আর্জেন্টিনা বনাম উরুগুয়ে পরিসংখ্যান ২০২৪
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে পরিসংখ্যান 2024 | Argentina vs Uruguay Statistics 2024
আপনারা যারা আর্জেন্টিনা বনাম উরুগুয়ে পরিসংখ্যান জানতে চান, তাদের আগে কিছু কথা জেনে দরকার। বিশ্বের দুই বৃহত্তর ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা এবং উরুগুয়ের ইতিহাস পর্যালোচনা করে আমরা যে পরিসংখ্যান দেখতে পাই তা থেকে বোঝাই যায়, যে বর্তমান কাতার বিশ্বকাপ ২০২৪ এ তাদের দেখা হবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে শক্তিতে কে এগিয়ে, আর্জেন্টিনা বনাম উরুগুয়ে পরিসংখ্যান দেখলে আমরা তার কিছু ধারণা পেতেই পারি।
আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ গুলো দেখলে বোঝা যায় যে,
ফুটবল বিশ্বে দুই দল মুখোমুখি হয়েছে সর্বমোট ১৯৮ বার। তন্মধ্যে আর্জেন্টিনা জয়লাভ করেছে ৯৩ টি ম্যাচে, উরুগুয়ে জয়লাভ করেছে ৫৮ টি ম্যাচে, এবং ম্যাচ ড্র হয়েছে মোট ৪৭ টি।
তবে শক্তির বিচারে আর্জেন্টিনা অবশ্যই এগিয়ে আছে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক-
আরো দেখুন:
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ঐতিহাসিক ম্যাচগুলো
উরুগুয়ে ১৯০১ সালের ১৬ই মে সর্বপ্রথম আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত হয়। ম্যাচটি ছিল উরুগুয়ের মোন্তেবিদেওতে অনুষ্ঠিত একটি প্রীতিম্যাচ যার মধ্য দিয়ে আর্জেন্টিনা ফুটবল বিশ্বে নবগঠিত দল হিসেবে পদচারণার সাথে সাথেই নতুন উন্মাদনার সৃষ্টি করে। অন্যদিকে, একই মাঠে ১৯০২ সালের ২০ শে জুলাই আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, যা ছিল উরুগুয়ের বিপক্ষে।
আজ অব্দি আর্জেন্টিনা বনাম উরুগুয়ে পরিসংখ্যান দেখলে জানা যায় যে, আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলের এই বিরাট ব্যবধানের পরাজয়কে উরুগুয়ের ফুটবল ইতিহাসে বৃহত্তম পরাজয় হিসেবে ঘোষিত করা হয়। আর্জেন্টিনা বনাম উরুগুয়ে পরিসংখ্যান হতে আমরা আরো দেখতে পাই, শুরুর মাত্র কয়েকবছরের ব্যবধানেই ১৯০৬ সালে আবারো উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনা ফুটবল দল তাদের প্রথম আনুষ্ঠানিক শিরোপা ‘কোপা লিপতন’ অর্জন করে।
১৯২৪ সালে উরুগুয়ের বিপক্ষে অংশগ্রহনকৃত এক প্রীতি ম্যাচে মাত্র ১৬ মিনিটের মাথায় আর্জেন্টাইন খেলোয়ার উইংগার সিজারিও ওঞ্জারি সরাসরি কর্ণার কিক হতে গোল দিয়ে ‘গোল অলিম্পিকো’ খেতাব লাভ করেন। অন্যদিকে ১৯২৮ সালে আমস্টারডাম অলিম্পিকে উরুগুয়ের বিপক্ষে ফাইনালে হেরে রৌপ্যপদক লাভ করা আর্জেন্টিনা, ১৯৩০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে ৪-২ গোলের ব্যবধানে হেরে গিয়ে উরুগুয়ের নিকট শিরোপা হাতছাড়া করে।
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে পরিসংখ্যান ২০২৪
ফিফা বিশ্বকাপের পর বিশ্বের অন্যতম বৃহত্তর ফুটবল উৎসব অনুষ্ঠিত হয় সাউথ আমেরিকার দলগুলোকে নিয়ে। সেই কোপা আমেরিকায় ১৫ বার শিরোপা জয়ী দল উরুগুয়ে বিশ্বকাপ ফুটবলে ২ বার শিরোপা জয়লাভ করে। অন্যদিকে ১৫ বার কোপা আমেরিকার শিরোপা জয়ী দল আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলে জয়লাভ করেছে মাত্র ২ বার। তারপরেও আর্জেন্টিনা বনাম উরুগুয়ের ১৯৮ টি ম্যাচের বিস্তারিত পর্যালোচনায় আর্জেন্টিনাকে উরুগুয়ের চাইতে কিছুটা বেশি শক্তিশালী দল হিসেবে ঘোষণা করা যায়। চলুন তবে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে পরিসংখ্যান দেখে নেওয়া যাক। এরপর আপনি নিজেই যাচাই করুন বিশ্ব ফুটবলের ইতিহাসে কোন দল বেশি এগিয়ে রয়েছে।
তারিখ | দল | গোল | প্রতিযোগীতা | বিজয়ী দল |
১৬ মে, ১৯০১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
২০ জুলাই, ১৯০২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৬-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
১৩ সেপ্টেম্বর, ১৯০৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-৩ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | উরুগুয়ে |
১৫ আগষ্ট, ১৯০৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | কোপা লিপটন | ড্র |
১৫ আগষ্ট, ১৯০৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | কোপা লিপটন | আর্জেন্টিনা |
২১ অক্টোবর, ১৯০৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
১৫ আগষ্ট, ১৯০৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা লিপটন | আর্জেন্টিনা |
৬ অক্টোবর, ১৯০৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
১৫ আগষ্ট, ১৯০৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | কোপা লিপটন | ড্র |
১৩ সেপ্টেম্বর, ১৯০৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
৪ অক্টোবর, ১৯০৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | উরুগুয়ে |
১৫ আগষ্ট, ১৯০৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা লিপটন | আর্জেন্টিনা |
১৯ সেপ্টেম্বর, ১৯০৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | কোপা নিউটন | ড্র |
১০ অক্টোবর, ১৯০৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-১ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | আর্জেন্টিনা |
১২ জুন, ১৯১০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-১ | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ | আর্জেন্টিনা |
১৫ আগষ্ট, ১৯১০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-৩ | কোপা লিপটন | উরুগুয়ে |
১৩ নভেম্বর, ১৯১০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | ড্র |
২৭ নভেম্বর, ১৯১০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-৬ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | উরুগুয়ে |
১৫ আগষ্ট, ১৯১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-২ | কোপা লিপটন | উরুগুয়ে |
১৭ সেপ্টেম্বর, ১৯১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-২ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
৮ অক্টোবর, ১৯১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | ড্র |
২২ অক্টোবর, ১৯১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | আর্জেন্টিনা |
২৯ অক্টোবর, ১৯১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-৩ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | উরুগুয়ে |
১৫ আগষ্ট, ১৯১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-২ | কোপা লিপটন | উরুগুয়ে |
১৭ সেপ্টেম্বর, ১৯১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-২ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
৮ অক্টোবর, ১৯১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | ড্র |
২২ অক্টোবর, ১৯১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | আর্জেন্টিনা |
২৯ অক্টোবর, ১৯১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-৩ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | উরুগুয়ে |
১৫ আগষ্ট, ১৯১২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-২ | কোপা লিপটন | উরুগুয়ে |
২৫ আগষ্ট, ১৯১২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-৩ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | উরুগুয়ে |
২২ সেপ্টেম্বর, ১৯১২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | উরুগুয়ে |
৬ অক্টোবর, ১৯১২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-৩ | কোপা নিউটন | ড্র |
১ ডিসেম্বর, ১৯১২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-১ | কোপা মোন্তেবিদেও | আর্জেন্টিনা |
১৫ জুন, ১৯১৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা রুকি সায়েঞ্জ পেনা | ড্র |
৯ জুলাই, ১৯১৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা রুকি সায়েঞ্জ পেনা | আর্জেন্টিনা |
১৩ জুলাই, ১৯১৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-৫ | বেনেফিট ম্যাচ | উরুগুয়ে |
১৫ আগষ্ট, ১৯১৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-০ | কোপা লিপটন | আর্জেন্টিনা |
৩১ আগষ্ট, ১৯১৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | আর্জেন্টিনা |
৫ অক্টোবর, ১৯১৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | উরুগুয়ে |
২৬ অক্টোবর, ১৯১৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা নিউটন | উরুগুয়ে |
৩০ আগষ্ট, ১৯১৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-৩ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | উরুগুয়ে |
১৩ সেপ্টেম্বর, ১৯১৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | আর্জেন্টিনা |
১৮ জুলাই, ১৯১৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-২ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | আর্জেন্টিনা |
১৫ আগষ্ট, ১৯১৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা লিপটন | আর্জেন্টিনা |
১২ সেপ্টেম্বর, ১৯১৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-২ | কোপা নিউটন | উরুগুয়ে |
১৭ জুলাই, ১৯১৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | কোপা আমেরিকা | ড্র |
১৫ আগষ্ট, ১৯১৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা লিপটন | আর্জেন্টিনা |
১৫ আগষ্ট, ১৯১৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-১ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
১ অক্টোবর, ১৯১৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৭-২ | ট্রফিয়ো সার্কুলার | আর্জেন্টিনা |
১ অক্টোবর, ১৯১৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | আর্জেন্টিনা |
২৯ অক্টোবর, ১৯১৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-৩ | ট্রফিয়ো সার্কুলার | উরুগুয়ে |
১৮ জুলাই, ১৯১৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | আর্জেন্টিনা |
১৫ আগষ্ট, ১৯১৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা লিপটন | আর্জেন্টিনা |
২ সেপ্টেম্বর, ১৯১৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা নিউটন | উরুগুয়ে |
১৪ অক্টোবর, ১৯১৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১৮ জুলাই, ১৯১৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | ড্র |
২৮ জুলাই, ১৯১৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-৩ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | উরুগুয়ে |
১৫ আগষ্ট, ১৯১৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | ড্র |
২৫ আগষ্ট, ১৯১৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | আর্জেন্টিনা |
২০ সেপ্টেম্বর, ১৯১৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা লিপটন | ড্র |
২৯ সেপ্টেম্বর, ১৯১৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
১৩ মে, ১৯১৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-৩ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১৮ জুলাই, ১৯১৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-৪ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | উরুগুয়ে |
২৪ আগষ্ট, ১৯১৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-২ | কোপা নিউটন | উরুগুয়ে |
৭ সেপ্টেম্বর, ১৯১৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-২ | কোপা লিপটন | উরুগুয়ে |
১৯ অক্টোবর, ১৯১৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৬-১ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | আর্জেন্টিনা |
৭ ডিসেম্বর, ১৯১৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-৪ | ট্রফিয়ো সার্কুলার | উরুগুয়ে |
১৮ জুলাই, ১৯২০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-২ | কোপা প্রিমিয়ো অনার উরুগুইয়ো | উরুগুয়ে |
২৫ জুলাই, ১৯২০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-৩ | কোপা নিউটন | উরুগুয়ে |
৮ আগষ্ট, ১৯২০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা প্রিমিয়ো অনার আর্জেন্টিনো | আর্জেন্টিনা |
১২ সেপ্টেম্বর, ১৯২০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা আমেরিকা | ড্র |
৩০ অক্টোবর, ১৯২১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
২২ জানুয়ারি, ১৯২২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-৩ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | উরুগুয়ে |
৮ অক্টোবর, ১৯২২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১২ নভেম্বর, ১৯২২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা লিপটন | উরুগুয়ে |
১০ ডিসেম্বর, ১৯২২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | উরুগুয়ে |
১৭ ডিসেম্বর, ১৯২২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | কোপা নিউটন | ড্র |
২৪ জুন, ১৯২৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | কোপা লিপটন | ড্র |
১৫ জুলাই, ১৯২৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | কোপা মিনিস্ট্রো | ড্র |
২২ জুলাই, ১৯২৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | ড্র |
৩০ সেপ্টেম্বর, ১৯২৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | আর্জেন্টিনা |
২ ডিসেম্বর, ১৯২৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-২ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
৮ ডিসেম্বর, ১৯২৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-৩ | কোপা মিনিস্ট্রো | উরুগুয়ে |
২৫ মে, ১৯২৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-০ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
২৫ মে, ১৯২৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-২ | কোপা নিউটন | উরুগুয়ে |
১০ আগষ্ট, ১৯২৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | কোপা মিনিস্ট্রো | ড্র |
৩১ আগষ্ট, ১৯২৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-২ | কোপা প্রিমিয়ো অনার উরুগুয়ো | আর্জেন্টিনা |
২১ সেপ্টেম্বর, ১৯২৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ড্র |
২৮ সেপ্টেম্বর, ১৯২৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ড্র |
২ অক্টোবর, ১৯২৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
২ নভেম্বর, ১৯২৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | কোপা আমেরিকা | ড্র |
১৬ নভেম্বর, ১৯২৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা রিওপ্লান্টেন্স | আর্জেন্টিনা |
২৪ অক্টোবর, ১৯২৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-২ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১৪ জুলাই, ১৯২৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
২৯ আগষ্ট, ১৯২৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা লিপটন | উরুগুয়ে |
২০ নভেম্বর, ১৯২৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-২ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
৩০ আগষ্ট, ১৯২৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
২১ সেপ্টেম্বর, ১৯২৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | কোপা লিপটন | ড্র |
১৬ জুন, ১৯২৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ড্র |
১৬ জুন, ১৯২৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
২০ সেপ্টেম্বর, ১৯২৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-২ | কোপা নিউটন | উরুগুয়ে |
২৮ সেপ্টেম্বর, ১৯২৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | কোপা লিপটন | ড্র |
১৭ নভেম্বর, ১৯২৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
২৫ মে, ১৯৩০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা নিউটন | ড্র |
৩০ জুলাই, ১৯৩০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-৪ | ফিফা বিশ্বকাপ | উরুগুয়ে |
১৫ মে, ১৯৩২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
১৮ মে, ১৯৩২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | উরুগুয়ে |
২১ জানুয়ারি, ১৯৩৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | উরুগুয়ে |
৫ ফেব্রুয়ারি, ১৯৩৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
১৪ ডিসেম্বর, ১৯৩৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
১৮ জুলাই, ১৯৩৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ড্র |
১৫ আগষ্ট, ১৯৩৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
২৭ জানুয়ারি, ১৯৩৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-৩ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১৮ জুলাই, ১৯৩৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা হেক্টর গোমেজ | ড্র |
১৫ আগষ্ট, ১৯৩৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-০ | কোপা জুয়ান মিগনাবুরু | আর্জেন্টিনা |
৯ আগষ্ট, ১৯৩৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা জুয়ান মিগনাবুরু | আর্জেন্টিনা |
২০ সেপ্টেম্বর, ১৯৩৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-২ | কোপা হেক্টর গোমেজ | উরুগুয়ে |
২৩ জানুয়ারি, ১৯৩৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-৩ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১০ অক্টোবর, ১৯৩৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-০ | কোপা লিপটন | আর্জেন্টিনা |
১১ নভেম্বর, ১৯৩৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৫-১ | কোপা লিপটন | আর্জেন্টিনা |
১৮ জুন, ১৯৩৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা মিগনাবুরু | আর্জেন্টিনা |
১২ অক্টোবর, ১৯৩৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-২ | কোপা হেক্টর গোমেজ | আর্জেন্টিনা |
১৮ জুলাই, ১৯৪০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-৩ | কোপা হেক্টর গোমেজ | উরুগুয়ে |
১৫ আগষ্ট, ১৯৪০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৫-০ | কোপা মিগনাবুরু | আর্জেন্টিনা |
২৩ ফেব্রুয়ারি, ১৯৪১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
৭ ফেব্রুয়ারি, ১৯৪২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
২৫ মে, ১৯৪২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-১ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
১২ আগষ্ট, ১৯৪২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা লিপটন | ড্র |
২৮ মার্চ, ১৯৪৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-৩ | কোপা হেক্টর গোমেজ | ড্র |
৪ এপ্রিল, ১৯৪৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
২৯ জানুয়ারি, ১৯৪৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | উরুগুয়ে |
২৯ জানুয়ারি, ১৯৪৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৬-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
২৫ ফেব্রুয়ারি, ১৯৪৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
১৮ জুলাই, ১৯৪৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | কোপা লিপটন | ড্র |
১৫ আগষ্ট, ১৯৪৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৬-২ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
২ ফেব্রুয়ারি, ১৯৪৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-১ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
২৮ ডিসেম্বর, ১৯৪৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-১ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
২৭ মার্চ, ১৯৫৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৬-১ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
১৫ ফেব্রুয়ারি, ১৯৫৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১ জুলাই, ১৯৫৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা ডেল আটলান্টিকো | আর্জেন্টিনা |
১০ অক্টোবর, ১৯৫৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
১৪ নভেম্বর, ১৯৫৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | কোপা লিপটন | ড্র |
২০ মার্চ, ১৯৫৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-০ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
২৩ মে, ১৯৫৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | কোপা নিউটন | ড্র |
৫ জুন, ১৯৫৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা লিপটন | ড্র |
৬ এপ্রিল, ১৯৫৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | উরুগুয়ে |
৩০ এপ্রিল, ১৯৫৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
৩০ মার্চ, ১৯৫৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-১ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
১৬ ডিসেম্বর, ১৯৫৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-৫ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
১৭ আগষ্ট, ১৯৬০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-০ | কোপা ডেল আটলান্টিকো | আর্জেন্টিনা |
১৩ মার্চ, ১৯৬২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ড্র |
১৫ আগষ্ট, ১৯৬২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-১ | কোপা লিপটন | আর্জেন্টিনা |
২ ফেব্রুয়ারি, ১৯৬৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
৫ জুন, ১৯৬৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
২০ জুন, ১৯৬৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-২ | কোপা লিপটন | উরুগুয়ে |
৮ এপ্রিল, ১৯৭০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
১৫ এপ্রিল, ১৯৭০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | উরুগুয়ে |
১৪ জুলাই, ১৯৭১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
১৮ জুলাই, ১৯৭১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা লিপটন | ড্র |
৬ জুলাই, ১৯৭২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | স্বাধীন ম্যাচ | আর্জেন্টিনা |
১৭ মে, ১৯৭৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা লিপটন | ড্র |
২৩ মে, ১৯৭৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা নিউটন | ড্র |
১৮ জুলাই, ১৯৭৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-২ | কোপা নিউটন | আর্জেন্টিনা |
৮ এপ্রিল, ১৯৭৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-১ | কোপা ডেল আটলান্টিকো | আর্জেন্টিনা |
৯ জুন, ১৯৭৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-০ | কোপা ডেল আটলান্টিকো | আর্জেন্টিনা |
২৫ এপ্রিল, ১৯৭৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | উরুগুয়ে |
৩ মে, ১৯৭৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
১৮ জুলাই, ১৯৮৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা নিউটন | উরুগুয়ে |
২ আগষ্ট, ১৯৮৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | কোপা লিপটন | ড্র |
১৬ জুন, ১৯৮৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | ফিফা বিশ্বকাপ | আর্জেন্টিনা |
৩০ নভেম্বর, ১৯৮৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | সাউথ আমেরিকান গেইমস | ড্র |
৯ জুলাই, ১৯৮৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
৮ জুলাই, ১৯৮৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
১৪ জুলাই, ১৯৮৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-২ | কোপা আমেরিকা | উরুগুয়ে |
২৩ সেপ্টেম্বর, ১৯৯২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | কোপা লিপটন | ড্র |
১২ জানুয়ারি, ১৯৯৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | ফিফা বিশ্বকাপ | ড্র |
১২ অক্টোবর, ১৯৯৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | 0-0 | ফিফা বিশ্বকাপ | ড্র |
৭ জুলাই, ১৯৯৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-০ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
৮ অক্টোবর, ২০০০ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | ফিফা বিশ্বকাপ | আর্জেন্টিনা |
১৪ নভেম্বর, ২০০১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | ফিফা বিশ্বকাপ | ড্র |
১৬ জুলাই, ২০০৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ড্র |
২০ আগষ্ট, ২০০৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | আর্জেন্টিনা |
১৩ জুলাই, ২০০৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-২ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
৯ অক্টোবর, ২০০৪ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৪-২ | ফিফা বিশ্বকাপ | আর্জেন্টিনা |
১২ অক্টোবর, ২০০৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-১ | ফিফা বিশ্বকাপ | উরুগুয়ে |
১১ অক্টোবর, ২০০৮ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-১ | ফিফা বিশ্বকাপ | আর্জেন্টিনা |
১৪ অক্টোবর, ২০০৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | ফিফা বিশ্বকাপ | আর্জেন্টিনা |
১৬ জুলাই, ২০১১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-১ | কোপা আমেরিকা | ড্র |
১২ অক্টোবর, ২০১২ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-০ | ফিফা বিশ্বকাপ | আর্জেন্টিনা |
১৫ অক্টোবর, ২০১৩ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-৩ | ফিফা বিশ্বকাপ | উরুগুয়ে |
১৬ জুন, ২০১৫ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
২ সেপ্টেম্বর, ২০১৬ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | ফিফা বিশ্বকাপ | আর্জেন্টিনা |
৩১ আগষ্ট, ২০১৭ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ০-০ | ফিফা বিশ্বকাপ | ড্র |
১৮ নভেম্বর, ২০১৯ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ২-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ড্র |
১৮ জুন, ২০২১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | কোপা আমেরিকা | আর্জেন্টিনা |
১০ অক্টোবর, ২০২১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ৩-০ | ফিফা বিশ্বকাপ | আর্জেন্টিনা |
১২ নভেম্বর, ২০২১ | আর্জেন্টিনা বনাম উরুগুয়ে | ১-০ | ফিফা বিশ্বকাপ | আর্জেন্টিনা |
আরো দেখুন:
আর্জেন্টিনা নাকি উরুগুয়ে কে বেশি শক্তিশালী?
পূর্বের সব ইতিহাস এবং বর্তমান আর্জেন্টিনা বনাম উরুগুয়ে পরিসংখ্যান হতে সর্বশেষ আমরা দেখতে পাই, কেউই কাউকে ছেড়ে কথা বলছে না। কোপা আমেরিকায় উরুগুয়ের সাথে আর্জেন্টিনার সর্বপ্রথম দেখা হয়েছিল ১৭ই জুলাই ১৯১৬ সালে এবং সেই ম্যাচটি গোল শূন্যে ড্র হয়। আর্জেন্টিনা বনাম উরুগুয়ে পরিসংখ্যান বলছে হেড টু হেড ২০২৪ সাল পর্যন্ত দুই দলের দেখা হয়েছে মোট ৩২ বার। ৩২ ম্যাচের মুখোমুখিতে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট ১৬ বার। বিপরীতে উরুগুয়ে জয় পেয়েছে ১৪ টি ম্যাচে। এবং ড্র হয়েছিলো দু’টি ম্যাচ। এছাড়া সর্বশেষ ২০২১ সালে অনুষ্ঠিত ফিফার বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে উরুগুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ ২০২৪
কাতার বিশ্বকাপ ২০২৪ এর প্রথম রাউন্ডে আর্জেন্টিনা বনাম উরুগুয়ের কোন ম্যাচ নেই। তবে ভাগ্যক্রমে পরের রাউন্ডে দেখা হলেও হতে পারে। যদি আর্জেন্টিনা বনাম উরুগুয়ের খেলা হয় তাহলে অবশ্যই আমরা আপডেট পরিসংখ্যান জানিয়ে দিব।
সর্বশেষ কথা: আশা করি আপনারা আজকের পোষ্টের মাধ্যমে আর্জেন্টিনা বনাম উরুগুয়ের পরিসংখ্যান থেকে সবটুকু তথ্য জানতে পেরেছেন। তারপরও যদি এই পোস্ট নিয়ে কোন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমরাও প্রত্যাশা করি, কাতার বিশ্বকাপ ২০২৪ এ আর্জেন্টিনা এবং উরুগুয়ে উভয় দলই প্রাথমিক পর্বে উত্তীর্ণ হয়ে বিশ্ব ইতিহাসে নতুন করে স্মরণীয় কিছু মুহূর্ত সৃষ্টি করার সুযোগ লাভ করুক, বিশ্ববাসী স্মৃতিচারণ করুক আর্জেন্টিনা বনাম উরুগুয়ের অবিস্মরণীয় ম্যাচগুলো। কাতার বিশ্বকাপ ২০২৪ এ সকল আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।