টিন সার্টিফিকেট ডাউনলোড
টিন সার্টিফিকেট ডাউনলোড (তৈরী, যাচাই, নবায়ন)
আপনি কি আপনার ব্যবসাকে সরকারি নিবন্ধনের আওতায় নিয়ে আসতে চাচ্ছেন? টিন সার্টিফিকেট ডাউনলোড (তৈরি, যাচাই,নবায়ন) সম্পর্কে জানতে চাচ্ছেন?
বর্তমান সময়ে মানুষে আগের তুলনায় অনেক এগিয়েছে। এগিয়েছে শিক্ষার খাতে ,এগিয়েছে কর্মে। কর্মের ক্ষেত্রে মানুষের চিন্তাধারার বেশ পরিবর্তন ঘটেছে। একসময় মানুষ পড়াশোনা শেষ করে চাকরির মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের পথ বেঁচে নিতেন। কিন্তু বর্তমানে মানুষের মাঝে কারো অধীনে কাজ না করার এক ধরণের মানুসিকতা তৈরী হয়েছে। ফলে সেই থেকে মানুষের মনে সূত্রপাত হয়েছে ব্যবসার ধারণার। টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে জানতে চাইলে সাথেই থাকুন।
সময়ের ক্রমবর্ধমান ধারার সাথে পাল্লা দিয়ে এখন সকলে এসেছে এই ব্যবসা সেক্টরে। এই সেক্টরে নিজের স্বাধীনমতো কাজ করা যায় বিধায় বর্তমানে সকলের আগ্রহের কেন্দ্রবিন্ধু এখন এই সেক্টর। এই সেক্টরে মুনাফার পরিমান বেশি বিধায় ,স্বাধীন এবং স্বচ্ছলভাবে জীবনযাপন করা যায় বিধায় এই সেক্টরের ডিমান্ড এখন বেশি। বর্তমানে অনেকে নিজের ক্যারিয়ার গোড়ার ক্ষেত্রে হিসেবে বেঁচে নিচ্ছে এই সেক্টরকে। আরো জানুন টিন সার্টিফিকেট ডাউনলোড সম্পর্কে।
ব্যবসা করার থেকে পরিকল্পনা এবং মূলধন যেন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি করে ব্যবসার ক্ষেত্রে আপনার নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ।আপনি কি ধরণের ব্যবসা করবেন তা আপনাকে ব্যবসার শুরুটা সরকার থেকে এক ধরণের অনুমতি পত্র গ্রহণ করতে হয়। সেই পত্রকে বলা হয় টিন সার্টিফিকেট। এটি যেকোনো ধরণের ব্যবসায়ের ক্ষেত্রে একটি মূল কাগজ হিসেবে চিহ্নিত। কারণ আপনার পরবর্তীতে সকল ধরণের কাজের প্রয়োজন হবে এই কাগজের। তাই যেকোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে টিন সার্টিফিকেটের গুরুত্ব অত্যাধিক। টিন সার্টিফিকেট ডাউনলোড সম্পর্কে জানতে হলে চোখ রাখুন আজকের আর্টিকেলের মাধ্যমে।
টিন সার্টিফিকেট কি?
যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় হল টিন সার্টিফিকেট। তারা প্রায় কম বেশি সকলে পরিচিতি এই ব্যাপারটির সাথে। টেক্স আইডেন্টিটি পেয়ার এর সংক্ষিপ্ত রুপা হল টিন। কোন ব্যবসা নিবন্ধনের ক্ষেত্রে এই তিন সার্টিফিকেট খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। সরকারিভাবে নিবন্ধনের মাধ্যমে তিন সার্টিফিকেট পেয়ে থাকে। মূলত ১২ নাম্বারের হয়ে থাকে একটি টিন ডিজিট যা যেকোনো ধরণের ব্যবসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে। আরো জানুন টিন সার্টিফিকেট ডাউনলোড সম্পর্কে।
কখন টিন সার্টিফিকেট তৈরি করবেন?
বর্তমানে ব্যবসায়ীরা অনেক বেশি সচেতন। তাই অনেকে বেশ আগে থেকে তাদের কাজকে সহজ করে তোলার জন্য টিন সার্টিফিকেট করে থাকে। তবে আপনি যদি টিন সার্টিফিকেট তৈরী করতে চান তাহলে আপনাকে কিছু কিছু বিষয় মেনে চলতে হবে
যেমন:
আপনার আয় যদি ২ লক্ষ ২৫ হাজার টাকার উপরে হতে হবে।
আপনাকে ইনকাম ট্যাক্স দেওয়ার পূর্বে।
উপরের দুইটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি টিন সার্টিফিকেট তৈরির যোগ্য বলে বিবেচিত হবেন। টিন সার্টিফিকেট ডাউনলোড সম্পর্কে জানতে সাথেই থাকুন।
টিন সার্টিফিকেটের জন্য আবেদন করার নিয়ম
আপনি যদি টিন সার্টিফিকেট নেওয়ার পরিকল্পনা করে থাকেন কিংবা আপনি যদি টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করতে চান তাহলে আপনি খুব সহজে তা আবেদন করতে পারবেন।তবে টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে।টিন সার্টিফিকেট এর জন্য আপনাকে যে সকল কাগজপত্র সংগ্রহে রাখতে হবে তা হলঃ
আপনার ন্যাশানাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র।
ব্যক্তিগত মোবাইল নাম্বার।
স্থায়ী ঠিকানা।
বর্তমান ঠিকানা।
আপনি চাইলে অনলাইন কিংবা অফলাইন দুইভাবে আবেদন করতে পারবেন টিন সার্টিফিকেট এর জন্য। আজকের আলোচনায় আমি দুইভাবেই আবেদন প্রক্রিয়া তুলে ধরব আপনাদের সামনে।
অনলাইন আবেদন প্রক্তিয়াঃ
অনলাইনে টিন সার্টিফিকেট আবেদন প্রক্তিয়াকে বলা হয় ই-টিন আবেদন প্রক্তিয়া।চলুন তাহলে জেনে নেই অনলাইনের মাধ্যমে ই-টিন আবেদন প্রক্রিয়ার কথা-
প্রথমে নিম্নের ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে নিতে হবে।
ওয়েবসাইট লিংকঃ incometax.gov.
ওয়েবসাইটে প্রবেশ করে Registration লিখা নামক বাটনে ক্লিক করুন।
সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্যাদি যেমন নাম, মোবাইল নাম্বার,জন্ম নিবন্ধন নাম্বার,ন্যাশানাল আইডি কার্ড নাম্বার ইত্যাদি তথ্যাদি পূরণ করে নিন। তথ্যাদি দিয়ে পুরণ করে submit বাটনে ক্লিক করে নিন।
পরবর্তীতে আপনার দেওয়া যাবতীয় তথ্যাদি সমূব যাচাই বাছাই করে আপনাকে পরবর্তীতে টিন সার্টিফিকেট প্রদান করা হবে।
অনলাইনের মাধ্যমে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আপনি টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার নিচের ধাপসমূহ অবলম্বন করতে হবেঃ
আপনি প্রথমে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র সমূহ নিয়ে কর বিভাগের বরাবর ফরম সংগ্রহ করতে হবে।
উক্ত ফরমের মাধ্যমে আপনার যাবতীয় তথ্যাদি দিয়ে পূরণ করে নিতে হবে।
আপনার প্রদানকৃত তথ্য বিবেচনা করে আপনার যোগ্যতার উপর ভিত্তি করে প্রদান করা হবে টিন সার্টিফিকেট বা টিন নাম্বার।
জানতে হলে চোখ রাখুন টিন সার্টিফিকেট ডাউনলোড (তৈরি, যাচাই, নবায়ন) সম্পর্কে।
টিন সার্টিফিকেট যাচাই
ব্যবসায়িক কাজ সহ নানান ধরণের সুবিধা প্রদান করে থাকে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট এর মাধ্যমে আমাদের নানান ধরণের সুবিধা হয়ে থাকে। তাই টিন সার্টিফিকেট তৈরি করতে হলে আমাদের প্রয়োজন একেবারে নির্ভুল তথ্যাদি।যেহেতু টিন সার্টিফিকেট অনলাইনে কিংবা অফলাইনে তৈরি করা হয় সেক্ষেত্রে এর তথ্যাদিতে ভুল থাকা অস্বাভাবিক কিছু নয়।
কারণ বর্তমানে হাজার হাজার মানুষেরটিন সার্টিফিকেটের কাজ করতে হয় কর্তৃপক্ষের। তাই সেক্ষেত্রে নাম ,জন্মের তারিখ,প্রয়োজনীয় কাগজপত্রের ভুল এগুলো থাকা বেশ স্বাভাবিক ব্যাপার। কিন্তু অন্যদিকে আপনার প্ৰয়োজন একটি নির্ভুল টিন সার্টিফিকেট তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি ?
