আর্জেন্টিনা বনাম কোস্টারিকা পরিসংখ্যান 2024
আর্জেন্টিনা বনাম কোস্টারিকা পরিসংখ্যান: ফুটবল খেলার আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনা বনাম কোস্টারিকা মোট ০৬ বার একে অপরের মুখোমুখি হয়েছে। আর সেই খেলায় আর্জেন্টিনা ০৪ টি ম্যাচে জয়লাভ করেছে। আর বাকি দুইটি ম্যাচ ড্র হয়েছে। তবে আর্জেন্টিনার বিপক্ষে কোস্টারিকা কোনো ম্যাচ জয় করতে পারেনি। আর এই তথ্য গুলো শেয়ার করা হয়েছে আজকের আর্জেন্টিনা বনাম কোস্টারিকা পরিসংখ্যান এর মধ্যে।
আর্জেন্টিনা বনাম কোস্টারিকা পরিসংখ্যান
পরবর্তী সময়ে যদি এই দুটো দলের আরো ফুটবল খেলার আয়োজন করা হয়। তাহলে সেই খেলার ফলাফল গুলো আজকের কোস্টারিকা বনাম আর্জেন্টিনা পরিসংখ্যান এর মধ্যে আপডেট করা হবে। যাতে করে আপনি সঠিক তথ্য জানতে পারেন।
আরো দেখুন:
Argentina vs Costa Rica Stats | Costa Rica vs Argentina Stats
- মোট ম্যাচ: ৬
- আর্জেন্টিনার জয়: ৪
- কোস্টারিকার জয়: ০
আর্জেন্টিনা বনাম কোস্টারিকা কে বেশি শক্তিশালী?
উপরের পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনা কোস্টারিকার চেয়ে অধিক শক্তিশালী একটি দল। কারন, আর্জেন্টিনা মোট ০৬ টি ম্যাচের মধ্যে ০৪ টিতে জিতেছে, আর 2 টি ড্র করেছে। অপরদিকে কোস্টারিকা এখনো পর্যন্ত কোনো ম্যাচে জিততে পারেনি। তাই এটা সহজেই বলা যায় যে, কোস্টারিকা আর্জেন্টিনার কাছে ততোটা শক্তিশালী দল নয়।
এখানে প্রতিটি খেলার লাইভ দেখাসহ, খেলার পূর্ব কোস্টারিকা বনাম আর্জেন্টিনা লাইভ ম্যাচ বিস্তারিত দেওয়া আছে।
এখানে দেখুন: ফুটবল লাইভ দেখার উপায়.
আপনার জন্য আমাদের কিছুকথা
মনে রাখবেন, ফুটবল খেলার ফলাফল যেকোনো সময় বদলে যেতে পারে। তাই শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে একটি দলের শক্তি বিবেচনা করা অসম্ভব। হতে পারে, আগামী ম্যাচ গুলোতে কোস্টারিকা আর্জেন্টিনার বিপক্ষে সাফল্য পেতে পারে। তাই শুধুমাত্র পরিসংখ্যান নয় বরং ম্যাচের ফলাফল জেনে নিবেন।
আর আমরা আপনাকে ফুবটল খেলার সকল ফলাফল বিনামূল্যে প্রদান করবো। সেজন্য আমাদের সাইটে নিয়মিত ভিজিট করতে হবে। ধন্যবাদ,ভালো থাকবেন, সুস্থ থাকবেন।