রোমান্টিক স্ট্যাটাস
রোমান্টিক স্ট্যাটাস | Bengali Romantic Status
ভালোবাসার মানুষটিকে আমরা কতটা ভালবাসি সেটা প্রকাশ করার জন্যই আমরা সাধারণত রোমান্টিক স্ট্যাটাস দিয়ে থাকি। ভালবাসা ভালবাসাই এবং এর অনুভুতি সবসময়ের জন্য একই । সময় এখানে একমাএ অথবা প্রধান কারন নয়। বাস্তবতার বেড়াজালে যখন ভালবাসার মানুষ দুজন একে অন্য থেকে হয় বিচ্ছিন্ন, যখন মনের হাজার ইচ্ছাও দুটি মানুষকে রাখতে পারেনা কাছাকাছি তখন কিন্তু তাদের মধ্যে তীব্র বেদনার তৈরী হয়। কিন্তু এই বেদনাটাকে যদি আমরা বিশ্লেষন করি তাহলে দেখতে পাই যে তারা একজন আর একজনকে খুব মিস করতেছে, মিস করতেছে তাদের হাসি,কান্না,খুনসুটি। হয়ত তারা চোখও মোছে মনের মানুষের কথা ভেবে। আবার তাদের নির্মল আনন্দের উপলক্ষ্য এই কষ্টময় বেদনাটুকুই।
তারা এটা ভেবে খুশি হয় যে তার ভালবাসার মানুষটি তাকে কত মিস করতেছে, তাকে নিয়ে কত ভাবতেছে, তার জন্য কথা জমিয়ে রাখতেছে। তারা ভেবে খুবই পুলকিত হয় যে তারা একজন আরএকজনকে কত ভালবাসে। সত্যি বেদনাও মানুষকে আনন্দ দিতে পারে, দিতে পারে মনের মানুষকে নিয়ে গর্ব করার সুখময় সুযোগ। আর এই আনন্দই দুটি মানুষকে করে আরো রঙ্গিন, ভালবাসা করে আরো পরিণত। সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে, বেঁধে ফেলে না। ভালোবাসা আফিমের মতো, লোহার শিকল নয়। আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তাকে মুক্ত করে দেন।
আরো পড়ুন: জন্মদিনের শুভেচ্ছা বার্তা
বিভিন্ন রোমান্টিক স্ট্যাটাস দেয়ার মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনদের কে এটা ফিল করাতে পারি যে আমি তাদেরকে কতটা ভালোবাসি। আমাদের প্রিয়জনদের কে বারবার বিভিন্ন মেসেজ পাঠাবো রোমান্টিক স্ট্যাটাস পাঠাবো বারবার ভালবাসার কথা বলব তখন তারা এটা ফিল করতে পারবে যে আমরা সত্তি তাদেরকে কতটা ভালোবাসি। রোমান্টিক বার্তা বিভিন্ন রোমান্টিক স্ট্যাটাস বিভিন্ন ছড়া কবিতার মাধ্যমে আমরা একজন অপরজনকে এটাফিল করাতে পারি যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি।
ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস
মানুষ একটি রোমান্টিক প্রানী। ভালোবাসার মানুষটিকে পরিপূন করে সুখী রাখারা জন্য কতোইনা খুনসুটি মাখা রোমান্টিক স্ট্যাটাস আমরা দিয়ে থাকি। প্রিয় মানুষের হাতটি ধরে ঘুরেছেন কতশত ছবি ক্যামেরা বন্দী করছেন কিন্তু সবচেয়ে মধুর ক্যাপশন গুলো খুজে পাচ্ছেন না। সমস্যা না আমরা আছি তো। কিন্তু এটাও বলতে চাই রোমান্টিক স্ট্যাটাস দিয়েই কি কারো প্রেমিক / প্রেমিকা হওয়া যায়? যায় না প্রেমতো আসে হৃদয়ের গভীর থেকে যেই গভীরতা মাপার কোন যন্ত্র আজও তৈড়ি হয় নি।
ভালোবাসার মানুটিকে আমরা গুছিয়ে কতসত কিছু বলতে যাই কিন্তু মায়াভরা চোখে তাকালো কি আর হুস থাকে। তাই আসুন কিছু ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস জানি।
“ তোমার চোখে চেয়ে পেয়েছে নতুন ভোর,
তুমি যদি আমার থাকো, হোকনা সব পর “
“ তোমার ভালোবাসা যখন সত্যি হবে বাকি পৃথিবী তোমার কাছে মিথ্যা মনে হবে “
“ ভালোবাসার শিক্ত বাধনে বেধে রাখবো তোমায় সারাজীবন , তুমি শুধু আমারই হয়ে থাকবে জীবন থেকে মরন”
“ তুমি আমাকে পূর্ন কর , তুমি ছাড়া আমি শূন্য,
সত্যি বলছি প্রিয় তুমি ছাড়া আমি সত্যিই নগন্য “
“ বেধে রাখবো তোমায় আমার ভালোবাসার শিকলে , পালাতে পারবেনা তুমি আমায় ছাড়া সময়ের অন্তরালে “
“ আমাকে ভালো রাখে তোমার হাসি, জানো কি প্রিয় আমার থেকে আমি তোমায় বেশি ভালোবাসি “
আরো দেখুন: ফেসবুক স্ট্যাটাস।
বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস
“ এই বৃষ্টি তুমি ছুয়োনা আমার প্রিয়কে, আমার যে খুব হিংসে হয় “
“ যে প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে বৃষ্টিতে
ভিজেনি সে প্রেমিক হওয়ার যোগ্যতা রাখেনি “
“ প্রেম আর বৃষ্টির মাঝে যেন এক অদ্ভুত মিল। যেন দুটোতেই হৃদয়ে শিরাউপশিরা নাড়া দিয়ে যায় “
“ আমি অবাক দৃষ্টিতে তোমাকে দেখি যখন তুমি বৃষ্টির সাথে মিশে যাও, যখন তুমি বৃষ্টির সাথে খেলা করো, বিন্দু বিন্দু ফোটা যখন গালে এসে পড়ে। ইস কি সুন্দর লাগে তোমায়।
“ বৃষ্টি হল অনুগ্রহ; বৃষ্টি হল পৃথিবীতে নেমে আসা আকাশ; বৃষ্টি ছাড়া মানুষের জীবন কখনোই বাঁচতো না “
“ বৃষ্টি হলো আকাশ আর জমিন এর ভালোবাসার দৃষ্টান্ত। তারা একে অপরকে নিজেরা কখনো দেখা করতে পারেনা কিন্তু এভাবেই ভালোবাসার আদান প্রদান করে “
রোমান্টিক স্ট্যাটাস নিয়ে কিছু মিষ্টি ছড়া
রোমান্টিক স্ট্যাটাস নিয়ে বেশকিছু বেশ কিছু মিষ্টি ছড়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদের কে এইসব ছড়া বলে ইমপ্রেস করতে পারেন। আমরা যদি আমাদের প্রিয়জনদের কে প্রতিনিয়ত এরকম মিষ্টি মিষ্টি ছড়ার মাধ্যমে আমাদের ভালবাসাটা প্রকাশ করতে পারি তাহলে আমাদের সবার সম্পর্ক আরও মজবুত হবে। চলুন তাহলে তেমন কিছু মিষ্টি ছড়া জেনে নেয়া যাক।
ছড়া- 1
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো।
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারা বেলা।
নিশি রাতে শান্ত ভুবন,
তোমায় চাইবো সারা জীবন।
ছড়া- 2
হৃদয় জুড়ে আছো তুমি সারা জীবন,
রেখো আমায় শুধু আপন করে বুকের মাঝে।
তোমায় ছেড়ে যাবো নাতো আমি খুব দূরে
ঝড় তুফান যতই আসুক আমার জীবন জুড়ে।
ছড়া- 3
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা ।
ছড়া- 4
হৃদয় দিয়ে ভেবো শুধু হৃদয় এর কথা,
আজ থেকে তুমি হবে প্রজাপতির পাখা,
ভেবোনা কখনো আছো একা,
হাত বাড়ালেই পাবে তুমি আমার দেখা।
ছড়া- 5
ভালোবেসে এই মন তোকে চায় সারাক্ষন
আছিস তুই মনের মাঝে পাশে
থাকিস সকাল সাঁঝে
কি করে তোকে ভুলবে এই মন?
তুই যে আমার জীবন ।
Facebook Romantic Status Bangla
“ নিশ্বাসের ভরসা করতে না পারলেও, প্রিয় আমার নিশ্বাস কে ভরসা করো কারন আমার শেষ নিশ্বাস ও তোমার সাথে বেইমানি করবেনা। “
“ প্রিয় তোমার চোখে আছে এক অদ্ভুদ মায়া
যেই মায়া কখনো ছাড়েনা আমার ছায়া “
“ প্রেমিকার ঠোটের স্বাদ নিওনা প্রেমিক,
কারন হারাম এর হালালে বরকত বেশি “
“ হারিয়ে যেতে মন চায় যেখানে রয়েছে তোমার ভালোবাসার নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই সারাটা জীবন “
“ তোমার চোখের আড়াল হলে, আমার মন ভেঙ্গো না। তোমার মনের আড়াল হলে, কারো প্রেমে পড়ো না। একটু খানি দুঃখ পেলেই, আমায় ভুল বুঝো না “
“ দুরত্ব সম্পকে আরো শক্ত করে তোলে,
কারন দুরে থাকার কারনে একজন আরএকজনের মর্মতা বুঝে যায় “
“ সাবধানে থেকো প্রিয়,
কারন এখনো তোমাকে আমার হয়ে পাওয়া বাকি “
“ দুনিয়ার সবচাইতে সুখের সময় আমার কাছে ওটাই,
যখন তুমি আমার পাশে থাকো।
সর্বশেষে: একটি ছোট টিপস দিব আসলে আমারা আমাদের প্রিয়জনকে খুশি করতে সব সময় আমাদের সোসিয়াল মিডিয়াগুলোতে রোমান্টিক স্ট্যাটাস দিয়ে থাকি। কিন্তু এর সবের থেকে আপনার আপনার কাছ থেকে আপনার সমায়টা দিলেই সবচাইতে বেশি খুশি হয়। আর যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে আমাদের রোমান্টিক স্ট্যাটাস কালেকশন তো আছেই। ধন্যবাদ।