vlxxviet mms desi xnxx

14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস

0
Rate this post

14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে কিছু কথা | 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ইতিহাস

ভালোবাসা দিবস যাকে আমরা ইংরেজিতে ভ্যালেন্টাইন্স ডে বলে থাকি। প্রতিটি মানুষের মধ্যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। পৃথিবীতে প্রতিটি সম্পর্কের মধ্যে ভালোবাসা বিদ্যমান থাকলেও ভালোবাসা দিবস তাদের মধ্যে তেমন আলোড়ন সৃষ্টি করে না। তবে প্রেমিক-প্রেমিকাদের জন্য ভালবাসা দিবস মানে এক অন্য রকম দিবস।

তাই আজ আমরা আপনাদের মাঝে ভালোবাসা দিব সম্পরকিত একটি আর্টিকেল নিয়ে এসেছি। যেখানে আপনারা ভালোবাসা দিবসের সঠিক তথ্য এবং অন্যান্য আনুষঙ্গিক উক্তি এসএমএস স্ট্যাটাস কবিতা পাবেন। যাতে করে আপনারা আপনাদের ভালোবাসার মানুষটিকে ভালোবাসা দিবসের দিন সারপ্রাইজ দিতে পারেন। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের আর্টিকেলটি, যেখানে অপেক্ষা করছি আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা

14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস | Happy Valentines Day

আমাদের সকলের কাছে এখন সুস্পষ্ট হয়েছে যে 14 ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস। এবং এই ভালোবাসা দিবস কালক্রমে কিভাবে বর্তমান পর্যন্ত উদযাপন করে আসছে তার বিবরণ আমরা পূর্বে দিয়েছি। কিন্তু বর্তমানে বাংলাদেশে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এর অবস্থান কেমন?

বর্তমানে বাংলাদেশের তরুণ সমাজের কাছে ভালোবাসা দিবস খুবই জনপ্রিয় একটি দিবস হয়ে উঠেছে। পাশ্চাত্য সংস্কৃতি ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির মিশ্রিত হয়ে ভিন্নভাবে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। কিন্তু বাংলা পঞ্জিকা অনুসারে 13 ই ফেব্রুয়ারি হচ্ছে পহেলা ফাল্গুন এবং 14 ই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস

সুতরাং পরপর দুইদিন উৎসবের  আমি যে পরিপূর্ণ থাকে বাংলাদেশের তরুণ প্রজন্মের তরুণ-তরুণীরা। আর তরুণ-তরুণীরা বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে লাল রঙের পোশাক পরে প্রিয়জনদের সাথে আনন্দময় সময় কাটিয়ে থাকে। বর্তমানে ভালোবাসা দিবস মানে হচ্ছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিদ্যমান ভালোবাসা কে বোঝানো হয়। 

ভালোবাসা দিবস কবে?

আমরা সকলেই জানি যে ভালোবাসা দিবস কবে পালন করা হয়। আর ভালোবাসা দিবসের ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি যে কেন এই  দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।  সুতরাং ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 14 ই ফেব্রুয়ারি দিনটিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়।

তবে মুসলিম দেশগুলোতে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে অনেক বিরোধ রয়েছে। পশ্চিমা দেশগুলোতে বিশ্ব ভালোবাসা দিবস অন্যতম একটি দিন হিসেবে পালন করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য দেশগুলোতে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়। সুতরাং বিশ্ব ভালোবাসা দিবস 14 ই ফেব্রুয়ারি

আরো দেখুনঃ শুভ সকাল স্ট্যাটাস.

ভালোবাসা দিবস এর ইতিহাস

আমরা বাঙালিরা ভালোবাসা দিবস নিয়ে অনেক উদ্বিগ্ন থাকে। এবং এই ভালোবাসা দিবসকে ঘিরে আমাদের মধ্যে নানা ধরনের জল্পনা-কল্পনা সৃষ্টি হয়। কিন্তু এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই জানিনা। প্রতিটি দিবসের পেছনে ইতিহাস রয়েছে। ঠিক তেমনি ভালোবাসা দিবসেরও একটি ইতিহাস রয়েছে।

তাই আমাদের উচিত ভালোবাসা দিবস উদযাপন করার পূর্বে অবশ্যই ভালোবাসা দিবসের ইতিহাস সম্পর্কে জেনে নেয়া।  চলুন তাহলে জেনে নেই সেই ভালোবাসার সঠিক ইতিহাস, ইতিহাস থেকে আজকের এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করা হয়।

ইতালির রোম শহরে ২৬৯ সালে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক বাস করতেন। যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স। মূলত তার কাজ ছিল ধর্ম প্রচার করা। আর এই ধর্ম প্রচার করাকে কেন্দ্র করে তৎকালীন সময়ের রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস ফ্রেন্ড ভ্যালেন্টাইন্স কে বন্দী করেন। আরে বন্দি করার পেছনে মূল কারণ ছিল তৎকালীন সময়ে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল।

সেই সময়ে সেন্ট ভ্যালেন্টাইন জৈনিক কারারক্ষী দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন এবং সেইসাথে এসেই পাদ্রী এবং চিকিৎসকের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিন্তু তার এই জনপ্রিয়তা রোম সম্রাট মেনে নিতে পারেননি। তাই তিনি তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে মৃত্যুদণ্ড দেন। যেদিন তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় সেদিন ছিল 14 ই ফেব্রুয়ারি।

আর এই ঘটনাকে ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও সেই পাদ্রী ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন্স এর স্মরণে 14 ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস হিসেবে ঘোষণা করেন। খ্রিস্টানদের ধর্মের এই  রকম অনেক বিষয়কে কেন্দ্র করে বহু দিবস পালন করা হয়।

কিন্তু কালক্রমে খিস্তি ওদের এই ভ্যালেন্টাইন দিবস  বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্সের সরকার ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে দেন। অন্যদিকে ইংল্যান্ডের ক্ষমতাসীনরাও একসময় এই উৎসবকে নিষিদ্ধ ঘোষণা করেন। ধীরে ধীরে অস্ট্রিয়া-হাঙ্গেরি জার্মানি পাকিস্তান ইত্যাদি দেশগুলোতে ভ্যালেন্টাইন উৎসব সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পাকিস্তানের ভ্যালেন্টাইন দিবস নিষিদ্ধ হওয়ার মূল কারণ হচ্ছে এটি একটি ইসলাম বিরোধী দিবস। বর্তমান বাংলাদেশ এই দিবসটি কে অনেকে নিষিদ্ধ বললেও বাংলাদেশ সরকার কর্তৃক এখনো এই দিবসটি কে নিষিদ্ধ করা হয়নি।

বর্তমান সময়ে পাশ্চাত্যে এ ভালোবাসা দিবস মহাসমারোহ ভাবে উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্রে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে 100 কোটি পাউন্ড ব্যয় করে প্রতিবছর। আর এইগুলো হয় কার্ড ফুল চকলেট অন্যান্য উপহার সামগ্রী ক্রয় করার জন্য। এক জরিপে জানা যায় যে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ২.৫  আদান প্রদান করা হয়।

ভালোবাসা এসএমএস

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রিয়জনরা একজন আরেকজনকে ভালোবাসার এসএমএস পাঠিয়ে থাকে। আরে ভালোবাসার এসএমএস গুলো মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করে থাকে। কিন্তু অনেকেই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রিয়জনদের ভালোবাসার এসএমএস পাঠাতে চাইলেও নিজেরা এসএমএস লিখতে পারেন না তখন তারা গুগল থেকে ভালোবাসার এসএমএস সংগ্রহ  করেন।

আর তাদের জন্য আমরা আপনাদের মাঝে বিশ্ব ভালোবাসা দিবস কে কেন্দ্র করে ভালোবাসার এসএমএস নিয়ে এসেছি।  যাতে করে  আপনারা খুব সহজেই নিজের মনের কথা প্রিয়জনদের কাছে প্রকাশ করতে পারেন।

1

যত দূরে থাক না কেনো,
থাকবো তোমারই পাশে,
যেমন করে বৃষ্টি জড়িয়ে থাকে ঘাসে,
তোমার সকল কষ্ট মুছে,
মুখের হাসি ফিরিয়ে দিব।
হৃদয় থেকে বলছি তোমায়,
অনেক বেশি ভালোবাসি।

2

মিষ্টি মেয়ে, মিষ্টি  হেসে, মিষ্টি  কথা বলে
আমায় পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো ঐ নীল আকাশে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা ভালোবাসা,
আমি শুধু পেতে চাই তোমার ভালবাসা।

3

খুজে দেখো মনের মাঝে,
আমি আছি তোমার স্বপ্নের সাঁজে,
তুমি ভেসে যাও আমার হৃদয় জুড়ে
অনুভুতির সাগরে, 
সারা জীবন এভাবেই ভালোবাসে যাব।

4

তোমায় ভেবে হারিয়ে যাই অনেক দূরে
যেখানে রয়েছে  শুধু তোমার ভালোবাসার সূখের নীড়।
সেই নীড়কে আপন করে কাটিয়ে দিতে চাই শত জনম। 
তাই আমি কল্পনার সাগরে ভেসে চলে যাই, 
তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?

5

জানো পাখি কেন ডাকে?
তোমার ঘুম ভাঙ্গানোর জন্য।
জানো ফুল কেন ফোটে?
তুমি দেখবে তাই।
জানো আকাশ কেন কাঁদে?
মন খারাপ হলে।
জানো তোমাকে পছন্দ করি কেন? 
তুমি খুব ভাল লাগে বলে।
আর তোমায় ভাল লাগে বলে তোমায় এত ভালোবাসি।

6

প্রেম মানে হৃদয়ের টান, 
প্রেম মানে একটু অভিমান,
প্রেম মানে অফুরন্ত ভালোবাসা।

7

নিজেকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার ভালবেসেছি,
জীবনকে খুজতে গিয়ে তোমার মত জীবন সঙ্গী পেয়েছি।

8

কে তুমি?
কেন তোমায় আমি খুজি?
কেন তোমায় আমি কল্পনার সাগরে দেখতে পাই?
কেন তোমায় আমি অনুভব করি?
কেন তোমায় আমি চাই?
জানি না, কিছু জানি না,
শুধু জানি আমি তোমায় ভালোবাসি

9

কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখতে পেয়েছি তোমায়,
সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায় তোমার চাঁদ মুখ, 
তোমায় দেখে পাগল হয়ে যায় আমার মন
অজান্তেই বলে উঠি তোমায় ভালোবাসি

10

ভালোবাসা নীল আকাশের মত সত্য
শিশির ভেজা ঘাসের মত পবিত্র
কিন্তু সময়ের কাছে আমি পরাজিত
বাস্তবতার কাছে অবহেলিত
তবুও বলব আমি তোমায় ভালোবাসি

আরো দেখুনঃ শুভ সন্ধ্যা শুভেচ্ছা.

ভালোবাসা নিয়ে উক্তি

প্রিয় মানুষটিকে নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন  পথ অবলম্বন করি।  কিন্তু আমরা যখন আমরা নিজেদের ভালোবাসা নিজের মনের মানুষের কাছে প্রকাশ করতে যাই তখন যেন ভাষা হারিয়ে ফেলি।  আর তার জন্য আমরা ভালোবাসার মানুষের কাছে নিজের মনের কথা প্রকাশ করার জন্য ভালোবাসা উক্তি ব্যবহার করি।

কখনো বা নিজের হাতে তৈরি করি আবার কখনোবা বিখ্যাত কবি এবং লেখকদের উক্তি ব্যবহার করে নিজেদের মনের কথা ব্যক্ত করে থাকি।  নিম্নে কিছু ভালোবাসার উক্তি দেয়া হলো-

“অন্যের জন্যে নিজেকে বাঁচিয়ে রেখে নিজেকে নিজে অল্প অল্প করে শেষ করার নামই হলো ভালোবাসা।”

“ভালোবাসা হলো দুটি হৃদয়ের বন্ধন, যেখানে একটি ছাড়া অন্যটি অচল।”

“ভালোবাসা যা  দিয়ে যায়, তার চেয়ে বেশি কেড়ে নেয় ।”

“যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে, আর সেই কথা মনে করে তারা দু’জনেই কাদে, সে ভালোবাসার নাম হচ্ছে প্রকৃত ভালবাসা।”

“নিজেকে ভালোবাসতে শেখো, অন্যকে ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবন ভালোবাসারময় হয়ে উঠবে।”

“ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন যে সত্যিকারের ভালোবেসায় লিপ্ত হবে, যা সে নিজেও জানে না।”

“ভালোবাসা যখন অবহেলিত হয়ে যায় তখন ভালবাসার জায়গা দখল করে ঘৃণা।”

“বাস্তবতা অনেক রঙ্গিন, কারন বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও এক সময় অসহায় হয়ে পড়ে।”

“যে ভালোবাসা পেলো না, সে পৃথিবীতে হতভাগ্য হয়ে রইল।”

“ভালোবাসা এবং যত্ন দিলে মরুভূমিতেও ফুল ফোটানো সম্ভব”

“ভালোবাসার জন্যে অপেক্ষা করা অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট।”

“কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না দেয়, তাহলে নিজেকে নিঃস্ব এবং হতভাগ্য না ভেবে। নিজের আত্ম শক্তি বৃদ্ধি করুণ।”

“জীবনে শুধু মাত্র একটি মাত্র সুখ যার নাম ভালোবাসা।”

“যখন তুমি কাউকে ভালোবাসো তখন তুমি তার পুরোটাই ভালবাসো।”

“ভালোবাসা জীবনের যাত্রাকে অর্থবহ করে তোলে।”

“ভালোবাসার মধ্যে অবশ্যই কিছু পাগলামি থাকে তবে সেই পাগলামির পিছনের কারণ হচ্ছে ভালোবাসা।”

“ভালোবাসা কোন পদার্থ বিজ্ঞান নয় যে তুমি অভিকর্ষকে দায়ী করতে পারো না।”

“আমি তোমাকে ভালোবাসি তুমি কে সেটার জন্য নয় বরং তোমাকে পাওয়ার জন্য।”

“ভালোবাসার কোনো চিকিৎসা হয় না। কারন ভালোবাসা কোনো রোগ নয়।”

“তুমি তোমাকে ভালোবাসা দাও নতুবা কেউ দিতে আসবে না।”

“যার যোগ্য নও তুমি তার জন্য ভালোবাসার পাওয়ার চেয়ে ঘৃণত হওয়া উত্তম।”

“ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই যা  সময় দেখে তোমার জীবনে আসবে।”

“ভালোবাসা হলো বাতাসের ন্যায় কারন ভালোবাসা তুমি দেখতে পাবে না কিন্তু অনুভব করতে পারবে।”

“ভালোবাসা কখনো মারা যায় না ভালোবাসা তখনই মারা যায় যখন আমরা এর গুরুত্ব দিতে ভুলে যাই।”

“এমন কাউকে ভালোবাসবে যার কাছে তুমি অসাধারণ।”

“যেখানে ভালোবাসা আছে সেখানে জীবনের সুখ আছে।”

“দুটো মানুষ যখন ভালোবাসায় পড়ে তখন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যা দেখতে ভালো লাগে।কারন সত্যি কারের ভালোবাসার জন্য দুটো মানুষ যুদ্ধ করে যায়”

“জীবন হলো একটা ফুল যার মধু হচ্ছে ভালোবাসা।”

“পৃথিবীতে কোনো কিছু উপহার দিতে চাইলে অবশ্যই নিজেকে আগে ভালোবাসতে হবে।”

ভালোবাসা দিবসের কবিতা

14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে ঘিরে অনেকে কবিতা লিখেছেন। আর এই কবিতাগুলো হয়েছে বিশ্ব বিখ্যাত। আমরা আমাদের প্রিয়জনদের ভালোবাসার কথা জানানোর জন্য অনুরোধ এই কবিতাগুলো ব্যবহার করে থাকে। যেহেতু কবিতা লিখতে পারে না সেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম থেকে কবিতা সংগ্রহ করে নিজেদের আপনজনদেরকে কবিতার মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করে থাকি।

নিম্নে আপনাদের জন্য বিখ্যাত কবিদের কিছু কবিতা দেয়া হলো- যেখানে আপনারা কবিতার মাধ্যমে নিজেদের  আপনজনদের কাছে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবেন নির্বিঘ্নে। 

