২১তম রোজার ফজিলত
২১তম রোজার ফজিলত | 21th Rojar Phajilayt
ইসলামের ৫ টি ভিত্তির মাঝের একটি হলো সাওম। বা রোজা। রমজান মাস আমাদের মুসলিমদের নিকট এক পবিত্রতম মাস। এই মাসেই সকল মানবজাতির হেদায়েত স্বরূপ, মহানবী হজরত মুহাম্মদ (স:) এর উপর কুরআন মজিদ নাজিল করা হয়েছিল।
আর রমজান মাসের ৩০ টি রোজার প্রতিটিরই কিছু আলাদা ফজিলত আছে। আজকে আমরা, ২১তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
২১তম রোজার ফজিলত ও গুরুত্ব
রমজান মাসের প্রথম ১০ দিন রহমতের। পরের ১০ দিন মাগফিরাতের। পরের ১০ দিন নাজাতের। আর ২১তম রোজা হলো নাজাতের দিনগুলো শুরু হওয়ার দরজা। নাজাতের এই ১ম দিনে রেজা রাখলে অশেষ সওয়াব লাভ করা যায়।৷ তাছাড়া, এদিন যে ব্যক্তি রোজা রাখেন, তার জন্য জান্নাতে একটি সুন্দর প্রাসাদ নির্মাণ করা হয়।
আরো দেখুনঃ
২১তম রোজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এই দিনে আপনি আমাকে আপনার সন্তুষ্টির দিকে পরিচালিত করুন। শয়তানকে আমার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না। জান্নাতকে আমার গন্তব্যে পরিণত করুন। হে সকল প্রার্থনাকারীদের অভাব মোচনকারী!