GP Bondho SIM Offer 2024
GP Bondho SIM Offer 2024 | জিপি বন্ধ সিমের অফার ২০২৪
জিপি বন্ধ সিমের অফার ২০২৪ সম্পর্কে জানতে চান? আপনার জিপি বন্ধ সিমের জন্য জিবি নিয়ে এসেছে দারুন কিছু অফার। যে অফার গুলো আপনার সময় এবং প্রয়োজনকে অসাধারণ এক সুযোগ করে দিবে।
বাংলাদেশের সর্বপ্রথম মোবাইলের সিম অপারেটর গ্রামিনফোন (জিপি)। বর্তমানে জিপি বাংলাদেশের সেরা ইন্টারনেট অফার এবং সেরা মিনিট অফার প্রদান করছে। জিপি সবচেয়ে দ্রত ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে। আজকে আপনাদের গ্রামিনফোনের সেরা GP Bondho SIM Offer সম্পর্কে বিস্তারিত জানাব।
জিপি বন্ধ সিম অফার প্যাক ২০২৪
জিপি যেসকল গ্রাহক জিপি মোবাইল নেটওয়ার্কের সিম বন্ধ রেখেছেন তারা যদি জিপি বন্ধ সিম চালু করেন তাহলে অবশ্যই জিপি বন্ধ সিম অফার পেয়ে যাবেন। আর এই অফার গুলো উপভোগ করার জন্য অবশ্যই আপনাদের পূর্ব থেকেই অফার গুলো সম্পর্কে জেনে নিতে হবে। তার জন্য আপনারা যাতে জিপি বন্ধ সিম অফার প্যাক ২০২৪ খুব সহজেই জেনে নিতে পারেন তাই আমরা নিম্নে জিপি বন্ধ সিম অফার গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
৪৫ টাকা, ২ জিবি + ৩০ মিনিট, ৩ দিন
জিপি যেসকল গ্রাহক জিপি বন্ধ সিম চালু করবেন তারা জিপি বন্ধ সিম এর ওপর বিভিন্ন ধরনের অফার পেয়ে যাবেন। আর আপনারা যারা এই সকল অফার সমূহ উপভোগ করতে চাইছেন এবং অক্ষর অল্প মেয়াদী জিপি বন্ধ সিমের অফার খুঁজছেন তাদের জন্য আমরা জিপি বন্ধ সিম এর সবচেয়ে দুর্দান্ত এবং স্বল্প মেয়াদী অফার নিয়ে এসেছি।
আপনারা যদি ৪৫ টাকা রিচার্জ করেন তাহলে আপনারা এ অফারটি উপভোগ করতে পারবেন এবং এই অফার গুলোর মধ্যে রয়েছে ২ জিবি ইন্টারনেট এবং ৩০ মিনিট।গ্রামীণফোনের গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন ৩ মাত্র দিন। আর আপনারা যারা ৪৫ টাকা রিচার্জ করে ২ জিবি + ৩০ মিনিট এর অফারটি উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে ইউএসএসডি কোড ব্যবহার করতে হবে অথবা রিচার্জ করতে হবে। জিপি বন্ধ সিম অফার এর ইউএসএসডি কোড হচ্ছে- *১২১*৫২২২#।
৬০ টাকা, ৬ জিবি, ৭ দিন
আপনারা যারা জিপি বন্ধ সিম চালু করার মধ্য দিয়ে জিপি বন্ধ সিম অফার উপভোগ করতে চাইছেন এবং এই অফারটি ৭ দিনের জন্য চাইছেন তাদের জন্য এই অফারটির একদম দুর্দান্ত হবে। কারণ আপনারা মাত্র ৬০ টাকা রিচার্জ করে অথবা ইউএসডি কোড *১২১*৫১৮১# ব্যবহার করে ৬ জিবি ইন্টারনেট ক্রয় করতে পারেন।
১৩০ টাকা, ৫ জিবি + ২০০ মিনিট, ৩০ দিন
জিপির এমন কিছু গ্রাহক আছে যারা জিপি বন্ধ সিম চালু করার সাথে সাথেই জিপি বন্ধ সিমের অফার সমূহ অফার গুলো ক্রয় করে থাকেন এবং সেই অফারটি নিশ্চিন্তে ১ মাসের জন্য ব্যবহার করতে চান তাদের জন্য এই অফারটি উপযুক্ত। কারণ আপনারা এ অফার দিতে ৫ জিবি + ২০০ মিনিট পেয়ে যাবেন মাত্র ১৩০ টাকা রিচার্জ অফার অথবা জিপি বন্ধ সিম অফার কোড *১২১*৫০০০# ডায়াল করে এই অফারটি উপভোগ করতে পারেন।
৬১৯ টাকা, ৩০ জিবি + ৭৫০ মিনিট, ৩০ দিন
গ্রামীণফোন ব্যবহারকারী এমন অনেক গ্রাহক রয়েছেন যারা জিপি বন্ধ সিম চালু করে জিপি বন্ধ সিম অফার উপভোগ করার জন্য অপেক্ষা করে থাকেন। এবং তারা ৩০ দিনের জন্য নিশ্চিন্তে অধিক ইন্টারনেট এবং মিনিট অফার উপভোগ করতে চান। তাদের জন্য জিপি নিয়ে এসেছে ৬১৯ ঢাকা ৩০ জিবি + ৭৫০ মিনিট অফার। আর জিপি গ্রাহকরা ইউএসএসডি কোড ব্যবহার করে জিপি বন্ধ সিম অফার উপভোগ করতে পারবেন। জিপি বন্ধ সিমের অফার কোড হচ্ছে *১২১*৫১৫১#।
GP Bondho SIM Offer 2024
বাংলাদেশের অসংখ্য মানুষ প্রতিদিন জিপি বন্ধ সিম অফার ২০২৪ এর সন্ধান করছে। আর তাদের জন্য জিপি নিয়ে এসেছে GP bondho sim offer 2024। অফারটি নিম্নে দেয়া হল-
- 2GB ইন্টারনেট।
- টকটাইম অফার (যে কোনো অপারেটরে)
- এসএমএস অফার।
- মাত্র 17 টাকা রিচার্জ।
- এক বার ব্যবহার যোগ্য।
- 7 দিন (24 ঘন্টা)
গ্রামীণফোন বন্ধ সিম অফার নেয়ার জন্য এখনই আপনার বন্ধ সিমটি চালু করুন।
GP Bondho SIM Offer Check Code
GP bondho sim offer 2024 এর অফার কোড ব্যবহার করে অফার সম্পর্কে জানা যায়। অফার সম্পর্কে জানার জন্য অনেক উপায় আছে। তবে সব থেকে সহজভাবে জানার উপায় হচ্ছে *121*5300# ডায়াল করে। আপনি *121*5300# ডায়াল করে সকল অফার তথ্য পাবেন।
আরো পড়ুন: কিভাবে সিম রেজিস্ট্রেশন চেক করা যায়
GP Bondho SIM Internet Offer 2024
জিপি বন্ধ সিমের ইন্টারনেট অফার 2021 এর অনেক অফার রয়েছে। যে অফার গুলো একের অধিক ক্রয় করতে পারবেন। এবং মেয়াদ অনুযায়ী ২৪ ঘন্টা সুপার স্পিডে ইন্টারনেট সেবা দিচ্ছে জিপি।
GP bondho sim internet offer 2024 with 5GB Internet
- 5GB ইন্টারনেট
- 7 দিন (24 ঘন্টা)
- মাত্র 43 টাকা রিচার্জ
- সর্বোচ্চ একবার গ্রহণ
- ইন্টারনেট চেক কোড *121*1*4#
Bondho Sim Offer GP
Bondho sim offer GP তে রয়েছে বান্ডেল অফার, যা আপনি নিয়ে ফুরাতে পারবে না। শুধু মাত্র জিপি আপনাকে দিবে অল্প দামে বেশি ব্রাউজিং,বেশি মিনিট, বেশি এসএমএস সুবিধে। তাই দেরি না করে আপনার জিপি বন্ধ সিম এখনই চালু করুন আর উপভোগ করুন নিম্নের দেয়া Grameenphone bondho sim offer এর দারুন দারুন অফার।
অফার | টাকা | মেয়াদ | এক্টিভেশন কোড |
৫ জিবি | ৪৭ টাকা | ৭ দিন | *১২১*৫৫৩০# |
১ জিবি + ৩০ মিনিট | ৩০ টাকা | ৭ দিন | *১২১*৫৫২০# |
১০ জিবি + ২৫০ মিনিট | ১৫৮ টাকা | ৩০ দিন | *১২১*৫৫২৫# |
GP bondho sim offer 2024 with 5GB Internet and 48p. Call rate
ইন্টারনেট | 5 জিবি |
কল রেট | 48 পয়সা |
মেয়াদ | 30 দিন |
এই অফারটি উপভোগ করতে ডায়াল করুন *121*5000 # নাম্বারে । তবে এই অফারটি আপনার জন্য প্রযোজ্য যাচাই করতে *121*5300# তে ডায়াল করুন।
GP bondho sim offer 2024 with 3GB Internet, 48p. Call rate and 100 Minutes
ইন্টারনেট | 3 জিবি |
কল রেট | 48 পয়সা |
মিনিট চেক | *121*1*2# |
ইন্টারনেট চেক | *121*1*4# |
রিচার্জ | 101 টাকা |
মেয়াদ | 30 দিন |
GP bondho sim offer 2024 with 48 Minutes
রিচার্জ | 28 টাকা |
মিনিট | 48 মিনিট |
মিনিট চেক | *121*1*2# |
মেয়াদ | 30 দিন |
আরো পড়ুন: জিপি ইন্টারনেট অফার.