আপনি যখনি টিন সার্টিফিকেট পেয়ে যাবেন কিংবা হাতে পাবেন সবার আগে আপনার কাজ হল নির্ভুল ভাবে আপনার সকল ধরণের তথ্যাদি যাচাই বাছাই করা। এর ফলে কি হয় আপনি খুব সহজে আপনার প্রদত্ত তথ্যাদি ঠিক আছে কিংবা এ,কিংবা কোথাও ভুল আছে তা সহজে যাচাই বাছাই করে আপনি কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে পারেন। এতে কোন ধরণের ঝামেলা ছাড়াই আপনি আপনার সঠিক তথ্যের আলোকে আপনার টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন।
টিন সার্টিফিকেট বের করার নিয়ম
মূলত একটি টিন সার্টিফিকেট আমাদের বিভিন্ন ধরণের কাজে লেগে থাকে। তাই আপনি যখনি টিন সার্টিফিকেট তৈরি করতে যাবেন আপনাকে অবশ্যই ভবিষতে কাজের ক্ষেত্রে সেই সার্টিফিকেটের প্রয়োজন পড়তে পারে। তাই আপনি যদি সার্টিফিকেট বের করতে চান তাহলে আপনাকে সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে তা করতে হবে। চলুন তাহলে জেনে নেই সেই নিয়মসমূহ:
প্রথমে আপনাকে নিচের প্রদত্ত লিংকে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে।
ওয়েবসাইট লিংক:secure.incometax
আপনার সার্টিফিকেট এর আবেদন গ্রহণ যোগ্য হয়ে থাকলে আপনার ইউজার নেইম এবং পাসওয়ার্ড প্রদান করে হবে।
আপনি নাম এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজে আপনি এই সাইটে এন্টার করতে পারবেন।
এন্টার করেই আপনার সমস্ত তথ্যাদি পুরোরায় চেক করে নিক। সকল তথ্যাদি ঠিক আছে কিনা যাচাই বাছাই করে নিন।
তথ্যাদি সঠিক থাকলে আপনি যাচাই বাছাই করার পর ডাউনলোড অপশনে ক্লিক করুন।
এভাবে আপনি খুব সহজে টিন সার্টিফিকেট বের করতে পারবেন।
টিন সার্টিফিকেট ডাউনলোড | TIN Certificate Download
আপনি যদি টিন সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে আপনি সেক্ষেত্রে আপনার প্রদত্ত তথ্য তা করতে পারবেন। বর্তমানে আপনি ঘরে বসে আপনার টিন সার্টিফিকেট করতে পারবেন।সেজন্য আপনাকে secure.incometax.gov.
প্রদত্ত লিংকে গিয়ে আপনার মেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে খুব সহজে আপনি আপনার টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
টিন সার্টিফিকেট নবায়ন করার নিয়ম
আমাদের কাজের বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজন পরে থাকে টিন সার্টিফিকেটের। তাহলে আপনি যদি সেক্ষেত্রে টিন সার্টিফিকেট নবায়ন করতে চান তাহলে আপনাকে কিছু কিছু বিষয়ে অবশ্যই মেনে চলতে হবে।
প্রথমে প্রদত্ত ওয়েবসাইটে আপনাকে লগইন করে নিতে হবে। secure.incometax
আপনার প্রদত্ত টিন নম্বর প্ৰদান করলে আপনার টিন সার্টিফিকেটের জন্য প্রদত্ত সমস্ত তথ্যাদি চলে আসবে।
আপনি সমস্ত তথ্যাদি যাচাই করে নিবেন। যদি কোন তথ্যাদি আপনি ভুল পেয়ে থাকে তা এডিট অপশনে গিয়ে খুব সহজে ঠিক করে নিতে পারবেন।
পরবর্তীতে আপনি ঠিক কত সময়ের জন্য নবায়ন করতে চান তা পূরণ করতে হবে।
সমস্ত তথ্যাদি পূরণ করে আপনি আপনার টিন সার্টিফিকেট নবায়ন করতে পারেন।
উপসংহারঃ একটি টিন সার্টিফিকেট আমাদের সকলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে টিন সার্টিফিকেট ডাউনলোড (তৈরি, যাচাই,নবায়ন)সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি।আশা করি উক্ত ধাপসমূহ মেনে আপনি আপনার টিন সার্টিফিকেট পাবার সমস্ত ধাপ সম্পন্ন করতে পারবেন।