ইঞ্চি সেন্টিমিটারের ব্যবহার করে থাকি তাই এই গুলোর হিসাব জানাটাও দরকার। তাই আজকে আমরা এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার উত্তরসহ দেওয়ার চেষ্টা করব বিস্তারিত। ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার। কথায়, এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার।
আরো দেখুনঃ
এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার | ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
উদাহরণ ১: ৮০ ইঞ্চি = কত সেন্টিমিটার?
আমরা জানি,
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
∴ ৮০ ইঞ্চি =৮ ০ × ২.৫৪ সেন্টিমিটার
= ২০৩.২ সেমি
উদাহরণ ২: ৯০ ইঞ্চি = কত সেন্টিমিটার?
আমরা জানি,
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
∴ ৯০ ইঞ্চি = ৯০ × ২.৫৪ সেন্টিমিটার
= ২২৮.৬ সেমি
ইঞ্চিকে সেমি -এ রূপান্তর করার ধারাবাহিক কিছু নমুনা
- ১ ইঞ্চি = ২.৫৪ সেমি
- ২ ইঞ্চি = ৫.০৮ সেমি
- ৩ ইঞ্চি = ৭.৬২ সেমি
- ৪ ইঞ্চি = ১০.১৬ সেমি
- ৫ ইঞ্চি = ১২.৭ সেমি
- ৬ ইঞ্চি = ১৫.২৪ সেমি
- ৭ ইঞ্চি = ১৭.৭৮ সেমি
- ৮ ইঞ্চি = ২০.৩২ সেমি
- ৯ ইঞ্চি = ২২.৮৬ সেমি
- ১০ ইঞ্চি = ২৫.৪ সেমি
- ১১ ইঞ্চি = ২৭.৯৪ সেমি
- ১২ ইঞ্চি = ৩০.৪৮ সেমি
- ১৩ ইঞ্চি = ৩৩.০২ সেমি
- ১৪ ইঞ্চি = ৩৫.৫৬ সেমি
- ১৫ ইঞ্চি = ৩৮.১ সেমি
- ১৬ ইঞ্চি = ৪০.৬৪ সেমি
- ১৭ ইঞ্চি = ৪৩.১৮ সেমি
- ১৮ ইঞ্চি = ৪৫.৭২ সেমি
- ১৯ ইঞ্চি = ৪৮.২৬ সেমি
- ২০ ইঞ্চি = ৫০.৮ সেমি
১ ইঞ্চি সমান কত মিলিমিটার?
১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
উদাহরণ ১: ১০ ইঞ্চি = কত মিলিমিটার?
আমরা জানি,
১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
∴ ১০ ইঞ্চি = ১০ × ২৫.৪ মিলিমিটার
= ২৫৪ মিমি
উদাহরণ ২: ৩০ ইঞ্চি = কত মিলিমিটার?
আমরা জানি,
১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
∴ ৩০ ইঞ্চি = ৩০ × ২৫.৪ মিলিমিটার
= ৭৬২ মিলিমিটার
ইঞ্চিকে মিমি -এ রূপান্তর করার ধারাবাহিক কিছু নমুনা
- ১ ইঞ্চি = ২৫.৪ মিমি
- ২ ইঞ্চি = ৫০.৮ মিমি
- ৩ ইঞ্চি = ৭৬.২ মিমি
- ৪ ইঞ্চি = ১০১.৬ মিমি
- ৫ ইঞ্চি = ১২৭ মিমি
- ৬ ইঞ্চি = ১৫২.৪ মিমি
- ৭ ইঞ্চি = ১৭৭.৮ মিমি
- ৮ ইঞ্চি = ২০৩.২ মিমি
- ৯ ইঞ্চি = ২২৮.৬ মিমি
- ১০ ইঞ্চি = ২৫৪ মিমি
- ১১ ইঞ্চি = ২৭৯.৪ মিমি
- ১২ ইঞ্চি = ৩০৪.৮ মিমি
- ১৩ ইঞ্চি = ৩৩০.২ মিমি
- ১৪ ইঞ্চি = ৩৫৫.৬ মিমি
- ১৫ ইঞ্চি = ৩৮১ মিমি
- ১৬ ইঞ্চি = ৪০৬.৪ মিমি
- ১৭ ইঞ্চি = ৪৩১.৮ মিমি
- ১৮ ইঞ্চি = ৪৫৭.২ মিমি
- ১৯ ইঞ্চি = ৪৮২.৬ মিমি
- ২০ ইঞ্চি = ৫০৮ মিমি
১ ইঞ্চি সমান কত সুতা?
১ ইঞ্চি = ৮ সুতা
উদাহরণ ১: ৭৮ ইঞ্চি = কত সুতা?
আমরা জানি,
১ ইঞ্চি = ৮ সুতা
∴ ৭৮ ইঞ্চি = ৭৮ × ৮ সুতা
= ৬২৪ সুতা
উদাহরণ ২: ৮৬ ইঞ্চি = কত সুতা?
আমরা জানি,
১ ইঞ্চি = ৮ সুতা
∴ ৮৬ ইঞ্চি = ৮৬ × ৮ সুতা
= ৬৮৮সুতা
ইঞ্চিকে সুতায় রূপান্তর করার ধারাবাহিক কিছু নমুনা
- ১ ইঞ্চি = ৮ সুতা
- ২ ইঞ্চি = ১৬ সুতা
- ৩ ইঞ্চি = ২৪ সুতা
- ৪ ইঞ্চি = ৩২ সুতা
- ৫ ইঞ্চি = ৪০ সুতা
- ৬ ইঞ্চি = ৪৮ সুতা
- ৭ ইঞ্চি = ৫৬ সুতা
- ৮ ইঞ্চি = ৬৪ সুতা
- ৯ ইঞ্চি = ৭২ সুতা
- ১০ ইঞ্চি = ৮০ সুতা
- ১১ ইঞ্চি = ৮৮ সুতা
- ১২ ইঞ্চি = ৯৬ সুতা
- ১৩ ইঞ্চি = ১০৪ সুতা
- ১৪ ইঞ্চি = ১১২ সুতা
- ১৫ ইঞ্চি = ১২০ সুতা
- ১৬ ইঞ্চি = ১২৮ সুতা
- ১৭ ইঞ্চি = ১৩৬ সুতা
- ১৮ ইঞ্চি = ১৪৪ সুতা
- ১৯ ইঞ্চি = ১৫২ সুতা
- ২০ ইঞ্চি = ১৬০ সুতা
আরো দেখুনঃ
পরিসমাপ্তি: আমাদের আজকের পোস্টটি ছিল এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার, ১ ইঞ্চি সমান কত মিলিমিটার, ১ ইঞ্চি সমান কত সুতা এই প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করেছি যাতে পরবর্তীতে হিসাব করতে কোন সমস্যা না হয় ইঞ্চির ক্ষেত্রে।