জিপি বন্ধ সিম অফার শর্ত
জিপি বন্ধ সিম অফার এর কিছু শর্ত রয়েছে। সেগুলো হচ্ছে-
- আপনার গ্রামীনফোন নেটওয়ার্কের সিমটি ২৩ ডিসেম্বর ২০১৯ এর পর থেকে সক্রিয় না থাকে। তাহলে অফারটি গ্রহনযোগ্য হবে।
- অফারটি গ্রহন করার আগে অবশ্যই গ্রাহককে অফার অনুসারে নির্দিষ্ট পরিমান টাকা রিচার্জ করতে হবে ।
- অফার গুলো নির্দিষ্ট মেয়াদের মধ্য উপভোগ করতে হবে
- গ্রামীনফোন গ্রাহকরা অফার একের অধিক ব্যবহার করার জন্য নির্দিষ্ট অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।
- অফারটি শুধু মাত্র সকল প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
- অফার অনুসারে অটো রিনিউ প্রযোজ্য হবে।
- Skitto গ্রাহকদের জন্য এ ধরনের অফার প্রযোজ্য নয়।
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহক মাত্র একবার অফার উপভোগ করতে পড়বেন
FAQ
১. জিপি বন্ধ সিম অফার গ্রাহকরা কখন পেয়ে থাকেন?
উত্তরঃ গ্রাহকরা যখন জিপি সিম ৬ মাসের বেশি বন্ধ রাখেন সে ক্ষেত্রে সেই সিম যদি চালু করেন তাহলে জিপি গ্রাহকরা বন্ধ সিমের অফার পেয়ে যাবেন।
২. জিপি বন্ধ সিম চালু করার পর গ্রাহকের জন্য কোন অফার গুলো প্রযোজ্য তা জানার কোড কি?
উত্তরঃ জিপি বন্ধ সিম চালু করার পরও গ্রাহকের জন্য কোন অফার গুলো প্রয়োজন রয়েছে তা জানার জন্য *১২১*৫৫৫৫# ব্যবহার করা হয়।
৩. জিপি বন্ধ সিম অফার গুলো পুনরায় রিনিউ করা যায় কি?
উত্তরঃ জিপি বন্ধ সিমের অফার গুলো একবার ব্যবহার করার পর পুনরায় তা আর রিনিউ করা যায় না।
৪. জিপি বন্ধ সিমের অফার গুলো স্কিটো সিম পেয়ে থাকে?
উত্তরঃ জিপি বন্ধ সিমের অফার গুলো স্কিটো সিমের জন্য প্রযোজ্য নয়।
৫. GP Bondho SIM Offer মেয়াদ জানার কোড কি?
উত্তরঃ জিপি বন্ধ সিমের অফার জানার কোড হচ্ছে *১২১*.১*২#।
উপসংহার: GP Bondho SIM Offer 2024 নিয়ে ভাবছেন? এখনই আপনার বন্ধ সিম চালু করুন আর অফার গুলো উপভগ করুন। আর সকলের কাছে অফার সম্পর্কে বলুন। যাতে করে গ্রামিনফোন আরও নতুন দারুন দারুন অফার উপহার দিতে পারে।