vlxxviet mms desi xnxx

জাপানের জাতীয় খেলা কি?

0
Rate this post

জাপানের জাতীয় খেলা কি? | Japanr Jatiyo Khela Ki

জাপানের দেশজুড়ে সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হলো বেসবল। জাপানে অনেক পেশাদার বেসবল প্লেয়ার রয়েছে। খেলার সময় বিভিন্নভাবে মানুষ তাদের প্রিয় খেলোয়াড় ও দলকে সাপোর্ট করে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে জাপানের জাতীয় খেলা কি? জাপানের জাতীয় খেলা হলো “সুমো”।

খেলাধুলা জাপানি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন খেলাগুলোর মধ্যে রয়েছে সুমো, মার্শাল আর্ট, বেসবল এবং অ্যাসোসিয়েশন ফুটবলের মতো পশ্চিমা দেশের জনপ্রিয় কিছু খেলা।

“সুমো” বা কুস্তি খেলা জাপানের জাতীয় খেলা হিসেবে বিবেচিত। এই খেলাটির উৎপত্তি হয়েছে ১৬ শতকের মাঝামাঝি সময়ে। এই খেলাটির মাধ্যমে একজন কুস্তিগীর তার প্রতিপক্ষকে একটি বৃত্তাকার রিং থেকে ধাক্কা দেয় এবং প্রতিপক্ষের শরীরের কোন অংশ যদি মাটিতে ফেলে দিতে পারে তাহলে সে জয় পাবে আর অপরপক্ষ হেরে যাবে।

“সুমো” কুস্তিতে সাধারণত ৬টি ক্যাটাগরি রয়েছে : মাকুচি, জুরিও, মাকুশিতা, সন্দনমে, জোনিদান, জোনোকুটি। কিন্তু এটি শুধুমাত্র ঐতিহ্যবাহী একটি খেলা।

জাপানে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো বেসবল। অন্যান্য জনপ্রিয় খেলাগুলোর মধ্যে রয়েছে টেবিল টেনিস, গলফ, অটো রেসিং – রাগবি ইত্যাদি।

আরো দেখুনঃ

সমাপ্তি: জাপানের জাতীয় খেলা কি এই প্রশ্নের উত্তরে বলতে হয় “সুমো” এটি জাপানের জাতীয় খেলা হলেও বর্তমানে বেসবলই জাপানে সবচেয়ে বেশি জনপ্রিয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex