৩০ রোজার ফজিলত ও গুরুত্ব | 30Tm Rojar Phajilayt
৩০ রোজার ফজিলত | 30Tm Rojar Phajilayt
ইসলাম ধর্ম পালন করা সকল মুমিন মুসলমান ব্যক্তির জন্য এক পবিত্র মাস হলো রমজান। এই মাসের ৩০ দিন, ৩০ টি রোজা পালন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এই ৩০ টি রোজার মাঝের প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর আছে আলাদা ফজিলত এবং গুরুত্ব-ও। আজকে আমরা, ৩০ রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2023
৩০ রোজার ফজিলত ও গুরুত্ব
৩০তম রোজা হলো রমজান মাসের নাজাতের ১০ দিনের শেষ দিনটি। এছাড়াও, দীর্ঘ ১ মাসের পর এদিন সর্বশেষ রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। এদিন যে ব্যক্তি রোজা রাখবেন, সমগ্র রমজানের ফজিলতের দ্বিগুনের সমান সওয়াব তাকে দেয়া হবে। তাই, বোঝ যায়, ৩০ টি রোজার ফজিলত ও গুরুত্ব অনেক!
আরো দেখুনঃ
৩০ রোজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আপনি এবং আপনার রাসুল (স:) ঠিক যেমনিভাবে খুশি হবেন, তেমনি করে আমার রোজাকে পুরস্কৃত করুন এবং কবুল করে নিন। আমাদের সবার নেতা হযরত মুহাম্মদ (সঃ) ও তার পবিত্র বংশধরদের উসিলায় আমার সব ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র আমলকে মূল ইবাদতের সাথে যোগ করে শক্তিশালী করুন। আর সব প্রশংসা ও স্তুতি জগতসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর!