১ মিটার সমান কত ফুট ও কত ইঞ্চি? | ১ মিটার সমান কত গজ
১ মিটার সমান কত ফুট ও কত ইঞ্চি? | ১ মিটার সমান কত গজ | ১ মিটার সমান কত সেন্টিমিটার
প্রাথমিক জীবনে আমাদের ফুট ইঞ্চি মিটার সেন্টিমিটার এগুলো অতি গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়োজন হয়। কোন না কোন বিষয়গুলো আমাদের প্রয়োজন হয়। আমাদের আজকের আর্টিকেলের টাইটেল ১ মিটার সমান কত ফুট ও কত ইঞ্চি? এই প্রশ্নের উত্তর ছাড়াও আরো কিছু বিস্তারিত শিক্ষনীয় বিষয় থাকছে এই আর্টিকেলটিতে।
১ মিটার = ৩.২৮০৮৪ ফুট। কথায়, ১ মিটার সমান তিন দশমিক দুই আট শূণ্য আট চার ফুট। ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি। কথায়, এক মিটার সমান ঊনচল্লিশ দশমিক তিন সাত।
আরো দেখুনঃ
১ মিটার সমান কত ফুট?
১ মিটার = ৩.২৮০৮৪ ফুট
উদাহরণ ১: ৩০ মিটার = কত ফুট?
আমরা জানি,
১ মিটার = ৩.২৮০৮৪ ফুট
∴ ৩০ মিটার = ৩০ × ৩.২৮০৮ ফুট
= ৯৮.৪২৪ফুট
উদাহরণ ২: ৪৫ = কত ফুট?
আমরা জানি,
১ মিটার = ৩.২৮০৮৪ ফুট
∴ ৪৫ মিটার = ৪৫ × ৩.২৮০৮ ফুট
= ১৪৭.৬৩৬ ফুট
মিটারকে ফুটে রূপান্তর করার ধারাবাহিক কিছু নমুনা
- ১মি = ৩.২৮০৮ ফুট
- ২মি = ৬.৫৬১৬ ফুট
- ৩মি = ৯.৮৪২৪ ফুট
- ৪মি = ১৩.১২৩২ ফুট
- ৫মি = ১৬.৪০৪ ফুট
- ৬মি = ১৯.৬৮৪৮ ফুট
- ৭মি = ২২.৯৬৫৬ ফুট
- ৮মি = ২৬.২৪৬৪ ফুট
- ৯মি = ২৯.৫২৭২ ফুট
- ১০মি = ৩২.৮০৮ ফুট
১ মিটার সমান কত ইঞ্চি?
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
উদাহরণ ১: ৬৩ মিটার = কত ইঞ্চি?
আমরা জানি,
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
∴ ৬৩ মিটার = ৬৩ × ৩৯.৩৭ ইঞ্চি
= ২৪৮০.৩১ ইঞ্চি
উদাহরণ ২: ১১২ মিটার = কত ইঞ্চি?
আমরা জানি,
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
∴ ১১২ মিটার = ১১২ × ৩৯.৩৭ ইঞ্চি
= ৪৪০৯.৪৪ ইঞ্চি
মিটারকে ইঞ্চিতে রূপান্তর করার ধারাবাহিক কিছু নমুনা
- ১মি = ৩৯.৩৭ ইঞ্চি
- ২মি = ৭৮.৭৪ ইঞ্চি
- ৩মি = ১১৮.১১ ইঞ্চি
- ৪মি = ১৫৭.৪৮ ইঞ্চি
- ৫মি = ১৯৬.৮৫ ইঞ্চি
- ৬মি = ২৩৬.২২ ইঞ্চি
- ৭মি = ২৭৫.৫৯ ইঞ্চি
- ৮মি = ৩১৪.৯৬ ইঞ্চি
- ৯মি = ৩৫৪.৩৩ ইঞ্চি
- ১০মি = ৩৯৩.৭ ইঞ্চি
১ মিটার সমান কত সেন্টিমিটার?
১ মিটার = ১০০ সেন্টিমিটার
উদাহরণ ১: ৩ মিটার = কত সেন্টিমিটার?
