ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান ২০২৪
ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান ২০২৪ । Brazil vs Uruguay Stats 2024
আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান সম্পর্কে। লাতিন আমেরিকার এই দুই দেশ ব্রাজিল এবং উরুগুয়ের ফুটবল দল পরস্পরের সাথে সর্বপ্রথম মুখোমুখি হয় ১৯১৬ সালের কোপা আমেরিকায়। ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান বলছে, দুইবার বিশ্বকাপজয়ী এবং ১৫ বার কোপা শিরোপাজয়ী উরুগুয়ে পাঁচ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মুখোমুখি হয়েছে মোট ৭৮ বার।
এর মধ্যে ১৭ টি ম্যাচ ড্র হলেও ৪০ টি ম্যাচে ব্রাজিল এবং ২১ টি ম্যাচে জয়লাভ করেছে উরুগুয়ে। ব্রাজিল এবং উরুগুয়ে এই দুই দেশ, কোপা আমেরিকার শিরোপা জয়ে মাত্র ৯ বার সফল হলেও উরুগুয়ের সাথে মুখোমুখি লড়াইয়ে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে ব্রাজিল।
আরো দেখুন:
ব্রাজিল বনাম উরুগুয়ে ঐতিহাসিক ম্যাচগুলো
১৬ জুলাই ১৯৫০, ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপ মঞ্চে মুখোমুখি হয় দুই দেশ। সেবার ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে শুধুমাত্র ড্র হলেও ব্রাজিলের জয় ছিলো সুনিশ্চিত। নিজেদের প্রথম বিশ্বজয়ে প্রস্তুত ব্রাজিল যখন উৎসবের আমেজে মরিয়া, তখন ম্যাচের ৭৯ মিনিটের মাথায় সম্পূর্ণ সমীকরণ বদলে দেন উরুগুয়ের ঘিঘিয়া।
এই আশ্চর্য পতনের শোকে সমগ্র ব্রাজিল যখন স্তব্ধ, ঠিক তখনি ডোনডিনহোর ১০ বছরের ছোট শিশু ভবিষ্যতের ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর স্বপ্নে হয়ে পড়ে প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই থেকেই জন্ম হয় ফুটবল বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলার, ফুটবলের রাজা পেলে। পেলের হাত ধরেই ব্রাজিলের বুকে আসে পরপর তিনটি বিশ্বকাপ।
তাই আজও ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান এর দিকে তাকালে প্রতিবার নতুন করে স্মরিত হয় ১৯৫০ এর মারাকানা ট্র্যাজেডি। সর্বশেষ এই দুই দেশ ২০২১ সালে ১৪ অক্টোবর ফিফা বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ব্রাজিল ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।
ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান ২০২৪
তারিখ | দল | গোল | প্রতিযোগীতা | বিজয়ী দল |
১২ জুলাই, ১৯১৬ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-২ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১৮ জুলাই, ১৯১৬ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল |
৭ অক্টোবর, ১৯১৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-৪ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১৬ অক্টোবর, ১৯১৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-৩ | বেনেফিট ম্যাচ | উরুগুয়ে |
২৫ মে, ১৯১৯ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-২ | কোপা আমেরিকা | ড্র |
২৯ মে, ১৯১৯ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-০ | কোপা আমেরিকা | ব্রাজিল |
১৮ সেপ্টেম্বর, ১৯২০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-৬ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
২৩ অক্টোবর, ১৯২১ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-২ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১ অক্টোবর, ১৯২২ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-০ | কোপা আমেরিকা | ড্র |
২৫ নভেম্বর, ১৯২৩ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-২ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
৬ সেপ্টেম্বর, ১৯৩১ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-০ | কোপা রিও ব্রাঞ্চো | ব্রাজিল |
৪ ডিসেম্বর, ১৯৩২ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-১ | কোপা রিও ব্রাঞ্চো | ব্রাজিল |
১৯ জানুয়ারি, ১৯৩৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-২ | কোপা আমেরিকা | ব্রাজিল |
২৪ মার্চ, ১৯৪০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-৪ | কোপা রিও ব্রাঞ্চো | উরুগুয়ে |
৩১ মার্চ, ১৯৪০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | কোপা রিও ব্রাঞ্চো | ড্র
|
২৪ জানুয়ারি, ১৯৪২ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-১ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১৪ মে, ১৯৪৪ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৬-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল |
১৭ মে, ১৯৪৪ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৪-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল |
৭ ফেব্রুয়ারি, ১৯৪৫ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-০ | কোপা আমেরিকা | ব্রাজিল |
৫ জানুয়ারি, ১৯৪৬ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-৪ | কোপা রিও ব্রাঞ্চো | উরুগুয়ে |
৯ জানুয়ারি, ১৯৪৬ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | কোপা রিও ব্রাঞ্চো | ড্র |
২৩ জানুয়ারি, ১৯৪৬ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৪-৩ | কোপা আমেরিকা | ব্রাজিল |
২৯ মার্চ, ১৯৪৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-০ | কোপা রিও ব্রাঞ্চো | ড্র |
১ এপ্রিল, ১৯৪৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-২ | কোপা রিও ব্রাঞ্চো | ব্রাজিল |
৪ এপ্রিল, ১৯৪৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | কোপা রিও ব্রাঞ্চো | ড্র |
১১ এপ্রিল, ১৯৪৮ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-৪ | কোপা রিও ব্রাঞ্চো | উরুগুয়ে |
৩০ এপ্রিল, ১৯৪৯ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৫-১ | কোপা আমেরিকা | ব্রাজিল |
৬ মে, ১৯৫০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-৪ | কোপা রিও ব্রাঞ্চো | উরুগুয়ে |
১৪ মে, ১৯৫০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-২ | কোপা রিও ব্রাঞ্চো | ব্রাজিল |
১৭ মে, ১৯৫০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-০ | কোপা রিও ব্রাঞ্চো | ব্রাজিল |
১৬ জুলাই, ১৯৫০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-২ | ফিফা বিশ্বকাপ | উরুগুয়ে |
১৬ এপ্রিল, ১৯৫২ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৪-২ | প্যান-অ্যামেরিকান চ্যাম্পিয়নশিপ | ব্রাজিল |
১৫ মার্চ, ১৯৫৩ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-০ | কোপা আমেরিকা | ব্রাজিল |
১০ ফেব্রুয়ারি, ১৯৫৬ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-০ | কোপা আমেরিকা | ড্র |
২৪ জুন, ১৯৫৬ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-০ | কোপা ডেল আটলান্টিকো | ব্রাজিল |
২৮ মার্চ, ১৯৫৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-৩ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
২৬ মার্চ, ১৯৫৯ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-১ | কোপা আমেরিকা | ব্রাজিল |
১২ ডিসেম্বর, ১৯৫৯ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-৩ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
৯ জুলাই, ১৯৬০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-১ | কোপা ডেল আটলান্টিকো | উরুগুয়ে |
৭ সেপ্টেম্বর, ১৯৬৫ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল |
২৫ জুন, ১৯৬৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-০ | কোপা রিও ব্রাঞ্চো | ড্র |
২৮ জুন, ১৯৬৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-২ | কোপা রিও ব্রাঞ্চো | ড্র |
১ জুলাই, ১৯৬৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | কোপা রিও ব্রাঞ্চো | ড্র |
৯ জুন, ১৯৬৮ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-০ | কোপা রিও ব্রাঞ্চো | ব্রাজিল |
১২ জুন, ১৯৬৮ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৪-০ | কোপা রিও ব্রাঞ্চো | ব্রাজিল |
১৭ জুন, ১৯৭০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-১ | ফিফা বিশ্বকাপ | ব্রাজিল |
২৫ ফেব্রুয়ারি, ১৯৭৬ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-১ | কোপা ডেল আটলান্টিকো | ব্রাজিল |
২৮ এপ্রিল, ১৯৭৬ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-১ | কোপা ডেল আটলান্টিকো | ব্রাজিল |
৩১ মে, ১৯৭৯ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৫-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল |
২৭ আগষ্ট, ১৯৮০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল |
১০ জানুয়ারি, ১৯৮১ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-২ | গোল্ড কাপ | উরুগুয়ে |
২৭ অক্টোবর, ১৯৮৩ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-২ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
৪ নভেম্বর, ১৯৮৩ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | কোপা আমেরিকা | ড্র |
২১ জুন, ১৯৮৪ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল |
২ মে, ১৯৮৫ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল |
১৬ জুলাই, ১৯৮৯ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-০ | কোপা আমেরিকা | ব্রাজিল |
১১ জুলাই, ১৯৯১ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | কোপা আমেরিকা | ড্র |
