vlxxviet mms desi xnxx

আইপিএল চ্যাম্পিয়ন তালিকা

0
4/5 - (2 votes)

আইপিএল চ্যাম্পিয়ন তালিকা | IPL Champions List | আইপিএল কে কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

আমাদের মধ্যে অনেকে আছেন যারা আইপিএল চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে জানতে চায়। তাঁর আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। আইপিএল এর মিনি নিলাম শেষ হয়েছে। দশটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবে। কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস এর মতো টিম গুলো বেশ ভালো ভালো খেলোয়াড়দের নিজেদের দলে টেনে নিয়েছে। 

আইপিএল নিয়ে প্রতিবারই বেশ উত্তেজনা কাজ করে ক্রিকেট প্রেমীদের মাঝে। এবার আইপিএল ২০২৪ এর মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে মার্চ মাসের শেষের দিকটায়। আইপিএল এ সবথেকে সফল হলো মুম্বাই ইন্ডিয়ান্স। আর এরপরে চেন্নাই সুপার কিংস। আর তৃতীয়ত কলকাতা নাইট রাইডার্স।

আরো দেখুন:

তবে আইপিএল এর দুই একটি দল বাদে প্রতিটি দলই মোটামুটি এক বার না এক বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু বিরাট কোহলি যে দলের অধিনায়ক অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ঐ দলটি ফাইনাল পর্যন্ত উঠলেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। আজ আমরা আইপিএল চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে জানব। চলুন শুরু যাক.

আইপিএল চ্যাম্পিয়ন তালিকা | IPL Champions List

অনেকেই জানেন না, কোন দল ঠিক কতবার আইপিএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে৷ আজ আমরা এই লেখায় জানিয়ে দিব কোন দল কত সালে চ্যম্পিয়ন হয়েছে, একই সাথে রানার্স আপ হয়েছে কোন দল। নিচে আইপিএল চ্যাম্পিয়ন তালিকা দেওয়া হল-

ক্রমসালচ্যাম্পিয়নরানার্স আপ
২০০৮ আইপিএলরাজস্থান রয়েলসচেন্নাই সুপার কিংস
২০০৯ আইপিএলডেকান চার্জার্সরয়্যাল চ্যলেঞ্জার্স ব্যাঙ্গালোর
২০১০ আইপিএলচেন্নাই সুপার কিংসমুম্বাই ইন্ডিয়ান্স
২০১১ আইপিএলচেন্নাই সুপার কিংসরয়্যাল চ্যলেঞ্জার্স ব্যাঙ্গালোর
২০১২ আইপিএলকলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস
২০১৩ আইপিএলমুম্বাই ইন্ডিয়ান্সচেন্নাই সুপার কিংস
২০১৪ আইপিএলকলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাব
২০১৫ আইপিএলমুম্বাই ইন্ডিয়ান্সচেন্নাই সুপার কিংস
২০১৬ আইপিএলসানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর
১০২০১৭ আইপিএলমুম্বাই ইন্ডিয়ান্সরাইজিং পুনে সুপার জায়ান্ট 
১১২০১৮ আইপিএলচেন্নাই সুপার কিংসসানরাইজার্স হায়দ্রাবাদ 
১২২০১৯ আইপিএলমুম্বাই ইন্ডিয়ান্সচেন্নাই সুপার কিংস
১৩২০২০ আইপিএলমুম্বাই ইন্ডিয়ান্সদিল্লি ক্যাপিটালস
১৪২০২১ আইপিএলচেন্নাই সুপার কিংসকলকাতা নাইট রাইডার্স 
১৫২০২২ আইপিএলগুজরাট টাইটানসরাজস্থান রয়েলস
১৬২০২৩ আইপিএলচেন্নাই সুপার কিংসগুজরাট টাইটানস

আইপিএল শিরোপা কে কতবার নিয়েছে?