আমরা জানি,
১ মিটার = ১০০ সেন্টিমিটার
∴ ৩ মিটার = ৩ × ১০০ সেন্টিমিটার
= ৩০০ সেন্টিমিটার
উদাহরণ ২: ৭ মিটার = কত ইঞ্চি?
আমরা জানি,
১ মিটার = ১০০ সেন্টিমিটার
∴ ৭ মিটার = ৭ × ১০০ সেন্টিমিটার
= ৭০০ সেন্টিমিটার
মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করার ধারাবাহিক কিছু নমুনা-
- ১মি = ১০০ সেমি
- ২মি = ২০০ সেমি
- ৩মি = ৩০০ সেমি
- ৪মি = ৪০০ সেমি
- ৫মি = ৫০০ সেমি
- ৬মি = ৬০০ সেমি
- ৭মি = ৭০০ সেমি
- ৮মি = ৮০০ সেমি
- ৯মি = ৯০০ সেমি \
- ১০মি = ১০০০ সেমি
১ মিটার সমান কত গজ
১ মিটার = ১.০৯৩৬ গজ
উদাহরণ ১: ১৪ মিটার = কত গজ?
আমরা জানি,
১ মিটার = ১.০৯৩৬ গজ
∴ ১৪ মিটার = ১৪ × ১.০৯৩৬ গজ
= ১৫.৩১০৪ গজ
উদাহরণ ২: ১৭ মিটার = কত গজ?
আমরা জানি,
১ মিটার = ১.০৯৩৬ গজ
∴ ১৭ মিটার = ১৭ × ১.০৯৩৬ গজ
= ১৮.৫৯১২ গজ
মিটারকে গজে রূপান্তর করার ধারাবাহিক কিছু নমুনা-
- ১মি = ১.০৯৩৬ গজ
- ২মি = ২.১৮৭২ গজ
- ৩মি = ৩.২৮০৮ গজ
- ৪মি = ৪.৩৭৪৪ গজ
- ৫মি = ৫.৪৬৮ গজ
- ৬মি = ৬.৫৬১৬ গজ
- ৭মি = ৭.৬৫৫২ গজ
- ৮মি = ৮.৭৪৮৮ গজ
- ৯মি = ৯.৮৪২৪ গজ
- ১০মি = ১০.৯৩৬ গজ
১ মিটার সমান কত কিলোমিটার?
১ মিটার = ০.০০১ কিলোমিটার
উদাহরণ ১: ৫৮ মিটার = কত কিলোমিটার?
আমরা জানি,
১ মিটার = ০.০০১ কিলোমিটার
∴ ৫৮ মিটার = ৫৮ × ১.০৯৩৬ কিলোমিটার
= ০.০৫৮ কিমি
উদাহরণ ২: ১০৯ মিটার = কত ইঞ্চি?
আমরা জানি,
১ মিটার = ০.০০১ কিলোমিটার
∴ ১০৯ মিটার = ১০৯ × ১.০৯৩৬ কিলোমিটার
= ০.১০৯ কিমি
মিটারকে কিলোমিটারে রূপান্তর করার ধারাবাহিক কিছু নমুনা
- ১মি = ০.০০১ কিমি
- ২মি = ০.০০২ কিমি
- ৩মি = ০.০০৩ কিমি
- ৪মি = ০.০০৪ কিমি
- ৫মি = ০.০০৫ কিমি
- ৬মি = ০.০০৬ কিমি
- ৭মি = ০.০০৭ কিমি
- ৮মি = ০.০০৮ কিমি
- ৯মি = ০.০০৯ কিমি
- ১০মি = ০.০১ কিমি
আরো দেখুনঃ
সমাপ্তি: আমাদের আজকের আর্টিকেলের বিষয়বস্তু ছিল ১ মিটার সমান কত ফুট, ১ মিটার সমান কত ইঞ্চি, ১ মিটার সমান কত সেন্টিমিটার, ১ মিটার সমান কত গজ, ১ মিটার সমান কত কিলোমিটার। আশা করছি ছাত্র-ছাত্রীরা এই সবগুলো প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এরপরে যে কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টবক্সে জানাতে পারেন।