৩০ এপ্রিল, ১৯৯২ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | উরুগুয়ে |
২৬ নভেম্বর, ১৯৯২ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | উরুগুয়ে |
১৫ আগষ্ট, ১৯৯৩ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | ফিফা বিশ্বকাপ | ড্র |
১৯ সেপ্টেম্বর, ১৯৯৩ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-০ | ফিফা বিশ্বকাপ | ব্রাজিল |
২৩ জুলাই, ১৯৯৫ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১১ অক্টোবর, ১৯৯৫ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল |
১৮ জুলাই, ১৯৯৯ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-০ | কোপা আমেরিকা | ব্রাজিল |
২৮ জুন,২০০০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | ফিফা বিশ্বকাপ | ড্র |
১ জুলাই, ২০০১ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ০-১ | ফিফা বিশ্বকাপ | উরুগুয়ে |
১৮ নভেম্বর, ২০০৩ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৩-৩ | ফিফা বিশ্বকাপ | ড্র |
২১ জুলাই, ২০০৪ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | কোপা আমেরিকা | ব্রাজিল |
৩০ মার্চ, ২০০৫ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-১ | ফিফা বিশ্বকাপ | ড্র |
১০ জুলাই, ২০০৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-২ | কোপা আমেরিকা | ব্রাজিল |
২১ নভেম্বর, ২০০৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-১ | ফিফা বিশ্বকাপ | ব্রাজিল |
৬ জুন, ২০০৯ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৪-০ | ফিফা বিশ্বকাপ | ব্রাজিল |
২৬ জুন, ২০১৩ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-১ | ফিফা কনফেডারেশনস কাপ | ব্রাজিল |
২৫ মার্চ, ২০১৬ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-২ | ফিফা বিশ্বকাপ | ড্র |
২৪ মার্চ, ২০১৭ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৪-১ | ফিফা বিশ্বকাপ | ব্রাজিল |
১৬ নভেম্বর, ২০১৮ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ১-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল |
১৭ নভেম্বর, ২০২০ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ২-০ | ফিফা বিশ্বকাপ | ব্রাজিল |
১৪ অক্টোবর, ২০২১ | ব্রাজিল বনাম উরুগুয়ে | ৪-১ | ফিফা বিশ্বকাপ | ব্রাজিল |
আরো দেখুন:
ব্রাজিল বনাম উরুগুয়ে কোন দল বেশি শক্তিশালী?
ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি, কোপা আমেরিকায় দুই দেশ মুখোমুখি হয়েছে মোট ২৬ বার। এর মধ্যে ব্রাজিল জয়লাভ করেছে ১১ টি ম্যাচে এবং উরুগুয়ে জিতেছে ১০টি ম্যাচ। সংখ্যার দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও লড়াইয়ে পিছিয়ে নেই উরুগুয়ে। অন্যদিকে ফিফা বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে মোট ১২ বার। এতে ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান হলো ৭ বনাম ২। বাকি ৩ টি ম্যাচ ড্র হলেও, বিশ্বজয়ের লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছে ব্রাজিল।
দুই দেশের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মোট ১২ টি, যার মধ্যে উরুগুয়ে জয় পেয়েছে মাত্র ২ টি ম্যাচে। ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান আরো বলছে, ১৮ বারের কোপা রিও ব্রাঞ্চোতে ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচ জয়ের হিসাব হলো ৭ বনাম ৪। ৪ বারের কোপা ডেল আটলান্টিকোতে উরুগুয়ে জয় পেয়েছে মাত্র একবার। এছাড়া দুই দলের হাতেই রয়েছে দু’টি ভিন্ন ভিন্ন শিরোপা। ফিফা ফেডারেশন কাপ এবং প্যান-অ্যামেরিকান চ্যাম্পিয়নশিপে উরুগুয়েকে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। অন্যদিকে গোল্ড কাপ এবং বেনিফিট ম্যাচে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে উরুগুয়ে।
ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ ২০২৪
কাতার বিশ্বকাপ ২০২২ এ ব্রাজিল এবং উরুগুয়ে দুটি ভিন্ন গ্রুপে পড়েছে। তাই এই দুই দলের মধ্যে খেলোয়ার সম্ভাবনা খুবই কম। যদি ব্রাজিল বনাম উরুগুয়ে ২০২২ এ কোন খেলা অনুষ্ঠিত হয় তাহলে আমরা আপডেট পরিসংখ্যান জানিয়ে দিব।
সর্বশেষ কথা: সুতরাং ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান এর দিকে তাকালে আমরা সবচেয়ে বেশি সফল দেশ হিসেবে ব্রাজিলকেই দেখতে পাই। সামনের দিনগুলোতে হয়তো সমীকরণ বদলে ব্রাজিলকে পেছনে ফেলে আবারো ঘুরে দাঁড়াবে উরুগুয়ে। তবে সে পর্যন্ত ফুটবল বিশ্বে শক্তিশালী দেশের তকমা ব্রাজিলকেই দিতে হচ্ছে। তাই আজকের পোস্টে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া কাচার বিশ্বকাপ ২০২২ এর সকল আপডেট সবার আগে পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।