১৯তম রোজার ফজিলত
১৯তম রোজার ফজিলত | 19th Rojar Phajilayt
ইসলামের ৫ টি ভিত্তির মাঝে সাওম বা রেজা একটি। প্রত্যেক মুমিন মুসলমান প্রতিবছর অধীর অপেক্ষায় থাকেন আরবি রমজান মাসের জন্য। এসময়ের ৩০ টি রোজা রাখা আমাদের জন্য ফরজ।
আর এগুলোর প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতুট রোজারই আছে নিজস্ব কিছু ফজিলত ও গুরুত্ব। আজ আমরা, ১৯তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
১৯তম রোজার ফজিলত ও গুরুত্ব
১৯তম রোজা হলো রমজান মাসের মাগফেরাতের ১০ দিনের ৯ম দিন। এই দিন রোজা রাখলে মহান আল্লাহ্ তার বান্দার উপর সন্তুষ্ট হন। পাশাপাশি, যে ব্যক্তি ১৯ তম রোজা রাখেন, তার জন্য সেদিন পৃথিবীতে থাকা সকল পাথর, কংকর, টিলা দোয়া করতে থাকে। তাই বলা যায়, ১৯তম রোজার ফজিলত ও গুরুত্ব অনেক।
আরো দেখুনঃ
১৯তম রোজার সময় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আমাকে আপনি আজকের এই দিনে সমগ্র মাসের বরকতের অধিকারী করুন। এবং এস কল্যাণ অজর্নের পথ আমার জন্য সহজ করে দিন। এই মাসের কল্যাণ লাভ থেকে আমাকে বঞ্চিত করবেন না। হে স্পষ্টত সত্যের দিকে পথনির্দেশকারী!