আদিয়াত নামের অর্থ কি?
আদিয়াত নামের অর্থ কি?। Adiyat name meaning In Bengali
প্রত্যেকটি শিশুর জন্য একটি সুন্দর নাম রাখা প্রত্যেকটি বাবা-মার দায়িত্ব। সব বাবা-মা’ই চেষ্টা করেন জন্মের পর পরই তাদের সন্তানের জন্য একটি সুন্দর ও অর্থবহ নাম রাখার জন্য। নাম রাখার পূর্বে এর অর্থ জানা অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটি নামের অর্থ শিশুর চারিত্রিক ও মানসিক বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নামের অর্থ ঠিক যেমন শিশুদের চারিত্রিক বৈশিষ্ট্যও এরকমটাই হওয়ার আশঙ্কা থাকে।
তাই নামের অর্থ যদি সুন্দর না হয় তাহলে এটি শিশুর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আজকের এই আর্টিকেলটিতে আমরা আলোচনা করব আদিয়াত নামের অর্থ কি এই বিষয়ে। যারা আদিয়াত নামের অর্থ কি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে ছিলেন তারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। আশা করছি আজকের এই আর্টিকেলটি ভালোভাবে পড়লে আদিয়াত নামের অর্থ কি নিয়ে আপনাদের মনে আর কোন প্রশ্ন থাকবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক।
আরো দেখুন: ছেলেদের ইসলামিক নাম.
আদিয়াত শব্দের অর্থ কি?
আদিয়াত নামটি অনেক সুন্দর একটি ছেলে শিশুদের নাম। এই শব্দটি একটি আরবি শব্দ আর এই শব্দের অর্থ হচ্ছে অভিযানকারী। আদিয়াত নামটি খুব সুন্দর ও আধুনিক অর্থবহুল নাম। বাংলাদেশে এই নামের ব্যাপক প্রচলন রয়েছে। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে এই নামটি রাখতে দেখা যায়। আদিয়াত নামটি অনেক ছোট এবং আধুনিক একটি নাম।
আদিয়াত নামের বাংলা অর্থ কি?
চার বর্ণ বিশিষ্ট একটি আরবী শব্দ হচ্ছে আদিয়াত যার বাংলা অর্থ হচ্ছে অভিযানকারী। আদিয়াত নামটি ব্যাপকভাবে আজকাল বাংলাদেশে রাখতে দেখা যাচ্ছে। অনেক বাবা-মা ই এর অর্থ সুন্দর হওয়ায় তাদের ছেলে সন্তানের নাম রাখছেন আদিয়াত।
আদিয়াত নামটি ইসলামিক কিনা
যেহেতু নাম রাখার পূর্বে শুধুমাত্র আধুনিকতা যাচাই করলেই হবে না নামটি ইসলামিক কিনা তা যাচাই করে নিতে হবে তাই সবাই চায় যেকোন নাম রাখার পূর্বে জেনে নিতে যে আসলেই নামটি ইসলামিক কিনা। এছাড়াও আমাদের প্রিয় নবীজি নিষেধ করেছেন অর্থ ছাড়া অনৈসলামিক নাম বাচ্চাদের জন্য না রাখতে। ইসলামিক নাম রাখার জন্য মুসলিমদেরকে কঠোরভাবে বলা হয়েছে। তাই আমাদের অবশ্যই যে কোন নাম রাখার পূর্বে নামটি ইসলামিক কিনা জেনে নিতে হবে। আদিয়াত নামটি নিঃসন্দেহে একটি ইসলামিক নাম। আপনি যদি আপনার ছেলে সন্তানের জন্য এই নামটি রাখবেন বলে ভেবে থাকেন তাহলে চোখ বন্ধ করে রেখে দিতে পারেন।
আদিয়াত নামের ইসলামিক অর্থ কি?
