১০ম রোজার ফজিলত
১০ম রোজার ফজিলত | 10 Rojar Phajilayt
ইসলামের ৫ টি ভিত্তির একটি হলো রোজা বা সাওম। মহান আল্লাহ তায়ালা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসের ৩০ টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আর প্রতিটি রেজারই কিছু নিজস্ব ফজিলত আছে। আজকে আমরা ১০ম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
১০ম রোজার ফজিলত ও গুরুত্ব
রমজানের ৩০ দিনকে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। এর মাঝে প্রথম ১০ দিন রহমতের। আর রহমতের শেষ দিন হলো এই ১০ম রোজার দিন।
এদিন যে ব্যক্তি রোজা রাখেন, তাঁকে মহান আল্লাহ তায়ালা উভয় জাহানের কল্যাণ দান করেন। অর্থাৎ দোজাহানের কল্যাণ মহান আল্লাহ তায়ালা তার উপর বর্ষণ করেন। তাই বলা যায়, ১০ম রোজার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি।
আরো দেখুনঃ
১০ম রোজার দিন নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! তোমার উপর যারা সর্বদা ভরসা করে, আমাকে আপনি তাদের অন্তর্ভুক্ত করুন। আমাকে সফলকামদের মাঝে শামিল করুন আপনার অনুগ্রহের সাহায্যে এবং আমাকে আপনি৷ আপনার নৈকট্য লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। হে, সকল অনুসন্ধান-কারীদের শেষ গন্তব্য!