৪র্থ রোজার ফজিলত
৪র্থ রোজার ফজিলত | 4tha Rojar Phajilayt
ইসলাম শান্তির ধর্ম। ইসলামের ৫ টি ভিত্তি আছে। আর এগুলোর মাঝে একটি হলো রোজা ব সাওম। প্রত্যেক মুমিন ব্যক্তির উপরই রোজা রাখা ফরজ করা হয়েছে। আর তা হলো রমজান মাসের ৩০ টি রোজা।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
কিন্তু ৩০ টি রোজার মাঝের প্রতিটিরই কিন্তু আলাদা করে কিছু গুরুত্ব আছে। আজকে আমরা ৪র্থ রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
৪র্থ রোজার ফজিলত ও গুরুত্ব
৪র্থ রোজা হলো রমজান মাসের ১ম ১০ দিন অর্থাৎ রহমতের ১০ দিনের মাঝের ৪র্থ দিন। এদিন রোজা রাখলে, রোজাদার ব্যক্তিকে চারটি বড় আসমানি কিতাবে থাকা মোট বর্ণ সমান সওয়াব দেয়া হয় বলে জানা যায়।
আরো দেখুনঃ
৪র্থ রমজানে নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এ দিনে আমাকে আপনার সকল প্রকার নির্দেশ পালনের শক্তি প্রদান করুন। আমাকে আপনার জিকিরের মাধুর্য আস্বাদন করান। আপনার অপার করুণার মাধ্যমে, আমাকে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত করে দিন। হে দৃষ্টিমানদের মাঝে শ্রেষ্ঠ দৃষ্টিমান! আমাকে এই দিনে কেবল আপনারই আশ্রয় আর হেফাজতে রক্ষা করুন।