১৭তম রোজার ফজিলত
১৭তম রোজার ফজিলত | 17th Rojar Phajilayt
ইসলামে প্রতিটি মুসলিম ব্যক্তির উপর রোজা রাখা ফরজ। আরবি রমজান মাসে ৩০ দিন আমরা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখি। তবে প্রতিটি রোজারই কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর আছে আলাদা গুরুত্ব ও ফজিলত। আজকে আমরা, ১৭তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
১৭তম রোজার ফজিলত ও গুরুত্ব
১৭তম রোজা বলতে বোঝানো হয়, রমজান মাসের মাঝের ১০ দিন অর্থাৎ মাগফেরাতের ১০ দিনের ৭ম দিনকে। এই দিন যে ব্যক্তি রোজা রাখে, তাকে একদিনের জন্য নবীগণের সমপরিমাণ সওয়াব প্রদান করা হয়।
তাই, নবীগণের সংখ্যা কতটা, তা আমাদের ধারণার বাহিরে। সুতরাং, বোঝাই যায়, ১৭তম রোজার ফজিলত ও গুরুত্ব অপরিসীম।
আরো দেখুনঃ
১৭তম রোজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এই দিনে আমাকে আপনি সৎকাজের দিকে পরিচালিত করুন। হে মহান সত্ত্বা, যার কাছে কোনো প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা দেয়ার দরকার হয় না। আমার সব প্রয়োজন ও আশা-আকাঙ্খা আপনি পূরণ করে দিন। হে সমগ্র দুনিয়ার রহস্যজ্ঞানী! আপনি হযরত মুহাম্মদ (সঃ) এবং তাঁর পবিত্র বংশধরদের ওপর রহমত বষর্ণ করুন!