আর্জেন্টিনা বনাম যুক্তরাষ্ট্র পরিসংখ্যান 2024
আর্জেন্টিনা বনাম যুক্তরাষ্ট্র পরিসংখ্যান 2024 | Argentina vs United States | যুক্তরাষ্ট্র বনাম আর্জেন্টিনা পরিসংখ্যান 2024
২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব উতরিয়ে নিজেদের নাম রাউন্ড ১৬ তে নিয়ে গেছে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ড এর সাথে ম্যাচে জিতে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে আর্জেন্টিনার।
আর্জেন্টিনা আর যুক্তরাষ্ট্রের এই অনুষ্ঠিত এই ম্যাচে দেখার আগে চলুন দেখে নেই তাদের ও পূর্বের পরিসংখ্যান কি বলছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর্জেন্টিনা বনাম যুক্তরাষ্ট্র পরিসংখ্যান। আর পরিসংখ্যান খুব ভালোভাবে লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে বিশ্বকাপের দৌড়াত্ম্যে কে কতটা এগিয়ে থাকবে।
আরো দেখুন:
আর্জেন্টিনা বনাম যুক্তরাষ্ট্র পরিসংখ্যান ২০২৪ | Argentina vs United States Head to Head
- আর্জেন্টিনার জয় – ০৬
- ড্র – ০২
- যুক্তরাষ্ট্রের জয় – ০২
তারিখ | ম্যাচ | ফলাফল | স্কোর | প্রতিযোগিতা |
২৬ জুলাই ১৯৩০ | আর্জেন্টিনা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | আর্জেন্টিনা বিজয়ী | ৬-১ | ফিফা বিশ্বকাপ |
২১ আগস্ট ১৯৭৫ | আর্জেন্টিনা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | আর্জেন্টিনা বিজয়ী | ৬-০ | কোপা ডি মেক্সিকো |
১৯ মে ১৯৯১ মার্কিন | আর্জেন্টিনা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র বিজয়ী | ১-০ | আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ |
১৪ জুলাই ১৯৯৫ | আর্জেন্টিনা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র বিজয়ী | ০-৩ | কোপা আমেরিকা |
১৩ জুন ১৯৯ | আর্জেন্টিনা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র বিজয়ী | ০-১ | আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ |
০৮ ফেব্রুয়ারী ২০০৩ | আর্জেন্টিনা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | আর্জেন্টিনা বিজয়ী | ১-০ | আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ |
২৮ জুন ২০০৭ | আর্জেন্টিনা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | আর্জেন্টিনা বিজয়ী | ৪-১ | কোপা আমেরিকা |
০৮ জুন ২০০৮ | আর্জেন্টিনা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | ড্র | ০-০ | আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ |
২৬ মার্চ ২০১১ | আর্জেন্টিনা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | ড্র | ১-১ | আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ |
২১ জুন ২০১৬ | আর্জেন্টিনা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | আর্জেন্টিনা বিজয়ী | ৪-০ | কোপা আমেরিকা |
আর্জেন্টিনা বনাম যুক্তরাষ্ট্র কে কত শক্তিশালী?
১৯৩০ সালের ২৬ শে জুলাই আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রের ফিফা বিশ্বকাপে। যেখানে আর্জেন্টিনা বিশাল জয় পেয়েছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাষ্ট্র ফিফার ঐ ম্যাচে আর্জেন্টিনা এত ভাল খেলে যে ছয় এক গোলের বিশাল এক পার্থক্য তৈরি করে নিজেদের আর যুক্তরাষ্ট্রের মাঝে। অসাধারণ এক ম্যাচ দিয়ে সমাপ্তি টানে ঐ দিনের খেলাটি।
এরপর আর্জেন্টিনা আবার ১৯৭৫ সালে কোপা দে মেক্সিকো কাপে যুক্তরাষ্ট্রকে গোলশূন্য অবস্থায় হারিয়ে দেয় ৬-০ গোলের ব্যবধানে। সেদিন এক অসাধারণ মেসেজ ছিল সেটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর্জেন্টিনার।
২০০৭ সালে আর্জেন্টিনা আবার সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি করে কোপা আমেরিকাতে। সেই ম্যাচে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪-১ গোল করে জয় পায়।
শেষ ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২০১৬ সালের ২১ জুন সেই ম্যাচেও আর্জেন্টিনা ৪ গোল দেয় যুক্তরাষ্ট্রকে। আর যুক্তরাষ্ট্র গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।
যুক্তরাষ্ট্রের সাথে আর্জেন্টিনা ম্যাচ খেলে এই পর্যন্ত এর মধ্যে আর্জেন্টিনা ৬টিতে বিশাল গোলের ব্যবধানে জয় পায়। অপরদিকে যুক্তরাষ্ট্র দুইটিতে জয় পায় আর বাকি দুটি ম্যাচ ড্র হয় উভয়ের মাঝে। সহজেই বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা কতটা এড়িয়ে যুক্তরাষ্ট্রের তুলনায়।
সমাপ্তি: আর্জেন্টিনা বনাম যুক্তরাষ্ট্র পরিসংখ্যান ম্যাচ কেমন হবে সেটাই তো ম্যাচের শেষেই জানা যাবে তার আগে দুই দলের মধ্যে ক্ষমতা কার বেশি কার কম তা তো একটু পরিসংখ্যান ঘাটলেই বোঝা যায় সহজে। কিন্তু বিশ্বকাপ এত সহজ কোনো বিষয় নাই এখানে অনেক শক্তিশালী দলও চট করে হেরে যেতে পারে। কিন্তু পরিসংখ্যান দেখে জয়ের দিক থেকে এগিয়ে থাকলে একটা আত্মবিশ্বাস কাজ করে দলগুলোর মধ্যে।