অন্যান্য সব নামের মতোই আদিয়াত নামের ইসলামিক অর্থ রয়েছে। আদিয়াত নামের ইসলামিক অর্থ খুব চমৎকার ও আকর্ষণীয়। আর এইটা আমার ইসলামিক অর্থ হচ্ছে অভিযানকারী। যেহেতু এই নামটি সুন্দর এবং আধুনিকতার পাশাপাশি এর অর্থ ও বেশ চমৎকার তাই আপনি চাইলে আপনার ছেলে সন্তানের জন্য নিঃসন্দেহে এই নামটি লিখে দিতে পারেন।
আদিয়াত নামের ইংরেজি অর্থ কি?
আদিয়াত নামটি মুসলিম ছেলেদের জন্য একদম পারফেক্ট একটি নাম। আর এই নামটি ইংরেজিতে মূলত আমরা এভাবে লিখে থাকি Adiyat. এই নামটির ইংরেজি বর্ণ মোট 6 টি। ইংরেজি অর্থ হচ্ছে Expeditionary, Campaigner.
আদিয়াত নামের সাথে সংযুক্ত আরো কিছু নাম
আদিয়াত নামের সাথে অনেক সুন্দর সুন্দর নাম সংযুক্ত করা যায়। আদিয়াত নামের সাথে আরো অনেক গুলো নাম সংযুক্ত করে নামটি কে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তোলা যেতে পারে। আদিয়াত নামের সাথে আরো অনেক গুলো নাম সংযুক্তির ফলে নামের অর্থটি আরো সুন্দর ও সাবলীল হয়ে উঠবে। আদিয়াত নামের সাথে অনেক গুলো নাম ব্যবহার করা যায়। যে নাম গুলো আদিয়াত নামের সাথে সংযুক্ত করা যেতে পারে সে নাম গুলোর তালিকা নিচে দেয়া হল। আশা করছি এই নামগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা চাইলে সহজেই আপনাদের সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর জন্য এখান থেকে যেকোন একটি নাম চয়েজ করে রেখে দিতে পারবেন।
- আদিয়াত শাহরিয়ার।
- আদিয়াত খান।
- আদিয়াত রহমান।
- আদিয়াত শেখ।
- আদিয়াত মন্ডল।
- আদিয়াত হক।
- মোঃ আদিয়াত রহমান।
- আদিয়াত উদ্দিন।
- আদিয়াত চৌধুরি।
- আদিয়াত আহমেদ।
- মোঃ আদিয়াত মল্লিক।
- মোহাম্মদ আদিয়াত খান মোস্তাক।
- আদিয়াত ইসলাম।
- আদিয়াত সরকার।
- আদিয়াত ইকতিদার।
- মেহেদি হাসান আদিয়াত।
- আদিয়াত আলি।
- শেখ আদিয়াত।
- মাইকেল আদিয়াত।
- জামিল হোসেন আদিয়াত।
- আদিয়াত চাকলাদার।
- আব্দুল্লাহ বিন আদিয়াত।
- আদিয়াত বিন হাকিম।
- আদিয়াত বিন রহমান।
- আদিয়াত হোসেন।
- আদিয়াত ইবনে জব্বার।
- জাহিদ বিন আদিয়াত।
- আদিয়াত রহমান আলী।
- আদিয়াত খান ইমন।
Related Post:
উপসংহার: আশা করছি আদিয়াত নাম সম্পর্কে আপনাদের মনে এখন আর কোন সম্পর্ক নেই। আমি উপরে খুব সুন্দরভাবে আদিয়াত নামের অর্থ কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে এই নাম নিয়ে আপনাদের আর কোন সমস্যা থাকার কথা নয়।
আদিয়াত নামের অর্থ কি নিয়ে যদি আপনাদের মনে এখনো কোনো রকমের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে দেরী না করে এখনি আমাদের কমেন্ট করে তা জানিয়ে দিন। আমার যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই আর্টিকেলটি এখানেই শেষ করছি শীঘ্রই আবার নতুন কোন নামের অর্থ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।