উপরের তালিকা থেকে আপনারা দেখতে পেয়েছেন যে, সর্বপ্রথম অনুষ্ঠিত হওয়া আইপিএল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো রাজস্থান রয়েলস। আর সে-বারের রানার্স আপ চেন্নাই সুপার কিংস। এখন আমরা আইপিএল চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে বিস্তারিত জানবো।

রাজস্থান রয়েলস কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

শুধুমাত্র প্রথমবারই চ্যাম্পিয়ন হয় এই টিম। তবে এর পরে আর শিরোপা জিততে পারেনি। তবে ২০২২ সালে ফাইনালে উঠে গুজরাট টাইটানস এর সাথে হেরে রানার্স আপ হয় দলটি।

কলকাতা নাইট রাইডার্স কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

২০১২ ও ২০১৪ এই দুইবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করে ক্লাবটি। এরপরে আর চ্যাম্পিয়ন হতে না পারলেও ২০২১ সালে ফাইনালে উঠে চেন্নাই সুপার কিংস এর কাছে হেরে যায় দলটি।

চেন্নাই সুপার কিংস কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

আইপিএল টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এই চারবার চ্যাম্পিয়ন হয় দলটি। চেন্নাই সুপার কিংস এছাড়াও বেশ কয়েকবার ফাইনালে উঠেছে। ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৯ মোট পাঁচবার রানার্স আপ হয় এই ক্লাব।

মুম্বাই ইন্ডিয়ান্স কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

ইতিহাসে সবচেয়ে বেশি সময় চ্যাম্পিয়ন হওয়া দল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ এই ৫ বার আইপিএল টুর্নামেন্টে শিরোপা কেড়ে নেয় ক্লাবটি। আর ২০১০ সালে একবার রানার্স আপ হয়। 

দিল্লি ক্যাপিটালস কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

দিল্লি ক্যাপিটালস কখনো চ্যম্পিয়নের শিরোপা জেতেনি। তবে ২০২০ সালে ফাইনালে উেঠ রানার্স আপ হয় দলটি।

সানরাইজার্স হায়দ্রাবাদ কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

২০১৬ আইপিএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় দলটি। আর ২০১৮ তে ফাইনাল ম্যাচে উঠে রানার্স আপ হয়।

ডেকান চার্জাস কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

এই ক্লাবের এখন কোনো নাম ডাক নেই। তবে ২০০৯ সালের চ্যাম্পিয়ন হয় দলটি৷ এই এক বারই ফাইনালে ওঠে ক্লাবটি।

কিংস ইলেভেন পাঞ্জাব কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

২০১৪ সালের আইপিএল টুর্নামেন্টে রানার্স আপ হয় দলটি। এই একবারই ফাইনালে ওঠে তারা।

রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

এই দলটি ২০০৯, ২০১১, ২০১৬ মোট ৩ বার ফাইনালে ওঠে। আর তিনবারই রানার্স আপ হয়। বিরাট কোহলি এই দলের অধিনায়ক।

রাইজিং পুনে সুপার জায়ান্ট কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

২০১৭ আইপিএল টুর্নামেন্টে একবারই ফাইনালে ওঠে ক্লাবটি। আর সেবার রানার্স আপ হয়।

গুজরাট টাইটানস কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

গুজরাট টাইটানস শুধুমাত্র ১ বার ফাইনালে ওঠে। ২০২২ সালে প্রথম বারের মতোই চ্যাম্পিয়ন হয় ক্লাবটি।

আরো দেখুন: আইপিএল দলের তালিকা ২০২৪

আইপিএল ২০২৪

২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটানস, পাঞ্জাব কিংস থাকছে। এছাড়াও আরো ৫ টি ক্লাব খেলবে এবারের আইপিএল টুর্নামেন্টে। মোট ১০ টি দলের ভেতরে কম্পিটিশন হবে। কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়েছে। দিল্লি ক্যাপিটালস নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এবার শুধু দেখার পালা, কোনো দল চ্যাম্পিয়ন হয়।

আইপিএল চ্যাম্পিয়ন তালিকা FAQ 

  • চেন্নাই আইপিএলে কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

চেন্নাই সুপার কিংস মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে।

  • মুম্বাই আইপিএলে কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে।

  • কলকাতা আইপিএলে কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

কলকাতা নাইট রাইডার্স মোট ২ বার চ্যাম্পিয়ন হয়েছে।

সর্বশেষ কথা: এই লেখায় আমরা আলোচনা করলাম আইপিএল চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে। আশা করি লেখা থেকে, আপনারা বিস্তারিত জানতে পেরেছেন কোন দল, কত সালে, মোট কয়বার আইপিএল টুর্নামেন্টে শিরোপা জয় লাভ করেছে। আইপিএল নিয়ে এরকম আরো লেখা পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex