১ম রোজার ফজিলত
১ম রোজার ফজিলত | 1tha Rojar Phajilayt
দেখতে দেখতে রমজান মাসের আগমন বার্তা সাড়া জাগিয়েছে। প্রত্যেক মুমিন মুসলমানের উপর রমজান মাসে ৩০ টি রোজা রাখা ফরজ। তবে, প্রতিটি রোজারই আলাদা কিছু বৈশিষ্ট্য আছে।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
রমজানের প্রথম ১০ টি রোজার দিন রহমতের। পরের ১০ টি রোজার দিন মাগফেরাতের। এবং সবশেষ ১০ টি রোজার দিন নাজাতের। আজকে আমরা, রহমতের প্রথম দিন অর্থাৎ ১ম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো।
১ম রোজার ফজিলত ও গুরুত্ব
১ম রোজা সবসময়ই একটু বিশেষ হয়। এদিন সমস্ত মুমিন মুসলামান টানা ১ বছর পর রোজা রাখেন। এদিন রোজা রাখলে মহান আল্লাহ তায়ালা রোজাদার ব্যক্তিকে নবজাতকের মতো নিস্পাপ করে দেন।
এছাড়াও, ১ম রোজা রাখার ফলে, সকলে মহান আল্লাহ তায়ালার রহমত লাভ করেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে ১ম রোজা বিশপষ ভূমিকা পালন করে, যা একাধারে ৩০ টি রোজা রাখতে সহায়তা করল।
আরো দেখুনঃ
১ম রমজানে নিম্নোক্ত দোয়া পড়তে হয়-
হে আমার আল্লাহ! আমি আজ যে রোজা রেখেছি, তা তুমি প্রকৃত রোজাদারের রোজা হিসেবে কবুল কর। প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে, আমার সালাত কবুল কর। হে সমগ্র জগতের প্রতিপালক! আজ আমার সকল গুনাহ মাফ করে দাও। হে অপরাধ ক্ষমাকারী! আমার যাবতীয় অপরাধ ক্ষমা করে দাও।