২০তম রোজার ফজিলত
২০তম রোজার ফজিলত | 20th Rojar Phajilayt
ইসলামে সকল মুমিনের উপর রমজান মাসের ৩০ টি রোজা রাখার বিধান ফরজ করা হয়েছে। দ্বিতীয় হিজরীতে এই বিধান ফরজ করা হলেও, এখনো পর্যন্ত সকল মুমিন মুসলমান শ্রদ্ধা এবং ভক্তিভরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, ৩০ টি রোজা রাখেন।
যদিও আমাদের উপর ৩০ টি রোজা রাখা ফরজ, তবে প্রতিটি রোজারই কিন্তু আলাদা ফজিলত ও গুরুত্ব আছে। আজ আমরা, ২০তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
২০তম রোজার ফজিলত ও গুরুত্ব
২০তম রোজা হলো রমজান মাসের মাগফেরাতের ১০ দিনের ১০ম দিন। অর্থাৎ মাগফেরাতের শেষ দিন। এদিন রোজা রাখলে অশেষ সওয়াব লাভ করা যায়। তাছাড়াও, এদিন যিনি রোজা রাখবেন, তিনি আল্লাহর পথ জীবন দান করে দেয়া শহীদের সমান পরিমাণ সওয়াব পাবেন।
আরো দেখুনঃ
২০তম রোজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এই দিনে আমার জন্যে আপনি বেহেশতের দরজাগুলোকে খুলে দিন। এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিন। আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন। হে সকল ঈমানদারদের অন্তরে প্রশান্তি দানকারী!