1

আমি যদি বৃষ্টি হতাম
স্পর্শ করতাম তোমার অন্তরকে,
ধুয়ে দিতাম বিষাদকে
মেঘলা বরণ অঙ্গ জুড়ে
তুমি আমায় জড়িয়ে নিতে।
কষ্ট আর পারতাে নাকো
কষ্ট দিতে।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে

2

ভালােবাসা মানে এক মুঠো রােদ
বসন্তের ঐ হাওয়া
ভালােবাসা মানে মনের সাগরে
স্বপ্নের তরী বাওয়া।
ভালােবাসা মানে শিশির ভেজা
সবুজ ঘাসের জমি ,
ভালােবাসা মানে সব সীমা ছারিয়ে
শুধু তুমি আর আমি।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে

3

মনের মাঝে জড়িয়ে আছাে
ভুলবো কেমন করে,
মুখটা তােমার ভেসে উঠে
আমার দুটি চোখে,
সুখের বাসা ফিরে পেলাম
তােমার এই মনে,
থাকবে আবার আপন হয়ে
যাবে নাতাে ভুলে,
তােমার হৃদয় ভরিয়ে দেব
আমি গোলাপ হয়ে
আমার জীবনে থাকবে তুমি
সুখের সাথী হয়ে।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে

4

আকাশ হয়ে তারা ফোটাবাে
যামিনী হয়ে চাঁদ ওঠাবাে
হাওয়া হয়ে ফুল ঝরাবাে
সবুজ হয়ে চোখ জুরাবাে
অবুঝ হয়ে মন ভরাবাে
কুসুম হয়ে রঙ ছড়াবাে
পথিক হয়ে পথ দেখাবাে
প্রেম হয়ে মন ভােলাবাে.
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে

5

মিষ্টি চাঁদের মিষ্টি আলাে
বাসি তােমায় অনেক ভালাে,
মিটি মিটি তারার মেলা
দেখবাে তােমায় সারাবেলা,
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবাে তােমায় সারাজীবন।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে

6
মনেতে আকাশ হয়ে রয়েছাে ছড়িয়ে
বলােনা কোথায় রাখি তােমায় লুকিয়ে।
থাকি যে বিভাের হয়ে শয়নে স্বপনে
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে
আমি যে ভালােবাসি শুধুই তােমাকে।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে

7

ভালােবাসার বন্ধন
তােমার আমার মাঝে,
দুখে সুখে বর্ষা বসন্তে
গ্রীষ্মের প্রখর দিনে ,
শীতের অলস দুপুরে
বারাে মাসে তেরাে পার্বনে
পাশে আছি পাশে থাকবাে
চিরবন্ধু হয়ে।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে

পিকচার ভালোবাসা

পিকচার ভালোবাসা

পিকচার ভালোবাসা

পিকচার ভালোবাসা

পিকচার ভালোবাসা

পিকচার ভালোবাসা

পিকচার ভালোবাসা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকি। তারমধ্যে পিকচার শেয়ার করা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। আমরা জানি যে, একটি পিকচার মনের সকল কথা বিস্তারিত ভাবে বুঝিয়ে দেয়। তাই আমরা অনেকে পিকচার এর মাধ্যমে নিজেদের প্রিয়জনদের কাছে ভালোবাসার কথা জানিয়ে থাকে।

এছাড়াও শুভেচ্ছাবার্তা জানানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস অথবা যেকোন সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার জন্য একটি পিকচার অন্যতম ভূমিকা পালন করে। আপনাদের সুবিধার্থে আমরা নিম্নে কিছু পিকচার দিচ্ছি।

আরো দেখুনঃ রোমান্টিক স্ট্যাটাস.

উপসংহার: আশা করি আপনারা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এর ইতিহাস জানতে পেরেছেন এবং এর বিস্তারিত জানাতে পেরেছি।  আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে ভালোবাসা দিবস খুব ভালো হবে উদযাপন করুন এই শুভকামনা আপনাদের জন্য রইল। আপনার যদি আমাদের কাছ থেকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সম্পর্কিত আরো তথ্য জানতে চান তাহলে আমাদের নিম্নে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex